Asansol Ballygunje Bye Elections: মার্চেই হয়তো আসানসোল- বালিগঞ্জে উপনির্বাচন, নিজের গড়ে ফের চ্যালেঞ্জ নেবেন বাবুল?

Last Updated:

গত অক্টোবর মাসে পদত্যাগ করেছিলেন আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয় (Babul Supriyo)৷ এর পর বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন তিনি৷

বাবুল সুপ্রিয়কে নিয়ে জল্পনা
বাবুল সুপ্রিয়কে নিয়ে জল্পনা
#কলকাতা: সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১২ ফেব্রুয়ারি রাজ্যের চার পুরনিগমে ভোট৷ এই চার পুরনিগমের মধ্যে রয়েছে আসানসোলও৷ যদিও নির্বাচন কমিশন সূত্রে খবর, ফেব্রুয়ারির পর মার্চ মাসেই ফের ভোট হতে পারে আসানসোলে (Asansol Bye Elections)৷ কারণ আগামী মার্চ মাসেই আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচন সেরে ফেলতে চায় নির্বাচন কমিশন৷ একই সঙ্গে উপনির্বাচন হতে পারে কলকাতার বালিগঞ্জ (Ballygunje Bye Election) বিধানসভা কেন্দ্রেও৷
গত অক্টোবর মাসে পদত্যাগ করেছিলেন আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয় (Babul Supriyo)৷ এর পর বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন তিনি৷ অন্যদিকে সুব্রত মুখোপাধ্যায়ের মৃত্যুর কারণে বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রটিও বিধায়ক শূন্য অবস্থায় রয়েছে৷ লোকসভা নির্বাচনের এখনও দু' বছরের বেশি সময় বাকি৷ অন্যদিকে রাজ্যের পরের বিধানসভা ভোট ২০২৬ সালে৷ সেই কারণেই দুই কেন্দ্রে উপনির্বাচন করিয়ে নিতে চায় নির্বাচন কমিশন৷
advertisement
advertisement
তবে উপনির্বাচনের ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করছে রাজ্যের করোনা পরিস্থিতির উপরে৷ করোনা সংক্রমণের বাড়াবাড়ির কারণেই কলকাতা হাইকোর্টের পরামর্শে পুরভোট পিছিয়ে দিতে হয়েছে৷ তবে গত কয়েকদিনে রাজ্যের করোনা পরিস্থিতির অনেকটাই উন্নতি হয়েছে৷ ফলে আর কিছু দিন দেখে নিয়ে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চায় নির্বাচন কমিশন৷
advertisement
তৃণমূলে যোগ দেওয়ার পর বাবুল সুপ্রিয়কে মূলত ত্রিপুরা, গোয়ার মতো রাজ্যে ভোট প্রচারের কাজে লাগিয়েছে শাসক দল৷ সে অর্থে এখনও বাবুলকে এখনও বড় কোনও পদ দেওয়া হয়নি৷ আসানসোলের প্রাক্তন সাংসদকে তৃণমূল কোন পদ দেবে তা নিয়ে বেশ কিছু জল্পনা ছড়ালেও শেষ পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি৷ ফলে দু' বার যে কেন্দ্র থেকে বাবুল জিতেছেন, সেই আসানসোলেই তাঁকে ফের প্রার্থী করা হয় কি না, রাজনৈতিক মহলে তা নিয়েও জোর চর্চা চলছে৷
advertisement
তবে রাজ্যে শেষ কয়েকটি উপনির্বাচনের ফল দেখে আসানসোল এবং বালিগঞ্জের উপনির্বাচন নিয়েও অনেকটাই আত্মবিশ্বাসী তৃণমূল কংগ্রেস৷ নির্ধারিত দিনে পুরভোট হয়ে গেলে আসানসোলে নিজেদের শক্তিও ঝালিয়ে নিতে পারবে তৃণমূল৷ কারণ আসানসোলে যে বিজেপি এখনও বেশ শক্তিশালী, গত বিধানসভা নির্বাচনেও তাঁর প্রমাণ মিলেছে৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Asansol Ballygunje Bye Elections: মার্চেই হয়তো আসানসোল- বালিগঞ্জে উপনির্বাচন, নিজের গড়ে ফের চ্যালেঞ্জ নেবেন বাবুল?
Next Article
advertisement
Kuldeep Singh Sengar Bail Update: উন্নাও ধর্ষণ মামলায় সেঙ্গারের জামিনের বিরোধিতা, সুপ্রিম কোর্টে গেল সিবিআই!
উন্নাও ধর্ষণ মামলায় কুলদীপ সেঙ্গারের জামিনের বিরোধিতা, সুপ্রিম কোর্টে গেল সিবিআই!
  • উন্নাও ধর্ষণ মামলায় কুলদীপ সেঙ্গারের জামিনের বিরোধিতা৷

  • সুপ্রিম কোর্টে মামলা করল সিবিআই৷

  • দিল্লি হাইকোর্ট থেকে জামিন পান প্রাক্তন বিজেপি বিধায়ক৷

VIEW MORE
advertisement
advertisement