মমতার পরামর্শ মতোই...SIR-এর প্রতিবাদে পথে ‘ইন্ডিয়া’ জোট! সংসদের ঘরে, বাইরে সরব বিরোধীরা, সোমেই বৈঠক মুখ‍্যমন্ত্রীর

Last Updated:

Mamata Banerjee: বিহারে চলছে স্পেশ‍্যাল ইন্টেনসিভ রিভিশন (SIR) অর্থাৎ বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া।

SIR-এর প্রতিবাদ! মমতার পরামর্শে সংসদের ঘরে এবং বাইরে কী করতে চলেছে ‘ইন্ডিয়া’ জোট? সোমেই বৈঠক মুখ‍্যমন্ত্রীর
SIR-এর প্রতিবাদ! মমতার পরামর্শে সংসদের ঘরে এবং বাইরে কী করতে চলেছে ‘ইন্ডিয়া’ জোট? সোমেই বৈঠক মুখ‍্যমন্ত্রীর
কলকাতা: বিহারে চলছে স্পেশ‍্যাল ইন্টেনসিভ রিভিশন (SIR) অর্থাৎ বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া। পশ্চিমবঙ্গেও তা হতে পারে। চলতি সপ্তাহেও এস.আই.আর ইস‍্যুতে সরব হতে চলেছেন বিরোধীরা। সূত্রের খবর, সংসদের ভিতরে তো বটেই এই সপ্তাহে মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরামর্শ মতো জাতীয় নির্বাচন কমিশনের সদর দফতর ঘেরাও কর্মসূচিও নিতে চলেছে বিরোধী ইন্ডিয়া জোট।
তৃণমূল সূত্রে খবর, আগামীকালই সাংসদদের নিয়ে বৈঠকে বসবেন তৃণমূল সুপ্রিমো। সেই বৈঠকে তিনি এসআইআর এবং বাংলা ও বাঙালি ইস্যুতে সাংসদদের আগামী দিনে লড়াইয়ের দিক নির্দেশ দিতে পারেন।
advertisement
advertisement
৮ অগাস্ট ইন্ডিয়া জোটের ইসিআই অভিযান। আর তার ঠিক একদিন আগে, ৭ তারিখ সন্ধ‍্যায় নৈশভোজের বৈঠক হওয়ার কথা মল্লিকার্জুন খার্গের বাসভবনে। তৃণমূল সূত্রে খবর, সব ঠিক থাকলে সেই বৈঠকে উপস্থিত থাকবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। উপস্থিত থাকতে পারেন ইসিআই অভিযানেও।
advertisement
প্রসঙ্গত, স্পেশাল ইনটেন্সিভ রিভিশন-এর জন্য স্পেশাল ইনসেনটিভ নিতে চলেছে নির্বাচন কমিশন। বুথ লেভেল অফিসারদের জন্য স্পেশাল ইনটেনসিভ দেওয়ার ঘোষণা নির্বাচন কমিশনের। অতিরিক্ত ছয় হাজার টাকা দেওয়া হবে বুথ লেভেল অফিসারদের SIR এর জন্য। ইলেক্ট্ররাল রেজিস্ট্রেশন অফিসার, অ্যাডিশনাল electoral registration officer দেরও এবার বিশেষ বার্ষিক ভাতা। বিশেষ ভাতা দেওয়ার ঘোষণা জাতীয় নির্বাচন কমিশনের।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
মমতার পরামর্শ মতোই...SIR-এর প্রতিবাদে পথে ‘ইন্ডিয়া’ জোট! সংসদের ঘরে, বাইরে সরব বিরোধীরা, সোমেই বৈঠক মুখ‍্যমন্ত্রীর
Next Article
advertisement
West Bengal Weather Update: সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
  • সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ !

  • সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা

  • তবে আগামী দু’দিন রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement