South Calcutta Law College Case: চিরকালই ‘রাউডি’....বেপরোয়া! পুলিশের খাতায় নাম, ঠিক কেমন ছেলে মনোজিৎ? বিয়ের প্রস্তাব ফেরানোয় ধর্ষণ করতে পারে? যা বলছেন কলেজের পড়ুয়ারা

Last Updated:

এ ছাড়া, মনোজিৎ সাউথ ক্যালকাটা ল কলেজের টিএমসিপি ইউনিটের প্রাক্তন প্রেসিডেন্টও ছিল। নিজের পেশাগত পরিচয় হিসাবে উল্লেখ করেছে আলিপুর আদালতে ‘ক্রিমিনাল লইয়ার’ বা ফৌজদারি আইনজীবী। জানা যাচ্ছে, বেশ কয়েকদিন ধরে যুব প্রেসিডেন্ট হওয়ার জন্য চেষ্টা করছিল মনোজিৎ। কলেজে থাকাকালীনও যথেষ্ট দাপুটে নেতা ছিল সে। এমনকি মারধরের ঘটনাতে নামও জড়িয়েছে বেশ কয়েকবার।

News18
News18
কলকাতা: বরাবরই ‘রাউডি’ বেপরোয়া ছেলে৷ তিন – চার মাস আগেই পুলিশের সঙ্গে স্থানীয় ঝামেলায় সে অ্যারেস্টও হয়েছিল। পরে অবশ্য জামিন পায়। কলেজে ভর্তি হওয়ার প্রথম দিন থেকেই নাকি তার নজরে ছিল নির্যাতিতার উপরে৷ নির্যাতিতা অভিযোগ পত্র সূত্রে তেমনটাই জানতে পারা গিয়েছে৷ জানা গিয়েছে, ঘটনার দিনই নির্যাতিতাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল মনোজিৎ মিশ্র৷ নির্যাতিতা তা প্রত্যাখ্যান করে৷ সেদিনই সন্ধের দিকে ঘটে সেই ভয়ঙ্কর ঘটনা৷ পুলিশি তদন্তেও এমন তথ্য উঠে এসেছে বলে সূত্রের খবর। এই সূত্রে নির্যাতিতা ছাত্রীর কয়েকজন বন্ধুর বয়ান নিতে চায় পুলিশ। ইতিমধ্যেই নির্যাতিতা ছাত্রীর অ্যাটেনডেন্স খতিয়ে দেখছে পুলিশ।
কেমন ছিল মনোজিৎ মিশ্র? কলেজের এক পড়ুয়া নিউজ১৮ বাংলার ক্যামেরার সামনে জানিয়েছেন, কলেজে সবকিছু অরগানাইজ করত মনোজিৎ। ইভেন্ট থেকে শুরু করে বিভিন্ন রকম অনুষ্ঠান। এমনকি বিভিন্ন পলিটিক্যাল প্রোগ্রাম অর্গানাইজ করত। ওর বিভিন্ন সময় কলেজে যাতায়াত ছিল। কলেজের অনেকেরই ‘মনের’ দাদা ছিল মনোজিৎ।
advertisement
advertisement
সাউথ ক্যালকাটা ল কলেজের ছাত্রীর গণধর্ষণের ঘটনায় যে মূল অভিযুক্তের নাম সামনে এসেছে, কে সেই মনোজিৎ মিশ্র? সামনে আসছে তার একাধিক পরিচয়৷ সূত্রের খবর, ২০২২ সালে সাউথ ক্যালকাটা ল কলেজ থেকে পাশ করেছিল মনোজিৎ৷ বর্তমানে কলেজে টিএমসিপি-র কোনও সক্রিয় পদে না থাকলেও কলেজের বর্তমান অস্থায়ী কর্মী হিসেবে তার ব্যাপক প্রভাব ছিল। তার প্রোফাইল বলছে আলিপুর দায়রা আদালতেও প্র্যাকটিস করত মনোজিৎ। দক্ষিণ কলকাতার তৃণমূল ছাত্র পরিষদের ইউনিট প্রেসিডেন্টও ছিল৷ পাশাপাশি, সদস্য ছিল জেলা তৃণমূল ছাত্র পরিষদের৷
advertisement
এ ছাড়া, মনোজিৎ সাউথ ক্যালকাটা ল কলেজের টিএমসিপি ইউনিটের প্রাক্তন প্রেসিডেন্টও ছিল। নিজের পেশাগত পরিচয় হিসাবে উল্লেখ করেছে আলিপুর আদালতে ‘ক্রিমিনাল লইয়ার’ বা ফৌজদারি আইনজীবী। জানা যাচ্ছে, বেশ কয়েকদিন ধরে যুব প্রেসিডেন্ট হওয়ার জন্য চেষ্টা করছিল মনোজিৎ। কলেজে থাকাকালীনও যথেষ্ট দাপুটে নেতা ছিল সে। এমনকি মারধরের ঘটনাতে নামও জড়িয়েছে বেশ কয়েকবার। সূত্রের খবর, এই ভাবে মহিলা ছাত্রীদের নির্যাতন করে ভিডিও করে রেখে ব্ল্যাক মেইল করার ঘটনা এই প্রথম নয়৷ এমনটা আগেও করেছে মনোজিৎ৷
advertisement
মনোজিৎ ছাড়া আরও যে দু’জন জায়েদ আহমেদ, প্রমিত মুখোপাধ্যায় যে অভিযুক্ত রয়েছেন তাঁরাও টিএমসিপির সঙ্গে সক্রিয় ভাবে যুক্ত। জানা গিয়েছে, নির্যাতিতা ছাত্রী প্রথম বর্ষের ছাত্রী। তাঁর বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনায়।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
South Calcutta Law College Case: চিরকালই ‘রাউডি’....বেপরোয়া! পুলিশের খাতায় নাম, ঠিক কেমন ছেলে মনোজিৎ? বিয়ের প্রস্তাব ফেরানোয় ধর্ষণ করতে পারে? যা বলছেন কলেজের পড়ুয়ারা
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement