Sougata Roy | Arpita Mukherjee: অর্পিতার ফ্ল্যাটে সৌগত! 'প্রমাণ হলে রাজনীতি ছেড়ে দেব', জানিয়ে দিলেন 'রায়বাবু'

Last Updated:

Sougata Roy | Arpita Mukherjee: সৌগত রায়ের কথায়, ''দিলীপ ঘোষের এই বক্তব্যকে জঘন্য মিথ্যা প্রচার বলে মনে করি। অর্পিতা মুখোপাধ্যায়কে চিনতাম না।''

নাম জড়াল সৌগতর
নাম জড়াল সৌগতর
#কলকাতা: পার্থ চট্টোপাধ্যায়-অর্পিতা মুখোপাধ্যায় কাণ্ডে এবার নাম জড়াল তৃণমূল সাংসদ সৌগত রায়ের (Sougata Roy)। তৃণমূল সাংসদকে সরাসরি নিশানা করেছেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। বিজেপি সাংসদ ও বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি ট্যুইটে লিখেছেন, "অর্পিতার আবাসন থেকে ৩৫ কোটির সম্পত্তি উদ্ধার হয়েছে। ওই আবাসনে প্রায়ই যেতেন তৃণমূল সাংসদ সৌগত রায় । তাঁর একটি অফিস ছিল ওই আবাসনে। যত সময় যাচ্ছে, তৃণমূল নেতাদের নোংরা মুখোশ খুলে যাচ্ছে।'' এই ট্যুইটের পরই পাল্টা আসরে নেমেছেন সৌগত।
সৌগত রায়ের কথায়, ''দিলীপ ঘোষের এই বক্তব্যকে জঘন্য মিথ্যা প্রচার বলে মনে করি। অর্পিতা মুখোপাধ্যায়কে চিনতাম না। কোনওদিন নাকতলা পুজোয় যাইনি। অভিযোগ প্রমাণ হলে রাজনীতি ছেড়ে দেব‌।''
advertisement
advertisement
প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের গ্রেফতারির পর উত্তাল রাজ্য রাজনীতি। টালিগঞ্জের পর এবার পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বেলঘরিয়ার ফ্ল্যাটেও টাকার পাহাড়ের হদিশ ইতিমধ্যেই মিলেছে। ইডি সূত্রে খবর, ১৮ ঘণ্টার তল্লাশিতে ক্লাবটাউন হাইটসের ১৪০০ স্কোয়ার ফিটের ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে ২৭ কোটি ৯০ লক্ষ টাকা। এছাড়াও, মিলেছে ৬ কেজি সোনা। যার মূল্য ৩ কোটিরও বেশি। উদ্ধার হয়েছে প্রচুর সোনার বার, প্রচুর রুপোর কয়েন ও একাধিক সম্পত্তির দলিল।
advertisement
অর্পিতার ফ্ল্যাটে শোওয়ার ঘর ও শৌচাগার থেকে এই বিপুল পরিমাণ টাকা ও সোনা উদ্ধার হয়েছে বলে ইডি সূত্রে জানা গিয়েছে। মোট ৭টি ট্রাঙ্কে নগদ ও একটি ট্রাঙ্কে সোনা বোঝাই করে নিয়ে যাওয়া হয়েছে স্ট্র্যান্ড রোডে স্টেট ব্যাঙ্কের সদর দফতরে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Sougata Roy | Arpita Mukherjee: অর্পিতার ফ্ল্যাটে সৌগত! 'প্রমাণ হলে রাজনীতি ছেড়ে দেব', জানিয়ে দিলেন 'রায়বাবু'
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement