সাধারণত বড় এলাকা ঠান্ডা করার জন্যই সেন্ট্রালাইজড এসি ব্যবহার করা হয়। এই ব্যবস্থা করা থাকলে প্রতিটি ঘরে এসি লাগানোর প্রয়োজন হয় না। এর জন্য একটি মাত্র কেন্দ্রীয় বা সেন্ট্রাল ইউনিট থাকে। এই ইউনিটে এক বা একাধিক এয়ার কন্ডিশনার থাকতে পারে। এখানেই শেষ নয়, এই কেন্দ্রীয় ইউনিট এক জায়গায় ইনস্টল করা হয়। সেখান থেকে ঠান্ডা হাওয়া ডাক্ট (সিলিংয়ে লাগানো জালি)-এর মাধ্যমে বিভিন্ন ঘরে পৌঁছে দেওয়া হয়। ফলে বড় এলাকা দ্রুত শীতল করার জন্য এই সেন্ট্রালাইজড এসি ব্যবহার করা হয়। এই কারণে অফিস বা বড় হোটেলের মতো বড় বড় জায়গায় এই এসি ব্যবহার করা হয়।
তবে বাড়িতেও কিন্তু সেন্ট্রালাইজড এসি ব্যবহার করা সম্ভব। অফিস কিংবা হোটেলের মতো বড় না হলেও বাড়িতে ছোট মাপের সেন্ট্রালাইজড এসি লাগানো যেতে পারে। এতে বড় মেশিনের তুলনায় বিদ্যুৎও খরচ হবে কম। আসলে অফিসে বড় জায়গায় একসঙ্গে বসে কাজ করে একাধিক মানুষ। তাই সেই জায়গা দ্রুত গতিতে শীতল করার প্রয়োজন থাকে। এছাড়াও অফিসের বিভিন্ন ঘরে সব সময় কাজ চলে, ফলে সেই ঘরগুলিও ঠান্ডা করা জরুরি।
বাড়িতে এমন করার প্রয়োজন হয় না। ধরা যাক, বাড়িতে একটা কিংবা দুটো ঘরে মানুষ থাকে। সমস্ত ঘরে থাকে না। ফলে সব ঘরে সব সময় এসি চালানোর প্রয়োজনও হয় না। এদিকে সেন্ট্রালাইজড এসি লাগানোর পর যখনই এসি চালানো হবে, তখনই তা বাড়ির ভিতরের গোটা অংশকে ঠান্ডা করে দেবে। এতে প্রচুর বিদ্যুৎ খরচ হয়, ফলে বিলও আসবে বেশি।