Beleghata ID Hospital: খাস কলকাতায় বেলেঘাটা আইডি হাসপাতালের ভেতরে এসব কী! প্রকাশ্যে এল ভয়াবহ ছবি, দেখলে শিউরে উঠবেন
- Published by:Riya Das
- news18 bangla
- Written by:Onkar Sarkar
Last Updated:
Beleghata ID Hospital: ফের সরকারি হাসপাতালের ভয়াবহ চিত্র! রোগীকে সুস্থ করতে এসে অন্য রোগে সংক্রমিত হবেন না তো? এই চিন্তাতেই রয়েছেন একাধিক রোগীর পরিবার।
কলকাতা: ফের সরকারি হাসপাতালের ভয়াবহ চিত্র! বেলেঘাটা আই ডি এবং বি জি হাসপাতালের মেডিক্যাল বর্জ্য পরে ওয়ার্ডের নিচেই! রেলিং-এ পড়ে স্বাস্থ্য কর্মীদের ব্যবহৃত হ্যান্ড গ্লাভস, মাস্ক। সংক্রমণের হাসপাতালের এই ছবি এখন চিন্তার কারণ এই হাসপাতালে চিকিৎসা করাতে আসা শয়ে শয়ে রোগীর আত্মীয় পরিজনদের। রোগীকে সুস্থ করতে এসে অন্য রোগে সংক্রমিত হবেন না তো? এই চিন্তাতেই রয়েছেন একাধিক রোগীর পরিবার।
শুধুমাত্র কলকাতায় নয়, পূর্ব ভারতের অন্যতম বৃহৎ সংক্রমণ রোগের হাসপাতাল বেলেঘাটা ইনফেকসাস ডিজিজ ও বেলেঘাটা জেনারেল হাসপাতাল। সংক্রমণ রোগের জন্য অন্যতম এই পিঠ স্থানের হাসপাতালের সামনের অংশ ঝা চকচকে। কিন্তু পেছনের অংশে পড়ে মেডিকেল বর্জ্য! এ যেন ঠিক প্রদীপের নিচে অন্ধকারের মত অবস্থা! হাসপাতালের এমার্জেন্সি থেকে কয়েক পা হাঁটলেই বেলেঘাটা আইডি হাসপাতালের ওয়ার্ড এর নিচে পড়ে রয়েছে ব্যবহৃত মাস্ক, গ্লাভস, ইনজেকশন সিরিঞ্জ, ক্যাথিটার! চিকিৎসার জন্য ব্যবহৃত এই সামগ্রী কার্যত ঢিপি তৈরি হয়েছে! যা দেখে রোগীর আত্মীয়রা রীতিমতো চিন্তায়! এই হাসপাতালে চিকিৎসা করাতে আসা এক রোগীর আত্মীয় রাহুল দাসের বক্তব্য, “আমাদের তো ভয় হচ্ছে চিকিৎসা করাতে এসে, আমরা যারা রোগীর আত্মীয় তারাই আবার সংক্রমণের শিকার না হই!’
advertisement
advertisement
এ বিষয় নিয়ে হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান স্বপন সমাদ্দার জানান, ‘আমরা হাসপাতাল পরিষ্কার রাখার চেষ্টা করি, কোথাও যদি এরকম হয়ে থাকে তাহলে নিশ্চয়ই পরিষ্কার করতে হবে। আমরা কথা বলছি আগামী এক সপ্তাহের মধ্যে পুরোটা পরিষ্কার হয়ে যাবে।’
advertisement
সংশ্লিষ্ট বিষয় নিয়ে রাজ্য স্বাস্থ্য দপ্তরে যোগাযোগ করা হলে, স্বাস্থ্য দপ্তরের নাম প্রকাশে অনিচ্ছুক এক আধিকারিক জানান, ‘এ বিষয়ে আগেই অনেকগুলো হাসপাতালকে সতর্ক করা হয়েছে। আর যখন বেলেঘাটা আইডির নাম আসে তখন তো আরও বেশি করে সতর্কতা অবলম্বন করার কথা। কারণ সত্যি এরকম থাকলে তো সংক্রমণ ছাড়বে। আমরা কথা বলছি বিষয়টি নিয়ে।’
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 16, 2023 4:45 PM IST