লালন শেখের মৃত্যু নিয়ে বাড়ছে জট, বিরাট হুঁশিয়ারি দিলেন তৃণমূল সাংসদ সৌগত রায়

Last Updated:

তিনি বলেন, "লালন শেখ সিবিআই হেফাজতে মারা গিয়েছেন। এর পুরো দায়িত্ব সিবিআই-এর।  সিবিআই কেন্দ্রীয় সরকারের সংস্থা। সিবিআইয়ের বিরুদ্ধে যা আইনি পদক্ষেপ করার তা রাজ্য সরকার নেবে।"

সৌগত রায়ের ফাইল ছবি
সৌগত রায়ের ফাইল ছবি
#রাজীব চক্রবর্তী,‌‌ নয়াদিল্লি:  লালন শেখের সিবিআই হেফাজতে মৃত্যু নিয়ে কেন্দ্রীয় তদন্ত সংস্থার বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ করবে রাজ্য সরকার। একইসঙ্গে সিবিআইয়ের বিরুদ্ধে শাস্তির হুঁশিয়ারি দেন তৃণমূল সাংসদ সৌগত রায়। নয়াদিল্লিতে তিনি বলেন, "লালন শেখ সিবিআই হেফাজতে মারা গিয়েছেন। এর পুরো দায়িত্ব সিবিআই-এর।  সিবিআই কেন্দ্রীয় সরকারের সংস্থা। সিবিআইয়ের বিরুদ্ধে যা আইনি পদক্ষেপ করার তা রাজ্য সরকার নেবে।"
লালন শেখের মৃত্যু নিয়ে কলকাতা হাইকোর্ট জানিয়েছে, সিবিআই হেফাজতে লালন শেখের মৃত্য়ুর ঘটনার তদন্ত চালিয়ে যেতে পারবে সিআইডি। তবে লালন শেখের মৃত্য়ুর ঘটনায় এফআইআর-এ নাম থাকা কয়লা বা গরু পাচার মামলায় যুক্ত সিবিআই আধিকারিকদের বিরুদ্ধে কোনও চূড়ান্ত পদক্ষেপ করতে পারবে না সিআইডি।এ দিন এমনই নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত। কঠোর পদক্ষেপ করতে হলে আদালতের অনুমতি নিতে হবে রাজ্য়ের তদন্তকারী সংস্থাকে।
advertisement
পাশাপাশি, লালন শেখের স্ত্রীকে মামলায় যুক্ত করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। লালন শেখের মৃত্য়ুর পর সিবিআই-এর আধিকারিকদের বিরুদ্ধে খুনের অভিযোগ এনে পুলিশে অভিযোগ করে মৃতের পরিবার। সিবিআইয়ের মোট সাত জন আধিকারিকের নাম এফআইআর-এ যুক্ত করে পুলিশ। রাজ্য পুলিশের দায়ের করা এই এফআইআর-কে চ্য়ালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় সিবিআই। কেন্দ্রীয় তদন্ত সংস্থার তরফে আদালতে জানানো হয়েছে, লালন শেখের মৃত্য়ুর ঘটনায় সিবিআই-এর ডিআইজি, এসপি সহ সাত জন আধিকারিকের নাম রয়েছে এফআইআর-এ। এমনকী, গরু পাচার-সহ অন্য়ান্য় মামলার তদন্তের দায়িত্বে থাকা আধিকারিকদের নামও এফআইআর-এ রয়েছে। এই পরিস্থিতিতে তাঁদের আধিকারিকেরা আশঙ্কায় রয়েছেন বলে আর্জিতে জানায় সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আরও দাবি, তাদের হেফাজতে থাকলেও লালন আত্মহত্য়াই করেছেন।
advertisement
advertisement
রাজীব চক্রবর্তী
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
লালন শেখের মৃত্যু নিয়ে বাড়ছে জট, বিরাট হুঁশিয়ারি দিলেন তৃণমূল সাংসদ সৌগত রায়
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement