South Calcutta Law College Case: মনোজিৎ তো হল...আরেক ছেলে জাইবের কীর্তিও বাঁধিয়ে রাখার মতো! কী করে এরা ভর্তি হয় কলেজে? উঠছে প্রশ্ন

Last Updated:

মালব্য লেখেন, ‘এদিকে, যাঁরা অনেক ভালো র‍্যাঙ্ক পেয়েছেন, মেধাবী এবং আইন মেনে চলা ছাত্রছাত্রীদের ভর্তি হওয়া থেকে বঞ্চিত করা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলায় আপনাকে স্বাগত - যেখানে আইনের শাসনকে উপহাস করা হয় এবং রাজনৈতিক সংযোগ থাকা অপরাধীদের রক্ষা করার জন্য প্রতিষ্ঠানগুলিকে পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়।’ তিনি প্রশ্ন তুলেছেন, এত পিছনে র‍্যাঙ্ক থাকা সত্ত্বেও জাইব কীভাবে এই ল কলেজে পড়ার সুযোগ পেয়েছে এবং কারা তাঁকে আড়াল করার চেষ্টা করছে৷

News18
News18
কলকাতা: কলেজে ভর্তি হয়েছিল ভবিষ্যতে আইনজীবী হওয়ার স্বপ্ন নিয়ে৷ পরিবর্তে ভয়াবহ ঘটনার সম্মুখীন হতে হল সাউথ ক্যালকাটা ল কলেজের প্রথম বর্ষের ওই ছাত্রীকে৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভর্তি হওয়ার দিন থেকেই নাকি ওই মহিলাকে টার্গেট করেছিল মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র৷ তদন্তকারীদের অপর দুই অভিযুক্ত জাইব এবং প্রমিত জানিয়েছেন, ঘটনার অনেক দিন আগে থেকেই গোটা বিষয়টি প্ল্যান করেছিলেন মনোজিৎ৷ বলে দিয়েছিলেন, ঠিক কী কী করতে হবে, কী ভাবে ভিডিও তুলে রেখে তা পরে ব্ল্যাক মেইলের জন্য ব্যবহার করা হবে৷ এবার সামনে এসেছে আরও এক অভিযোগও৷ এবার অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছে অপর অভিযুক্ত জাইব আহমেদ৷
ডাক্তারির মতো আইন পড়তে গেলেও দিতে হবে একটি এন্ট্রানস্ টেস্ট৷ সেই টেস্টের নাম ‘ক্যালকাটা ইউনিভার্সিটি ল এন্ট্রানস্ টেস্ট’ (CULET)৷ ডাক্তারি বা ইঞ্জিনিয়ারিং পড়তে চাইলে যেমন কোনও পড়ুয়াকে জয়েন্ট দিতে হয়, তারপর তার র‍্যাঙ্ক অনুযায়ী কাউন্সেলিং করে তাকে ভর্তি হতে হয় কলেজে৷ ঠিক তেমনই কোনও পড়ুয়া ল অর্থাৎ, আইন নিয়ে পড়াশোনা করতে চাইলে তাঁকে CULET দিতে হয়৷ তারপর তার র‍্যাঙ্ক অনুযায়ী সে সুযোগ পায় সরকারি বা বেসরকারি আইন কলেজে৷
advertisement
advertisement
জনৈক সৌম্যজিৎ নামের এক আইন পড়ুয়া দাবি করেছেন, যে কোনও সরকারি কলেজে আইন পড়তে হলে CULET এ কমপক্ষে ৭০০। কিন্তু, অভিযুক্ত জাইব আহমেদের এর র‍্যাঙ্ক ২৬৩৪৷ অভিযোগ উঠছে, তাহলে কী করে ওই কলেজে ভর্তি হল জাইব? মনজিতের কল্যাণেই কি কলেজে ভর্তি? অভিযোগ করছেন পড়ুয়ারাদের একাংশ৷
advertisement
এ নিয়ে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বিজেপি নেতা অমিত মালব্য৷ লিখেছেন, ‘সাউথ ক্যালকাটা ল কলেজের ধর্ষণ কাণ্ডের অন্যতম অভিযুক্ত জাইব আহমেদ, CULET-UG 2024-এ হতাশাজনক 2634 র‍্যাঙ্ক অর্জন করা সত্ত্বেও, কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে এই কলেজে – ভর্তি হয়েছিলেন!’
advertisement
মালব্য লেখেন, ‘এদিকে, যাঁরা অনেক ভাল র‍্যাঙ্ক পেয়েছেন, মেধাবী এবং আইন মেনে চলা ছাত্রছাত্রীদের ভর্তি হওয়া থেকে বঞ্চিত করা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলায় আপনাকে স্বাগত – যেখানে আইনের শাসনকে উপহাস করা হয় এবং রাজনৈতিক সংযোগ থাকা অপরাধীদের রক্ষা করার জন্য প্রতিষ্ঠানগুলিকে পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়।’ তিনি প্রশ্ন তুলেছেন, এত পিছনে র‍্যাঙ্ক থাকা সত্ত্বেও জাইব কীভাবে এই ল কলেজে পড়ার সুযোগ পেয়েছে এবং কারা তাঁকে আড়াল করার চেষ্টা করছে৷
advertisement
গত ২৫ জুন সাউথ ক্যালকাটা ল কলেজের এক প্রথম বর্ষের ছাত্রীকে গার্ডরুমে নিয়ে গিয়ে ধর্ষণ করার অভিযোগ উঠেছে ওই কলেজেরই প্রাক্তন ছাত্র তথা তৃণমূল ছাত্র পরিষদের সদস্য মনোজিৎ মিশ্রের বিরুদ্ধে৷ অভিযোগ মনোজিৎকে গোটা ঘটনায় টানা মদত দিয়ে গিয়েছে এই জাইব আহমেদ ও প্রমিত মুখোপাধ্যায়৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
South Calcutta Law College Case: মনোজিৎ তো হল...আরেক ছেলে জাইবের কীর্তিও বাঁধিয়ে রাখার মতো! কী করে এরা ভর্তি হয় কলেজে? উঠছে প্রশ্ন
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement