Health: শুধুমাত্র শীতকালেই পাওয়া যায় এই শাক, স্বাস্থ্যের জন্যও যা উপকারী, জানলে প্রতিদিন খাবেন
- Published by:Suman Biswas
- trending desk
Last Updated:
Health: শীতের মরশুমে বথুয়ার পরোটা দারুন সুস্বাদু খেতে হয়। বথুয়া সাধারণত ক্ষেতেই উৎপাদন করা হয়।
advertisement
advertisement
advertisement
এছাড়াও বথুয়ার পরোটাও খুব জনপ্রিয়। চিকিৎসকক সিদ্ধার্থ চৌহান জানিয়েছেন যে, শীতকালে বথুয়া শাক খাওয়া উচিত। এতে অনেক রকমের উপকার পাওয়া যায়। এটি আমাদের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে। এটি ক্যালসিয়াম, পটাসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, ম্যাঙ্গানিজ, ফসফরাস, সোডিয়াম এবং জিঙ্ক সমৃদ্ধ হওয়ায় শীতকালে নানা রোগের বিরুদ্ধে লড়তে শরীরকে সাহায্য করে।
advertisement
বথুয়া পরোটা বানানোর পদ্ধতি: বথুয়ার পরোটা তৈরি করতে প্রথমে বথুয়ার পাতা ভাল করে ধুয়ে কেটে নিতে হবে। এবার একটি প্যানে জল গরম করে এর মধ্যে বথুয়ার পাতা ও আলু দিয়ে খানিক্ষণ ফুটিয়ে নিতে হবে। এবারে প্যানটি ঢেকে রাখতে হবে এবং পাতা নরম না হওয়া পর্যন্ত সেদ্ধ করতে হবে। পাতা একবার সেদ্ধ হয়ে গেলে গ্যাস বন্ধ করে দিতে হবে।
advertisement
এবার একটি পাত্রে ময়দা চেলে তাতে জিরের গুঁড়ো, এক চিমটি হিং এবং স্বাদ অনুযায়ী নুন দিয়ে ভাল করে মিশিয়ে নিতে হবে। এরপর সেদ্ধ বথুয়ার পাতা ছেঁকে জল বের করে ময়দার সঙ্গে মিশিয়ে নিতে হবে। এর পরে, সেদ্ধ আলু চটকে এই মিশ্রণে যোগ করে ভাল ভাবে মেশাতে হবে। তারপর কাটা সবুজ লঙ্কা যোগ করে সবকিছু ভাল ভাবে মিশিয়ে নিতে হবে। এবার এই ময়দা ভাল করে মেখে একটা কাপড় দিয়ে ঢেকে দশ মিনিট রাখতে হবে। এর পর সাধারণ উপায়ে পরোটা বানানো যেতে পারে।