সৌজন্যে সিত্রাং ও সচেতনতা, দীর্ঘ দিন পর দীপাবলি ও পরবর্তী সময়ে কলকাতা কার্যত দূষণহীন

Last Updated:

Kolkata Air Pollution: বিগত কয়েক বছরে দীপাবলির সময়ে রাত ১০ টা বাজলেই দূষণের মাত্রা এতটাই বেড়ে যায় যে চিন্তায় থাকেন বয়স্ক ও শিশুদের অভিভাবকরা। 

বিগত কয়েক বছরে দীপাবলির সময়ে রাত ১০ টা বাজলেই দূষণের মাত্রা এতটাই বেড়ে যায় যে চিন্তায় থাকেন বয়স্ক ও শিশুদের অভিভাবকরা
বিগত কয়েক বছরে দীপাবলির সময়ে রাত ১০ টা বাজলেই দূষণের মাত্রা এতটাই বেড়ে যায় যে চিন্তায় থাকেন বয়স্ক ও শিশুদের অভিভাবকরা
কলকাতা : দীর্ঘ দিন পরে কালীপুজোর পরের দিনগুলো জুড়ে রাতেও শহরে বায়ুদূষণের মাত্রা নেই বললেই চলে৷ দীর্ঘ দিন পরে এমন দূষণমুক্ত আবহাওয়া পেয়ে খুশি পরিবেশবিদরা। বিগত কয়েক বছরে দীপাবলির সময়ে রাত ১০ টা বাজলেই দূষণের মাত্রা এতটাই বেড়ে যায় যে চিন্তায় থাকেন বয়স্ক ও শিশুদের অভিভাবকরা৷ এ বার অন্তত সেই অবস্থা থেকে মুক্তি মিলেছে বলে দাবি তাঁদের।
পরিবেশ প্রযুক্তিবিদ সোমেন্দ্রমোহন ঘোষ জানিয়েছেন, " বিগত কয়েক বছরের ইতিহাসে এমন আবহাওয়া আমরা দেখিনি৷ শব্দদূষণের মাত্রা নিয়ন্ত্রিত না থাকলেও, বায়ুদূষণের মাত্রা একেবারেই ছিল নিয়ন্ত্রিত। এতে আমাদের পরিবেশ সুরক্ষিত থাকল।"  তাঁর মতে,  কালীপুজোর দিন ছিল সিত্রাংয়ের আশীর্বাদ। আর পরের দিন হল মানুষের সচেতনতার প্রকাশ৷ যা বিগত কয়েক বছরের ইতিহাসে বায়ুদূষণ কম থাকল কলকাতায়। বাতাসে ভাসমান সূক্ষ্ম ও বড় ধূলিকণাও অনেক কম। দূষণের মাত্রা গত বারের তুলনায় কম প্রায় ৫০%।
advertisement
আরও পড়ুন : কন্যাভ্রূণ হত্যা রুখতে আরও কঠোর রাজ্য স্বাস্থ্য দফতর, এ বার এমআরআই-সহ নানা যন্ত্রের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক
বুধবার রাত ১০ টায় ফোর্ট উইলিয়ামের মাপ বলছে দূ্ষণের মাত্রা ৪৭ এমজি। যা গতবার ছিল ২১৪ এমজি। বিধাননগর অঞ্চলে গতবার বায়ুদূষণের মাত্রা ছিল ২৫৯ এমজি। এ বার সেই মাত্রা হয়েছে ৪৯ এমজি। বালিগঞ্জে কালীপুজোর রাতে দূষিত ধূলিকণার মাত্রা ছিল ৬২ এমজি। যা গতবার ছিল ১৯০ এমজি। অর্থাৎ গড়ে বাতাসে দূষণের মাত্রা গতবারের চেয়ে প্রায় ৬০% কম ছিল। আর এতেই খুশি পরিবেশবিদরা৷
advertisement
advertisement
আরও পড়ুন :  আজ কত ক্ষণ থাকছে দ্বিতীয়া তিথি? কত ক্ষণ পর্যন্ত দিতে পারবেন ভাইফোঁটা? জানুন পঞ্জিকা কী বলছে
বুধবার রাতে শহরের সাত কেন্দ্রের রাত ৯ টা থেকে রাত ১১ টা পর্যন্ত পাওয়া রিপোর্ট বলছে, প্রতি ঘনমিটারে দূষণমাত্রা
advertisement
বিধাননগর - রাত ৯ টা - ৫১ মাইক্রোগ্রাম
রাত ১০ টা -৫১ মাইক্রোগ্রাম
রাত ১১টা- ৫১  মাইক্রোগ্রাম
বালিগঞ্জ -রাত ৯ টা - ৬২ মাইক্রোগ্রাম
রাত ১০ টা - ৭২ মাইক্রোগ্রাম
রাত ১১ টা - ৬২ মাইক্রোগ্রাম
যাদবপুর -রাত ৯ টা - ৫৬ মাইক্রোগ্রাম
রাত ১০ টা - ৬৬ মাইক্রোগ্রাম
রাত ১১ টা - ৬৬  মাইক্রোগ্রাম
advertisement
রবীন্দ্র সরোবর -রাত ৯ টা - ৫২ মাইক্রোগ্রাম
রাত ১০ টা - ৫২ মাইক্রোগ্রাম
রাত ১১ টা - ৫২ মাইক্রোগ্রাম
রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় -রাত ৯ টা - ৬৭ মাইক্রোগ্রাম
রাত ১০ টা - ৬১ মাইক্রোগ্রাম
রাত ১১ টা - ৭৩ মাইক্রোগ্রাম
ফোর্ট উইলিয়াম -রাত ৯ টা - ৩৫ মাইক্রোগ্রাম
রাত ১০ টা - ৩৭ মাইক্রোগ্রাম
advertisement
রাত ১১'টা - ৩৭ মাইক্রোগ্রাম
ভিক্টোরিয়া মেমোরিয়াল- রাত ৯ টা - ৫৪ মাইক্রোগ্রাম
রাত ১০ টা - ৪৮ মাইক্রোগ্রাম
রাত ১১ টা - ৪৪  মাইক্রোগ্রাম
তবে বায়ুদূষণের পাশাপাশি, বুধবার রাতে কমেছে শব্দদূষণের দাপটও।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
সৌজন্যে সিত্রাং ও সচেতনতা, দীর্ঘ দিন পর দীপাবলি ও পরবর্তী সময়ে কলকাতা কার্যত দূষণহীন
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement