South Calcutta Law College Case: ধ*র্ষণের সময়ে ভিডিও রেকর্ডিং..সেটা দিয়েই থ্রেট! এক অভিযুক্তের মোবাইল ঘাঁটতেই সব ফাঁস
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
- Reported by:Rounak Dutta Chowdhury
Last Updated:
এরপর ‘J’ তার উপর অত্যাচার চালালে গোটা ঘটনারই ভিডিও করা হয়৷ নির্যাতনের পরে মুখ বন্ধ রাখার জন্য ওই দুই ভিডিও দেখিয়ে নির্যাতিতাকে হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ পত্রে জানিয়েছিলেন নির্যাতিতা৷ তিন অভিযুক্তকে গ্রেফতারির পরেই তাদের কাছ থেকে নিয়ে নেওয়া হয়েছিল তাদের মোবাইল ৷ সেই মোবাইল খতিয়ে দেখেই ওই দুই ভিডিও পেয়েছে পুলিশ৷
কলকাতা: ধর্ষণ করার সময়কার ভিডিও তুলে রেখেছিল অভিযুক্তেরা৷ ঘটনার পরে যাতে নির্যাতিতা মুখে কুলুপ এঁটে বসে থাকেন, কোথাও একটাও কথা ফাঁস না করেন, তার জন্য ওই সময়কার দু’টি ভিডিও দেখিয়ে তাঁকে ব্ল্যাক মেইল করা হয়েছিল৷ গত ২৫ জুন অভিযোগ পত্রে নির্যাতিতা স্পষ্ট লিখেছিলেন এই কথা৷ শুধু তাই নয়, তাঁকে ওই ভিডিও দেখিয়ে ব্ল্যাক মেইল করে বলা হয়েছিল, এরপর থেকে তাঁকে যখন যেখানে ডাকা হবে, তখন সেখানে পৌঁছে যেতে হবে৷ একটু এদিক থেকে ওদিক হলেই ফাঁসকরে দেওয়া হবে সেই ভিডিও৷ এবার অভিযুক্তদের একজনের মোবাইল থেকে সেই ভিডিও উদ্ধার করল পুলিশ৷ পাশাপাশি, কলেজের ৭ ঘণ্টার সিসিটিভি ফুটেজও সংগ্রহ করা হয়েছে৷
অভিযোগ পত্রে নির্যাতিতা জানিয়েছিলেন, ইউনিয়ন রুম থেকে পালিয়ে ব্যাগ থেকে বেরতে গেলে তিনি দেখেন কলেজের মেইন গেট বন্ধ৷ তখন নিরাপত্তারক্ষীকে হাজার বলেও কোনও লাভ হয়নি৷ ইতিমধ্যেই তার পিছু পিছু চলে এসেছিল অভিযুক্ত তিন জন৷ মনোজিৎ মিশ্র, জায়েদ আহমেদ এবং প্রমিত মুখোপাধ্যায়৷ এর পরে নির্যাতিতা পা ধরেও তাঁকে ছেড়ে দেওয়ার আর্জি জানান, কিন্তু, সেখান থেকে তাঁকে জোর করে ফের নিয়ে যাওয়া হয় ইউনিয়ন রুমে৷ তারপর ‘J’-এর নির্দেশে বাকি দু’জন তাঁকে জোর করে টেনে ঢুকিয়ে দেয় গার্ড রুমে৷ গার্ডকে ঘরের বাইরে বসতে বলে এবং তাঁকে ও ‘J’ কে রেখে দরজা বাইরে থেকে বন্ধ করে দেয়৷
advertisement
advertisement
এরপর ‘J’ তার উপর অত্যাচার চালালে গোটা ঘটনারই ভিডিও করা হয়৷ নির্যাতনের পরে মুখ বন্ধ রাখার জন্য ওই দুই ভিডিও দেখিয়ে নির্যাতিতাকে হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ পত্রে জানিয়েছিলেন নির্যাতিতা৷ তিন অভিযুক্তকে গ্রেফতারির পরেই তাদের কাছ থেকে নিয়ে নেওয়া হয়েছিল তাদের মোবাইল ৷ সেই মোবাইল খতিয়ে দেখেই ওই দুই ভিডিও পেয়েছে পুলিশ৷
advertisement
মেডিক্যাল রিপোর্টে নির্যাতিতার গলা, ঘাড়ে আঁচড়, শরীরের ওপরের অংশ বুকেও আঘাতের দাগ এবং যৌনাঙ্গে আঘাত (যেটা বলপূর্বক) পাওয়ার গিয়েছে৷ চিকিৎসকদের তরফে জানানো হয়েছে, এই ধরনের আঘাত যৌন হেনস্থা ও ধর্ষণ জনিত কারণেই হয়ে থাকে। এছাড়া মেডিক্যাল পরীক্ষা করানোর সময়ও ট্রমার মধ্যে ছিলেন নির্যাতিতা। চিকিৎসকের কাছেও তাঁকে জোর করে বলপূর্বক আটকে রেখে ধর্ষণ করা হয়েছিল বলেও জানিয়েছিলেন নির্যাতিতা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
June 28, 2025 3:37 PM IST