ক্রমশ ফুরিয়ে আসছে সময়! মৃত্যুকে ছোঁয়ার আগে এক বার শাহরুখ খানকে ছুঁয়ে দেখতে চান ক্যানসার-আক্রান্ত বৃদ্ধা
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
- Written by:Trending Desk
Last Updated:
বলিউডের বাদশাকে ছুঁয়ে নিজের ইচ্ছে পূরণ করতে চান কলকাতার এক অনুরাগী। বলা ভাল, তাঁর শেষ ইচ্ছে !
কলকাতা: হাতে সময় বড়ই কম। জবাব দিয়ে দিয়েছেন ডাক্তাররাও। কখন কী ঘটে যায়, সেই নিয়ে উৎকণ্ঠা তো রয়েছেই! কিন্তু এর মাঝেই এক বার বলিউডের বাদশাকে ছুঁয়ে নিজের ইচ্ছে পূরণ করতে চান কলকাতার এক অনুরাগী। বলা ভাল, তাঁর শেষ ইচ্ছে!
এমনিতে মন্নতের বাইরে শাহরুখ খানের এক ঝলক পাওয়ার জন্য দিনভর ভিড় করে থাকেন ভক্তরা। তবে উত্তর চব্বিশ পরগনার খড়দহের বাসিন্দা ৬০ বছর বয়সী শিবানী চক্রবর্তীর ব্যাপারটা অবশ্য আলাদা। আসলে তিনি ভুগছেন মারণ ক্যানসারে। ফলে নিজের বাড়িতে বসেই কিং খানকে এক বারের জন্য হলেও ছুঁয়ে দেখার ইচ্ছে প্রকাশ করেছেন। আর মায়ের এই ইচ্ছে পূরণ করার জন্য এগিয়ে এসেছেন কন্যা প্রিয়া।
advertisement
বরাবরই শাহরুখ খানের ভক্ত শিবানীদেবী। আর মায়ের মতো মেয়েও শাহরুখ-ভক্ত। সুপারহিট হোক কিংবা ফ্লপই হোক – পছন্দের অভিনেতার সমস্ত ছবিই দেখে ফেলেছেন তাঁরা। এমনকী সাম্প্রতিক অতীতে মুক্তিপ্রাপ্ত ‘পাঠান’ ছবিও দেখেছেন শিবানীদেবী এবং প্রিয়া। শুধু তা-ই নয়, বলিউড বাদশার প্রায় সমস্ত ছবির পোস্টারই নিজের ঘরে লাগিয়েছেন শিবানীদেবী। শাহরুখ যখন আইপিএল-এ কলকাতা নাইট রাইডার্স দল গঠন করেন, তখন শিবানীদেবীর আনন্দ ছিল বাঁধভাঙা। সব মিলিয়ে ভালই চলছিল। মন্নত-এ গিয়েই স্বপ্নের তারকাকে দেখার ইচ্ছেও ছিল।
advertisement
advertisement
কিন্তু তাল কাটে গত বছর। কারণ সেই সময়ই শিবানীদেবীর শরীরে থাবা বসায় মারণ ক্যানসার। ধরা পড়ে একেবারে শেষ পর্যায়ে গিয়ে। ইতিমধ্যেই ১০টি কেমোথেরাপিও হয়েছে। তবে ডাক্তাররাও আশা ছেড়ে দিয়েছেন। তবে এই পরিস্থিতির মধ্যেও বৃদ্ধার শাহরুখ-প্রেমে এতটুকু ভাটা পড়েনি। বরং তিনি মৃত্যুকে ছোঁয়ার আগে এক বার ছুঁয়ে দেখতে চাইছেন কিং খানকে। এখানেই শেষ নয়, নিজে হাতে বিশেষ বাঙালি খাবার রান্না করে পাত পেড়ে খাওয়াতে চান পছন্দের অভিনেতাকে। এমনটাই সংবাদমাধ্যমের কাছে জানিয়েছেন শিবানীদেবী।
advertisement
আরও পড়ুন- অল-হোয়াইট লুকের জাদুতে ফ্যাশন স্টেটমেন্ট তৈরি করেছিলেন, কেন সবসময়ে সাদা পরতেন জিতেন্দ্র?
আর মায়ের এই শেষ ইচ্ছে পূরণ করার জন্যই ট্যুইটারে একটি ভিডিও পোস্ট করেছেন বৃদ্ধার কন্যা প্রিয়া চক্রবর্তী। লিখেছেন, “আমি প্রিয়া। কলকাতার বাসিন্দা। আমার মা ক্যানসারের শেষ পর্যায়ে রয়েছেন। আমি সকলের কাছে অনুরোধ জানাচ্ছি যে, শাহরুখ খান স্যারের সঙ্গে আমার মা-কে দেখা করানোর জন্য সাহায্য করুন। আমি জানি না যে, মা আর কত দিন বাঁচবেন। তাই অনুগ্রহ করে তাঁর শেষ ইচ্ছে পূরণ করতে সাহায্য করুন।”
advertisement
মেয়ের পোস্ট করা ভিডিও-তে শিবানীদেবীকে বলতে শোনা যায় যে, “আমি পাঠান দেখলাম, আমার খুবই ভাল লেগেছে। আমার মেয়ে আমাকে মন্নতে নিয়ে যাবে বলেছিল। কিন্তু কী করব। আমি তো আর চলাফেরা করতে পারছি না। ২০২২ সালের অক্টোবর মাস থেকে আমার চতুর্থ স্টেজ ক্যানসার রয়েছে। ডাক্তাররাও জবাব দিয়ে দিয়েছেন।” নেটিজেনরাও কমেন্ট বাক্সে শাহরুখের কাছে আর্জি জানিয়ে লিখেছেন যে, দয়া করে শিবানীদেবীর শেষ ইচ্ছে পূরণ করা হোক।
advertisement
বৃদ্ধার এই আর্জি কি শাহরুখ খানের কানে পৌঁছবে, সেটাও একটা প্রশ্ন। আর এই শেষ ইচ্ছে কবে পূরণ হবে, এখন সেই অপেক্ষাতেই দিন গুনছেন শিবানীদেবী এবং তাঁর পরিবার।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
May 22, 2023 6:17 PM IST