Health Tips: শীতের এই সবজি দেখেও খান না? রক্তস্বল্পতা এবং কোষ্ঠকাঠিন্য আর জীবনে কাছে ঘেষবে না খেলে!
- Published by:Suman Biswas
- trending desk
Last Updated:
Health Tips: বিটরুটে প্রচুর পরিমাণে আয়রন পাওয়া যায়। আয়রন আমাদের শরীরে রক্ত বাড়াতে সাহায্য করে, এর পাশাপাশি শরীরের হাড়কেও মজবুত করে।
advertisement
advertisement
advertisement
advertisement
বিটরুটে উপস্থিত ফাইবার আমাদের ত্বকের জন্যও খুবই উপকারী। এর জন্য বিটরুটের রস মুখে লাগানো যেতে। এতে ত্বক যেমন পরিষ্কার হয়, তেমনই ত্বকের রঙও উজ্জ্বল হয়। তেমনই যাঁরা চুলে রঙ করতে চান, তাঁরাও প্রাকৃতিক রঙ হিসেবে হেনার সঙ্গে বিটরুট মিশিয়ে লাগাতে পারেন। এতে চুলে জেল্লার পাশাপাশি স্বাস্থ্যও বজায় থাকবে। চুল ছাড়াও বিটরুট ঠোঁটেও লাগানো যেতে পারে। এতে ঠোঁটের কালচে ভাব দূর হয় এবং ঠোঁটের রঙ গোলাপি হয়।
advertisement