'আমিই ওকে এনেছিলাম', পার্থকে নিয়ে মুখ খুললেন শোভনদেব! ফিরে এল পুরনো স্মৃতি

Last Updated:

Sovandeb Chattopadhyay: পার্থ চট্টোপাধ্যায় ইস্যুতে তৃণমূলের তরফে তেমন কোনও মন্তব্য করা হচ্ছে না। রাজনৈতিক মহলের ধারণা পার্থ ইস্যুতে দূরত্ব বাড়াচ্ছে রাজ্যের শাসক দল।

পার্থ নিয়ে মন্তব্য করলেন শোভনদেব
পার্থ নিয়ে মন্তব্য করলেন শোভনদেব
#কলকাতা: পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে এবার মুখ খুললেন রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। ইডি-র হাতে গ্রেফতার হওয়ার পর পার্থর হাতে থাকা পরিষদীয় দফতরের দায়িত্ব গিয়েছে শোভনদেবের হাতে। সেই শোভনদেব এবার মুখ খুললেন পার্থকে নিয়ে। তাঁর কথায়, ''বিধানসভায় পার্থকে নিয়ে এনেছিলাম আমি। এখন ও জেলে। নিজেকে নির্দোষ প্রমাণ করে বেরিয়ে এলে খুশি হব। কুনাল যেটা বলেছে, সেটা দলের মত। আমি দলের অনুগত সৈনিক।''
প্রসঙ্গত, পার্থ চট্টোপাধ্যায় ইস্যুতে তৃণমূলের তরফে তেমন কোনও মন্তব্য করা হচ্ছে না। রাজনৈতিক মহলের ধারণা পার্থ ইস্যুতে দূরত্ব বাড়াচ্ছে রাজ্যের শাসক দল। তাই পার্থ চট্টোপাধ্যায় ইস্যুতে সেন্সর করা হয়েছে দলের মুখপাত্র তথা রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষকে৷ গত পরশুই পার্থ চট্টোপাধ্যায় নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছিলেন কুণাল ঘোষ। তিনি বলেছিলেন," আমার বিরুদ্ধে প্রথম থেকে ষড়যন্ত্র করেছিলেন। আমাকে বলেছিলেন খুঁচিয়ে পাগল। পার্থ চট্টোপাধ্যায়কে আশা করব, জেল কর্তৃপক্ষ যেন নিয়ম পালন করে৷ হাসপাতালে নয়, সেলে রাখতে হবে। সুবিধা পেলে আমি ব্যবস্থা নেব৷ যারা আমার বিরুদ্ধে চক্রান্ত করেছেন, তাদের একই হাল হবে। আমি বেঁচে থেকে দেখে যাব।"
advertisement
advertisement
কুণালের এই মন্তব্য নিয়ে আলোড়ন পরে যায় রাজনৈতিক মহলে। যদিও পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে এই কথাগুলো তিনি ব্যক্তিগত স্থান থেকে বলেছিলেন, কোনও রাজনৈতিক পদের জায়গা থেকে নয় তাও জানিয়ে দিয়েছিলেন। সূত্রের খবর, দল এর পরেই গোটা বিষয়টি নিয়ে চুপ থাকতে বলে কুণাল ঘোষকে৷
advertisement
যদিও দলের সেন্সর ইস্যুতে বিস্ফোরক মন্তব্য করেন কুণাল ঘোষ। বলেন, ''আমি বোরোলিনে বিশ্বাসী, জীবনের ওঠা-পড়া গায়ে লাগে না।'' এখানেই শেষ নয়, কুণালের সংযোজন, ''আমি দলের অনুগত সৈনিক, দল যা বলবে শুনতে আমি বাধ্য। তবে কোন বিষয়ে আমাকে মুখ খুলতে বারণ করা হয়েছে, সেটা পরিষ্কার নয় আমার কাছেই। কারও প্রতি কোনও অভিমান নেই।''
বাংলা খবর/ খবর/কলকাতা/
'আমিই ওকে এনেছিলাম', পার্থকে নিয়ে মুখ খুললেন শোভনদেব! ফিরে এল পুরনো স্মৃতি
Next Article
advertisement
Primary Recruitment Case: রাজ্যের মন্ত্রীর হাত ধরেই এসেছে ১২ কোটি টাকা! প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে বিস্ফোরক ইডি! এবার কী হবে চন্দ্রনাথের?
রাজ্যের মন্ত্রীর হাত ধরেই এসেছে ১২ কোটি টাকা! প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে বিস্ফোরক ইডি!
  • প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় আরও বিপাকে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা

  • ইডির দাবি, চন্দ্রনাথ সিনহার মাধ‍্যমেই এই দুর্নীতিতে এসেছে ১২ কোটি ৭২ লক্ষ

  • তাপস-কুন্তল-শান্তনু এই ত্রয়ীর চক্রে জড়িত ছিলেন চন্দ্রনাথ সিনহা, দাবি ইডির

VIEW MORE
advertisement
advertisement