South Calcutta Law College Case: পা ধরে বলেছিলেন, ‘আমাকে ছেড়ে দাও’! ছাড়েনি...জোর করে ঢুকিয়ে দিয়েছিল গার্ড রুমে, ল’কলেজ কাণ্ডে হাড়হিম তথ্য সামনে
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
- Reported by:Rounak Dutta Chowdhury
Last Updated:
নির্যাতিতার অভিযোগ এর খানিকক্ষণ পরে যখন বাকিদের সঙ্গে সে-ও বেরিয়ে যেতে যাচ্ছিল, তখন ওই ছেলেটি (J)বাকি দুই ছেলে (M এবং P) কে চোখের ইশারায় ইউনিয়ন রুম বাইরে থেকে বন্ধ করে দিতে বলে৷ তারা ইউনিয়ন রুম বন্ধ করে দেয়৷
কলকাতা: কলেজে যায় ছেলে মেয়েরা পড়াশোনা করতে৷ আর এটা তো ল’কলেজ, যেখান থেকে পাশ করে আইনজীবীর মতো গুরুতর দায়িত্ব পালন করবেন ছাত্রছাত্রীরা৷ সেই আইন কলেজেই ঘটে গেল কি না গণধর্ষণের মতো ঘটনা৷ যেখানে মূল অভিযুক্ত এমন ব্যক্তি, যিনি নিজের মূল পেশা আদালতের ফৌজদারি আইনজীবীর৷ কসবা কলেজের গণধর্ষণের ঘটনায় সামনে আসছে একের পর এমন সব তথ্য যাতে শিউরে উঠতে হয় অভিভাবকদের৷ পুলিশের কাছে জমা দেওয়া নিজের অভিযোগ পত্রে নির্যাতিতা জানিয়েছেন, অত্যাচারের মুহূর্তে এমনও সময় এসেছিল, যখন তিনি পা ধরে তাঁকে ছেড়ে দেওয়ার আর্জি জানিয়েছিলেন৷ কিন্তু, তা-ও সমানে তাঁর উপরে চলে নির্যাতন, তারপর ব্ল্যাক মেইল৷
অভিযোগ পত্রে নির্যাতিতা জানিয়েছেন, তিনি অন্য স্টুডেন্টদের সঙ্গে ইউনিয়ন রুমেই বসেছিলেন৷ এমন সময় তিন অভিযুক্তের একজন তাঁকে ইউনিয়ন রুমের বাইরে ডেকে নিয়ে যায়৷ কথায় কথায় বিয়ের প্রস্তাব দেয়৷ তখন নির্যাতিতা তা প্রত্যাখ্যান করে জানায়, সে আগে থেকেই সম্পর্কে রয়েছে ও আবার ইউনিয়ন রুমে ফিরে আসে৷
advertisement
advertisement
নির্যাতিতার অভিযোগ এর খানিকক্ষণ পরে যখন বাকিদের সঙ্গে সে-ও বেরিয়ে যেতে যাচ্ছিল, তখন ওই ছেলেটি (J)বাকি দুই ছেলে (M এবং P) কে চোখের ইশারায় ইউনিয়ন রুম বাইরে থেকে বন্ধ করে দিতে বলে৷ তারা ইউনিয়ন রুম বন্ধ করে দেয়৷ সেই সময় ইউনিয়ন রুমের ভিতরে থাকা একটি ওয়াশরুমের কাছে জোর করে তাঁকে নিয়ে যায় J এবং জোর করে শারীরিক সম্পর্ক স্থাপন করার চেষ্টা করে৷ তখন গায়ের জোরে J-কে প্রাণপণে আটকাতে থাকেন নির্যাতিতা৷ একটা সময় প্যানিক অ্যাটাক হয়৷ অসুস্থ হয়ে পড়েন৷ তখন ভয় পেয়ে J ঘরের বাইরে থাকা M এবং P-কে ডাকেন৷
advertisement
অভিযোগ পত্রে নির্যাতিতা জানিয়েছেন, তিনি বারবার তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার কথা বললেও অভিযুক্তেরা শোনেনি৷ তারপর তিনি ব্যাগ গুছিয়ে বেরতে গেলে তিনি দেখেন কলেজের মেইন গেট টাও বন্ধ করে দিয়েছেন M এবং P৷ নিরাপত্তারক্ষী সামনে দাঁড়িয়ে থাকলেও তাঁকে সেই সময় সাহায্যের জন্য বলেও নাকি কোনও সাড়া পাননি নির্যাতিতা৷ তখন অভিযুক্তদের পায়ে পড়ে তাঁকে ছেড়ে দেওয়ার জন্য আকুতি মিনতি করতে থাকেন৷ কিন্তু, কেউ তাঁর কথা শোনেনি, এর পরে J-এর নির্দেশে তাঁকে নিরাপত্তারক্ষীর গার্ডরুমে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ৷ সেখানেই চলে নির্যাতন৷
advertisement
পুলিশের কাছে দায়ের করা অভিযোগ পত্রে উপরোক্ত কথা বিশদে লিখেছেন নির্যাতিতা৷ কসবার ক্যালকাটা ল কলেজের ঘটনায় ইতিমধ্যেই মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র এবং অপর দুই অভিযুক্ত জাইব আহমেদ এহং প্রমিত মুখোপাধ্যায়কে গ্রেফতার করেছে পুলিশ৷ তাদের ৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
June 28, 2025 9:49 AM IST