হোম /খবর /কলকাতা /
দমদম বিমানবন্দরে গান্ধী গ্যালারি, উদ্বোধন করলেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী

দমদম বিমানবন্দরে গান্ধী গ্যালারি, উদ্বোধন করলেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী

দমদম বিমানবন্দরের গান্ধী গ্যালারির শুভ উদ্বোধন করলেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী।

  • Last Updated :
  • Share this:

    #কলকাতা: দমদম বিমানবন্দরের গান্ধী গ্যালারির শুভ উদ্বোধন করলেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী। এই গ্যালারিতে স্থান পেয়েছে স্বাধীনতা সংগ্রামের জন্য গান্ধীজি ভারতবর্ষের জন্য যা যা করেছেন, সত্যাগ্রহ থেকে শুরু করে লবণ আন্দোলন এছাড়াও চরকায় সুতো কাটা থেকে আরম্ভ করে বিভিন্ন স্মৃতি তুলে ধরা হয়েছে এই আর্ট গ্যালারিতে।

    বিশেষ আকর্ষণ গান্ধীজী যে সমস্ত জায়গায় স্বাধীনতা সংগ্রামের কথা বলেছেন সেই সমস্ত কথা শোনা যাবে এই আর্ট গ্যালারিতে। এই আর্ট গ্যালারির কম্পিউটারে একটা ক্লিকেই করলেই সমস্ত ভয়েস শোনা যাবে গ্যালারির স্পিকারে।

    First published:

    Tags: DumDum, Dumdum Airport, Gandhi., Special Gandhi