'নরেন্দ্র মোদিই আধুনিক ভারতের বিবেকানন্দ', সৌমিত্র খাঁয়ের মন্তব্যে বিতর্কের ঝড়

Last Updated:

রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষের কটাক্ষ, "গবেষকরা এই সুযোগ ছাড়বেন না। এমআরআই করা উচিত ওঁর মস্তিষ্কের ধূসর জায়গা।"

#কলকাতা: স্বামী বিবেকানন্দের জন্মদিনে তাঁর সঙ্গে নরেন্দ্র মোদির তুলনা করলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। নেতার দাবি, আধুনিক ভারতে নবরূপে জন্মগ্রহণ করেছেন স্বামীজি, আর তিনি হচ্ছেন নরেন্দ্র মোদি। বিজেপি নেতার মন্তব্যে রাজ্যজুড়ে বিতর্কের ঝড়।
এদিন স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে গিয়েছিলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। সেখানে তিনি স্বামীজির মূর্তিতে মাল্যদান করে সাংবাদিকদের মুখোমুখি হন। বলেন, "মাতৃবিয়োগের পরেও নরেন্দ্র মোদি যেভাবে দেশসেবা করেছেন। নিজের জীবন যে ভাবে দেশসেবায় নিয়োজিত করেছেন। তাতে আমার মনে হয়, নরেন্দ্র মোদিই আধুনিক ভারতের বিবেকানন্দ।"
advertisement
advertisement
আরও পড়ুন: মকরে আবহাওয়ার তুমুল বদল? কেমন থাকবে কলকাতা সহ বাকি রাজ্য, বড় আপডেট হাওয়া অফিসের
সাংসদের এহেন মন্তব্যের পরেই বিতর্কের ঝড় বয়ে যায় বঙ্গরাজনীতিতে। বিজেপি নেতার মন্তব্যের তীব্র নিন্দা করেন শাসকদলের নেতারা। বিজেপি থেকে তৃণমূলে আসা জয়প্রকাশ মজুমদার বলেন, "এটা শুধু ভারতের অপমান নয়, বাঙালির অপমান। স্বামী বিবেকানন্দের অপমান।"
advertisement
অন্যদিকে, রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষের কটাক্ষ, "গবেষকরা এই সুযোগ ছাড়বেন না। এমআরআই করা উচিত ওঁর মস্তিষ্কের ধূসর জায়গা।"
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
'নরেন্দ্র মোদিই আধুনিক ভারতের বিবেকানন্দ', সৌমিত্র খাঁয়ের মন্তব্যে বিতর্কের ঝড়
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement