বিক্ষিপ্ত বৃষ্টি শহরে, রাতের দিকে কমবে তাপমাত্রা
Last Updated:
সকাল থেকে হালকা রোদ. আর মূলত মেঘলা আকাশ, এই নিয়েই শুরু হয়েছে সপ্তাহের প্রথম দিনটা ৷ সোমবার সকাল থেকেই শহরের বেশ কিছু অংশ বৃষ্টিও হয়েছে ৷
#কলকাতা: সকাল থেকে হালকা রোদ. আর মূলত মেঘলা আকাশ, এই নিয়েই শুরু হয়েছে সপ্তাহের প্রথম দিনটা ৷ সোমবার সকাল থেকেই শহরের বেশ কিছু অংশে বৃষ্টিও হয়েছে ৷ ফলত ছুটির পর রাস্তায় পা দিয়েই সমস্যায় পড়তে হয়েছে অফিসমুখী মানুষকে ৷
আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে, আজও হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে শহর জুড়ে ৷ রাতের দিকে কমবে তাপমাত্রাও ৷ তবে বাতাসে আপেক্ষিক আর্দ্রতা থাকায় অস্বস্ত্বিও চলবে ৷ আজ সোমবার শহরে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াস ৷ রাতের দিকে সর্বনিম্ন তাপমাত্রা নামবে ২৬ ডিগ্রি সেলসিয়াসে ৷ সকালের দিকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিও হতে পারে কলকাতার কোনও কোনও এলাকায় ৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 16, 2018 9:10 AM IST