Shahjahan Sheikh Arrest: ‘আশা রাখি এবার সন্দেশখালি নতুন সূর্যোদয় দেখবে...’ শাহজাহান গ্রেফতারের পর বার্তা রাজ্যপালের
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
- Written by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
ইডির আধিকারিকদের মারধরের অভিযোগ ওঠার পরপরই রাজ্যপাল সিভি আনন্দ বোস রাজ্য পুলিশের ডিজিকে শেখ শাহাজানকে গ্রেফতারের নির্দেশ দিয়েছিলেন। শুধু তাই নয়, মঙ্গলবারই মুখ্য সচিব ও স্বরাষ্ট্র সচিবকে চিঠি পাঠিয়ে ৭২ ঘণ্টার মধ্যে রিপোর্টও চেয়েছিলেন তিনি।
সোমরাজ বন্দ্যোপাধ্যায়, কলকাতা: রাজ্য পুলিশের হাতে গ্রেফতার হয়েছে সন্দেশখালির শেখ শাহজাহান। যা নিয়ে ইতিমধ্যেই খুশির হাওয়া উত্তর ২৪ পরগনার সন্দেশখালির গ্রামবাসীদের মধ্য। শেখ শাহজাহানের গ্রেফতারি দাবি নিয়ে একের পর এক আন্দোলন হয়েছে সন্দেশখালিতে। শুধু তাই নয়, বিভিন্ন রাজনৈতিক দলও বারবার সওয়াল তুলেছিল শেখ শাহজাহানের গ্রেফতার নিয়ে। কেন গ্রেফতার করা হচ্ছে না শেখ শাহজাহানকে তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন খোদ রাজ্যপাল সিভি আনন্দ বোস।
ইডির আধিকারিকদের মারধরের অভিযোগের ঘটনার পরপর রাজ্যপাল বারবার সরব হয়েছেন শেখ শাহজাহানের গ্রেফতারি নিয়ে। রাজ্য পুলিশের ডিজিকে একাধিকবার নির্দেশ দিয়েছেন শেখ শাহজাহানকে গ্রেফতার করা নিয়ে। শুধু তাই নয়, রাজ্য প্রশাসনের শীর্ষ অধিকারিকদের কাছেও একই বার্তা রেখেছিলেন রাজ্যপাল। বৃহস্পতিবার ভোর রাতে শেখ শাহজাহানকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশ। এবার সেই গ্রেফতারি নিয়ে মুখ খুললেন রাজ্যপাল। শেখ শাহজাহানের গ্রেফতারি নিয়ে তিনি যে খুশি, সেটা তাঁর প্রতিক্রিয়াতেই স্পষ্ট। বৃহস্পতিবার কলকাতা বিমানবন্দর পৌঁছে রাজ্যপাল বলেন, ‘‘আশা রাখি এবার সন্দেশখালি নতুন সূর্যোদয় দেখবে।’’
advertisement
advertisement
প্রসঙ্গত গত মঙ্গলবার রাজ্যের মুখ্য সচিব ও স্বরাষ্ট্র সচিবকে চিঠি পাঠিয়ে শেখ শাহজাহানের গ্রেফতারি নিয়ে ৭২ ঘণ্টার মধ্যে রিপোর্ট চেয়েছিলেন রাজ্যপাল। পাশাপাশি সন্দেশখালির পরিস্থিতি নিয়েও রিপোর্ট চেয়েছিলেন তিনি। সেই ৭২ ঘণ্টা শেষ হওয়ার আগেই শেখ শাহজাহান গ্রেফতার। রাজ্যপাল সি ভি আনন্দ বোস বলেন, ‘‘এটাই হল গণতন্ত্র। অন্ধকারের পর আলো। এটা প্রত্যেকের জন্য একটি শিক্ষা। আমি খুশি।’’
advertisement
প্রসঙ্গত কলকাতা হাইকোর্টও এর আগে অবস্থান স্পষ্ট করে জানিয়ে দিয়েছিল, শেখ শাহাজানকে যে কেউ গ্রেফতার করতে পারে। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষও সম্প্রতি নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছিলেন ৭ দিনের মধ্যেই গ্রেফতার হবে শেখ শাহজাহান। এই সাতদিন কাটতে না কাটতেই গ্রেফতার হল শাহজাহান।
advertisement
শেখ শাহজাহানের গ্রেফতারি নিয়ে যখন সন্দেশখালিতে একের পর এক বিক্ষোভ আন্দোলন চলছিল, সেই সময় রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার ও পরপর দু’বার সন্দেশখালিতে গিয়েছিলেন। শুধু তাই নয়, একের পর এক নির্দেশ জেলা পুলিশকে দিয়েছিলেন রাজ্য পুলিশের ডিজি। শেখ শাহজাহানের গ্রেফতারির পর রাজ্যপালের এই প্রতিক্রিয়া রাজনৈতিক ও প্রশাসনিকভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
February 29, 2024 9:35 AM IST