T20 World Cup team India Squad: ভারতের টি২০ বিশ্বকাপের দলে থাকবেন সূর্যকুমার, গিল? কবে দল ঘোষণা জানাল বোর্ড
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
T20 World Cup team India Squad: সংবাদমাধ্যম PTI-র এক রিপোর্ট অনুযায়ী, নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি২০ সিরিজ এবং টি২০ বিশ্বকাপের দল একই দিনে ঘোষণা করবে, যা সম্ভবত জানুয়ারি ২০২৬-এর প্রথম সপ্তাহে হবে।
ভারতীয় ক্রিকেট বোর্ড আগামী জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে ভারতের টি২০ বিশ্বকাপের দল বাছাই করবে। সংবাদমাধ্যম PTI-রএক রিপোর্ট অনুযায়ী, নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি২০ সিরিজ এবং টি২০ বিশ্বকাপের দল একই দিনে ঘোষণা করবে, যা সম্ভবত জানুয়ারি ২০২৬-এর প্রথম সপ্তাহে হবে।(Lukas Coch/AAPImage via AP)
advertisement
advertisement
advertisement
advertisement







