SIR: সংবিধান তৈরির নেপথ্যের অন্যতম কারিগর, তাঁর পরিবারেরই নাম নেই ভোটার তালিকায়!

Last Updated:

চন্দ পরিবারের সদস্যদের অভিযোগ, কমিশনের আপলোড করা ২০০২ সালের ভোটার তালিকায়,তাঁদের নাম নেই। এমনকী ঠিকানাটারও উল্লেখ নেই৷

News18
News18
কলকাতা: সারদাচরণ চন্দ। সংবিধান তৈরির নেপথ্যের অন্যতম কারিগর। তাঁর পরিবারের সদস্যদের নাম নেই দুহাজার দুইয়ের ভোটার তালিকায়। এতে তাঁরা উদ্বিগ্ন নন। বেজায় ক্ষুব্ধ।
রাসবিহারীর ধর্মদাস রোড। এখানেই থাকতেন সারদাচরণ চন্দ। পরিবারের বক্তব্য, ভারতের সংবিধান তৈরির নেপথ্যের অন্যতম কারিগর ছিলেন সারদাচরণ চন্দ। চন্দ পরিবারের সদস্যদের অভিযোগ, কমিশনের আপলোড করা ২০০২ সালের ভোটার তালিকায়,তাঁদের নাম নেই। এমনকী ঠিকানাটারও উল্লেখ নেই৷ এখানে তালিকা দেখিয়ে বলছে, ৭ নম্বর বাড়ির নাম আছে। তারপরে ৯ নম্বর বাড়ি। অর্থাৎ ৮ নম্বর বাড়ির খোঁজে নেই৷ পরিবারের তরফ থেকে জানানো হয় যে লিস্ট চেক করতে গিয়ে তাঁরা দেখতে পান যে তাঁদের নাম নেই, বাড়ির ঠিকানা নেই৷ আরও জানানো হয় যে প্রণব মুখোপাধ্যায়, প্রিয়রঞ্জন দাশমুন্সির মতো নেতারা এখানে পড়তে আসতেন৷
advertisement
advertisement
রাসবিহারীর ৮৩ নম্বর ওয়ার্ডে ধর্মদাস রোডের ৮ নম্বর বাড়ি। এই বাড়িটি তৈরি হয় স্বাধীনতার আগে। ১৯৩৬ সালে। এই বাড়িতেই থাকতেন সারদাচরণ চন্দ৷ পরিবারের সদস্য জানিয়েছেন, সংবিধান রচনার কাজে বাবাসাহেব আম্বেদকের সঙ্গে কাজ করেছেন সারদাচরণ৷ এখন এই বাড়িতে থাকেন সারদাচরণের নাতি কৌশিক এবং তাঁর স্ত্রী সুনন্দা, ভোটার তালিকায় দু’জনেরই নাম নেই বলে অভিযোগ৷
advertisement
এই পরিস্থিতিতে বিব্রত সারদাচরণের পরিবার৷ তাঁরা বলছেন যে কোনও মতে তাঁরা ফর্ম ফিলআপ করবেন না। নির্বাচন কমিশনকে আগে প্রমাণ করতে হবে তাঁরা নাগরিক নন। তারপরে তাঁরা নিজেদের অন্যান্য প্রমাণপত্র দেবেন নিজেদের নাগরিকত্বের জন্য৷
স্থানীয় ৮৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলাম প্রবীর মুখোপাধ্যায় জানান যে ২০১৭ সালে চন্দ পরিবারের নাম রয়েছে। তবে ২০০২ সালে নেই। দিতেই হবে। না হলে আমরা সুপ্রিম কোর্ট পর্যন্ত যাবেন দলের তরফ থেকে৷ এখন দেখার কমিশনের পক্ষ থেকে এই নিয়ে কোনও প্রতিক্রিয়া আসে কি না৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
SIR: সংবিধান তৈরির নেপথ্যের অন্যতম কারিগর, তাঁর পরিবারেরই নাম নেই ভোটার তালিকায়!
Next Article
advertisement
২২ গজের পর এবার ফ্যাশনেও চ্যাম্পিয়ন হরমনপ্রীতরা, ভারতের মহিলা ক্রিকেটারদের সম্মান ‘ভোগ’ ম্যাগাজিনের
২২ গজের পর ফ্যাশনেও চ্যাম্পিয়ন হরমনপ্রীতরা, মহিলা ক্রিকেটারদের সম্মান ‘ভোগ’ ম্যাগাজিনের
  • ২২ গজের পর এবার ফ্যাশনেও চ্যাম্পিয়ন হরমনপ্রীতরা

  • ভারতের মহিলা ক্রিকেটারদের সম্মান ‘ভোগ’ ম্যাগাজিনের

  • দেশের মহিলা ক্রিকেটের উত্থানের অন্যতম প্রতীকী মুহুর্ত

VIEW MORE
advertisement
advertisement