Gangasagar Mela: গঙ্গাসাগর মেলা হচ্ছে, অথচ সুব্রতদা নেই, খুব মিস করি, নবান্নের সভায় বললেন মমতা

Last Updated:

Mamata Banerjee: প্রতিবার তাঁর কাঁধেই থাকত মূল দায়িত্ব। গঙ্গাসাগর মেলার দায়িত্ব নিয়ে সামলাতেন প্রাক্তন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। তাঁর প্রয়াণে শূন্যস্থান তৈরি হয়েছে সেই পদে।

ফাইল ছবি
ফাইল ছবি
#কলকাতা: প্রতিবার তাঁর কাঁধেই থাকত মূল দায়িত্ব। গঙ্গাসাগর মেলার (GangaSagar Mela) দায়িত্ব নিয়ে সামলাতেন প্রাক্তন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় (Subrata Mukherjee)। তাঁর প্রয়াণে শূন্যস্থান তৈরি হয়েছে সেই পদে। এ দিকে সময়ের নিয়মে এসে গিয়েছে এ বছরের গঙ্গাসাগর মেলার সময়। মেলার প্রস্তুতি নিয়ে নবান্নের প্রশাসনিক বৈঠকে তাই সুব্রতকে স্মরণ করলেন মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, "প্রতিবার সুব্রতদা থাকতেন। এ বার আর থাকছেন না। আমি খুব মিস করছি সুব্রতদাকে। অনেক কাজ করতেন।"
গত দশ বছর ধরে গঙ্গাসাগর মেলার পরিচালনার দায়িত্বে থাকতে দেখা গিয়েছে সদ্য প্রয়াত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়কে (Subrata Mukherjee)। এই এক দশকে প্রশাসনিক কর্তা থেকে স্থানীয় আয়োজক, এমনকী স্থানীয় মানুষেরাও জানতেন, মেলার ঠিক কয়েকদিন আগে গঙ্গাসাগরে চলে আসতেন মন্ত্রী সুব্রত। সুব্রতর হাত ধরেই আমূল পাল্টে গিয়েছিল মেলার আয়োজন। স্মৃতি মন্থন করে স্থানীয়রা বলছেন, প্রতিবার এসেই মেলার চারদিন সুব্রত উঠতেন জনস্বাস্থ্য ও কারিগরি দফতরের আবাসনে। ছিল উন্মুক্ত দ্বার। গঙ্গাসাগরের সাধারণ মানুষ, তীর্থযাত্রী থেকে শুরু করে সুব্রতর সঙ্গে দেখা করতে আসতেন দলের সাধারণ নেতা-কর্মীরাও। যেন মুশকিল আসানের ঠিকানা ছিলেন সুব্রত। মেলায় কোনওরকম সমস্যা হলেই তাঁর হাত ধরে সমাধান হত, অনেক অসহায় মানুষের পাশে দাঁড়াতে দেখা যেত মন্ত্রীকে।
advertisement
আরও পড়ুন: গঙ্গাসাগর মেলার আমূল পরিবর্তন করেছিলেন প্রয়াত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় !
একাধিক সংবাদে, এমনকী এই নিউজ১৮ বাংলার প্রতিবেদনেও প্রকাশিত হয়েছে, কেমন ছিল সুব্রতর গঙ্গাসাগর জীবন। যে কয়েকদিন থাকতেন, প্রতিদিন, সন্ধ্যার তিনি পৌঁছে যেতে সাগরপাড়ের মেলা অফিসে। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হতেন তিনি। পাশে ছিল চায়ের দোকানে। সাধারণ মানুষের সঙ্গে সেই চায়ের দোকানে বসে হাল্কা চালে আড্ডা দিতেও দেখা যেত মন্ত্রীকে। কপিল মুণির আশ্রম থেকে শুরু করে সাধুদের আখড়াতেও ঘুরে বেড়াতেন তিনি। সে সবেই ছেদ টেনেছে প্রয়াণ।
advertisement
advertisement
আরও পড়ুন: পুরসভায় প্রবেশের মুখে তিনি মিস করলেন শোভনকে, অকপট স্বীকারোক্তি রত্নার
অসুস্থ সুব্রত আগে থেকে হাসপাতালে ভর্তি ছিলেন, কিন্তু তাঁর প্রয়াণ একেবারে বজ্রাঘাতের মতো এসে পড়েছিল বাংলার রাজনৈতিক মহলে। এ বছর কালীপুজোর রাতে এসএসকেএম হাসপাতালে ম্যাসিভ হার্ট অ্যাটাকে প্রয়াত হন তিনি। প্রয়াণের খবর প্রকাশের পর শোকে মুহ্যমান মুখ্যমন্ত্রী কার্যত কোনও প্রতিক্রিয়াই দিতে পারেননি। তিনিই আজ ফের স্মরণ করলেন সুব্রতকে, যেন স্মৃতির সরণি বেয়ে বয়ে এল একফোঁটা আবেগের ধারা, যা ফুটে উঠল মুখ্যমন্ত্রীর মুখেও।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Gangasagar Mela: গঙ্গাসাগর মেলা হচ্ছে, অথচ সুব্রতদা নেই, খুব মিস করি, নবান্নের সভায় বললেন মমতা
Next Article
advertisement
Weather Update: ২৫ ডিসেম্বর থেকেই বড় বদল আবহাওয়ায়! আরও নামবে পারদ, কনকনে ঠান্ডা, ঘন কুয়াশার সতর্কতা বঙ্গে
২৫ ডিসেম্বর থেকেই বড় বদল আবহাওয়ায়! আরও নামবে পারদ, কনকনে ঠান্ডা, ঘন কুয়াশার সতর্কতা
  • দক্ষিণবঙ্গে বুধবার পর্যন্ত এবং উত্তরবঙ্গে বৃহস্পতিবার পর্যন্ত কুয়াশার সতর্কতা

  • সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা পরে পরিষ্কার আকাশ

  • কুয়াশার কারণে দিনভর শীতের অনুভূতি

VIEW MORE
advertisement
advertisement