Shahjahan Sheikh Arrest: ‘সৌজন্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়’! শাহজাহানের গ্রেফতারিতে তাঁকেই কৃতিত্ব দিচ্ছে তৃণমূল

Last Updated:

তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ জানিয়েছেন, ‘‘আদালতের বাধা ছিল, পুলিশ কাজ করতে পারেনি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৌজন্যে আদালত বাধা সরিয়েছে।’’

‘সৌজন্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়’! শাহজাহানের গ্রেফতারিতে তাঁকেই কৃতিত্ব দিচ্ছে তৃণমূল
‘সৌজন্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়’! শাহজাহানের গ্রেফতারিতে তাঁকেই কৃতিত্ব দিচ্ছে তৃণমূল
আবীর ঘোষাল, কলকাতা: সন্দেশখালির ‘নিখোঁজ’ তৃণমূল নেতা শাহজাহান শেখ অবশেষে ৫৫ দিন পর গ্রেফতার। মিনাঁখা থেকে গ্রেফতার করা হয় তাকে ৷ শাহজাহানের গ্রেফতারির জন্য পরোক্ষে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই কৃতিত্ব দিচ্ছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ জানিয়েছেন, ‘‘আদালতের বাধা ছিল, পুলিশ কাজ করতে পারেনি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৌজন্যে আদালত বাধা সরিয়েছে। পুলিশ যা করার করেছে। রাজ্য পুলিশই তো সব কাজ করল। এবার সিবিআই নারদ মামলায় শুভেন্দু অধিকারী এবং অ্যালকেমিস্ট চিট ফান্ডের ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর মিঠুন চক্রবর্তীকে গ্রেফতার করুক। এবার মহিলা কুস্তিগীরদের সঙ্গে অসভ্যতার নায়ক ব্রিজভূষণ গ্রেফতার হোক। এবার দেশের ব্যাঙ্ক লুঠেরাদের ধরুক ইডি।’’
advertisement
গত ৫ জানুয়ারি থেকে চলছিল খোঁজ ৷ ৫৫ দিনের টালবাহানার অবশেষে অবসান। উত্তর ২৪ পরগনার মিনাখাঁ থেকে গ্রেফতার হল সন্দেশখালির ‘নিখোঁজ’ তৃণমূল নেতা শাহজাহান শেখ। সূত্রের খবর, আদালতের লকআপে রাখা হয়েছে তাকে। গত ৫ জানুয়ারি থেকেই এ রাজ্যের সবচেয়ে আলোচ্য নাম ছিল শাহজাহান। তার ঘনিষ্ঠ বহু নেতাকে ধরলেও অধরা ছিল ‘সন্দেশখালির বাঘ’। শেষপর্যন্ত শাহজাহানকে মিনাখাঁ থেকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ ৷
advertisement
শাহজাহান শেখ কোথায় ? কেন তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না ? এই প্রশ্নই এতদিন ছিল সবার মুখে ৷ বিরোধীরা প্রশ্ন তুলেছিলেন, পুলিশ ও শাসকদলের ছত্রছায়াতেই কি রয়েছে শাহজাহান ? গত রবিবার অবশ্য প্রকাশ্যে দাঁড়িয়ে তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, “কোথাও কোনও সংশয় রাখবেন না, যে শাহজাহানকে আড়াল করা হচ্ছে। শাহজাহানকে যদি কেউ আড়াল করে, তাহলে সেটা জুডিশিয়ারি ডিপার্টমেন্ট।” এরপর তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষও জানান, আগামী সাত দিনের মধ্যেই গ্রেফতার হবেন শেখ শাহজাহান। অবশেষে পুলিশের জালে ‘সন্দেশখালির বাঘ’ ৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Shahjahan Sheikh Arrest: ‘সৌজন্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়’! শাহজাহানের গ্রেফতারিতে তাঁকেই কৃতিত্ব দিচ্ছে তৃণমূল
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement