Sealdah Station: চালু নতুন বন্দোবস্ত! ট্রেন মিস করার ভয় নেই! দিনের ব্যস্ত সময় যানজট, ভিড় এড়াতে এপিসি রোডের বদলে এই রাস্তায় পৌঁছন শিয়ালদহ স্টেশনে
- Reported by:ABIR GHOSHAL
- news18 bangla
- Published by:Arpita Roy Chowdhury
Last Updated:
Sealdah Station: জরুরি পরিস্থিতিতে যাত্রীদের দ্রুত সরিয়ে নেওয়ার ক্ষেত্রেও এটি সহায়ক হবে। নতুন গেটটি নিরাপত্তার দিক থেকেও গুরুত্বপূর্ণ, কারণ এটি অতিরিক্ত নজরদারি এবং মনিটরিং ব্যবস্থার সুযোগ করে দেবে।
কলকাতা : শিয়ালদহ স্টেশনে নতুন প্রবেশ করা এবং বাহির হওয়ার গেট চালু হল। যাত্রীদের সুবিধার্থে এবং স্টেশনের ভিতরে ও বাইরে পথের ভিড় কমানোর লক্ষ্যে শিয়ালদহ স্টেশনে একটি নতুন গেট চালু করা হয়েছে। শিয়ালদহ দক্ষিণ স্টেশনের এই নতুন গেটটি কৌশলগতভাবে এমনভাবে স্থাপন করা হয়েছে, যাতে যাত্রীদের জন্য স্টেশনে পৌঁছনো আরও সহজ ও সুবিধাজনক হয়।
নতুন প্রবেশ ও বাহির গেটের ফলে বিশেষ করে ব্যস্ত সময়ে এবং উৎসবের মরশুমে বিপুল সংখ্যক যাত্রীদের যাতায়াত আরও স্বচ্ছন্দ হবে, যা স্টেশনে পদদলিত হওয়ার মতো পরিস্থিতি প্রতিরোধে সহায়ক হবে। তাছাড়া, জরুরি পরিস্থিতিতে যাত্রীদের দ্রুত সরিয়ে নেওয়ার ক্ষেত্রেও এটি সহায়ক হবে। নতুন গেটটি নিরাপত্তার দিক থেকেও গুরুত্বপূর্ণ, কারণ এটি অতিরিক্ত নজরদারি এবং মনিটরিং ব্যবস্থার সুযোগ করে দেবে।
advertisement
ওয়েস্ট ক্যানেল রোড দিয়ে নতুন প্রবেশপথ চালু হওয়ার ফলে ভিড় দ্রুত ছড়িয়ে দেওয়া সম্ভব হবে। বেলিয়াঘাটা রোড, শ্যামবাজার বা সল্টলেক থেকে আসা যাত্রীরা এখন ব্যস্ত এপিসি রোড এড়িয়ে সরাসরি ওয়েস্ট ক্যানেল রোডের মাধ্যমে শিয়ালদহ স্টেশনে প্রবেশ করতে পারবেন। প্রতিদিন শিয়ালদহ স্টেশনে আসা ১৫-১৮ লক্ষ যাত্রীর জন্য এই গেট বিশেষ উপকারী হবে। শিয়ালদহ বিভাগের পক্ষ থেকে এই নির্মাণকাজ রেকর্ড সময়ের মধ্যে সম্পন্ন করা হয়েছে, যার নেতৃত্ব দিয়েছেন শ্রী দীপক নিগম, DRM/শিয়ালদহ।
advertisement
advertisement
শ্রী নিগম বলেন, “নতুন প্রবেশ ও বাহির গেট স্টেশনের সামগ্রিক প্রবেশযোগ্যতা উন্নত করবে এবং এই অত্যাধুনিক যাত্রী পরিষেবা স্থানীয় অর্থনীতিকেও চাঙ্গা করতে সহায়তা করবে।”বেশ কিছু সূত্র মারফত জানা যাচ্ছে, স্টেশনে ঢোকার এবং বেরনোর পথ আলাদা করা হবে, যাতে যাত্রীদের ভোগান্তি না হয়। নতুন লুক আনতে বাইরের পরিকাঠামোতেও বড়সড় পরিবর্তন আনা হবে। পাশাপাশি বিশ্রামকক্ষ এবং শৌচাগারগুলি সংস্কার করে আন্তর্জাতিক মানের করা হবে। এখানেই শেষ নয়। স্টেশনে বসবে অত্যাধুনিক LED ডিসপ্লে, যাতে যাত্রীরা সহজে ট্রেনের আপডেট পেতে পারেন। এছাড়া প্ল্যাটফর্মের আলোকসজ্জা আরও উন্নত করা হবে।
advertisement
আরও পড়ুন : ৩ মাসে ১ বার এই পচা জল গাছের গোড়ায়! দিলেই রজনীগন্ধা ফুলে ছেয়ে যাবে ছাদের বাগান! মিষ্টি গন্ধে পাগল হয়ে যাবেন গ্রীষ্মের সন্ধ্যায়
সূত্র থেকে জানা যাচ্ছে, শিয়ালদহ স্টেশনকে একেবারে বিশ্বমানের করে তোলা হবে। শিয়ালদহ স্টেশনের সব থেকে বড় সমস্যা হল অতিরিক্ত যাত্রী এবং যানজট। ব্যস্ত সময়ে প্লাটফর্ম থেকে বের হতে রীতিমতো কালঘাম ছোটে যাত্রীদের। এবার সেই সমস্যা সমাধান করতে চলেছে রেল কর্তৃপক্ষ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 24, 2025 9:28 AM IST








