আতঙ্ক ছড়াচ্ছে স্ক্রাব টাইফাস, বীরভূমে এক সপ্তাহের মধ্য়ে মৃত দুই, উদ্বীগ্ন স্বাস্থ্য় দফতর
- Published by:Uddalak B
- news18 bangla
Last Updated:
স্বাস্থ্য ভবন সূত্রে খবর পাওয়া গিয়েছে, স্ক্রাব টাইফাসে আক্রান্ত হয়ে বীরভূমে এক সপ্তাহে দুজনের মৃত্যু হয়েছে।
#কলকাতা: নতুন করে রাজ্য়ে আতঙ্ক ছড়াচ্ছে স্ক্রাব টাইফাস। এই রোগে নতুন করে দুজনের মৃত্য়ুর খবর এসেছে বীরভূম থেকে। স্বাভাবিক কারণে এই রোগের ছড়িয়ে পড়া নিয়ে আতঙ্কে রয়েছে রাজ্য়ের স্বাস্থ্য় দফতর। সেই কারণে দফতরের তরফ থেকে নতুন করে নির্দেশনামাও জারি করা হয়েছে যে কী ভাবে এই রোগের হাত থেকে বাঁচা যায়। সব মিলিয়ে পরিস্থিতি নিয়ে বিপদ রয়েছে, সে কথা বোঝাই যাচ্ছে।
স্বাস্থ্য ভবন সূত্রে খবর পাওয়া গিয়েছে, স্ক্রাব টাইফাসে আক্রান্ত হয়ে বীরভূমে এক সপ্তাহে দুজনের মৃত্যু হয়েছে। তাঁরা দুজনেই সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি ছিলেন। মৃতদের মধ্য়ে একজন ঝাড়খণ্ডের বাসিন্দা, তাঁর বযস ৪২ বছর। আর একজন বীরভূমের কাঁকর তলার থানা এলাকার বাসিন্দা, তাঁর বয়স রয়েছে ৩৭ বছর। শেষ এক সপ্তাহে এদের দুজনের মৃত্য়ু হয়েছে।
advertisement
advertisement
আরও পড়ুন : কলকাতায় প্রবেশ করল এসএফআই-এর সর্বভারতীয় জাঠা, ২ সেপ্টেম্বর কলেজ স্ট্রিটে ছাত্র সমাবেশ
এখনও পর্যন্ত গোটা রাজ্য়ে শতাধিক মানুষ স্ক্রাব টাইফাসে আক্রান্ত হয়েছেন। যদিও আলাদা করে বীরভূমের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে রাজ্য়ের স্বাস্থ্য দফতর। ইতিমধ্য়ে সেখানাকার জেলার মুখ্য় স্বাস্থ্য আধিকারিকের কাছ থেকে বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠিয়েছে রাজ্য়ের স্বাস্থ্য় দফতর। রাজ্য় প্রশাসন সূত্রে খবর, মূলত মুর্শিদাবাদা, মালদব, উত্তর দিনাজপুর, নদিয়া, হুগলি, উত্তর ২৪ পরগনার বসিরহাট ও বনগাঁ জেলায় আক্রান্তের সন্ধান বেশি পাওয়া যাচ্ছে। বলা চলে এই এলাকাগুলিতে আক্রান্তের সংখ্য়া সবচেয়ে বেশি।
advertisement
রাজ্য় স্বাস্থ্য দফতরের তরফ থেকে বলা হয়েছে, অজানা পোকায় কামড়ালে ক্ষতে মলম ঘষে দায় না সেরে, সটান স্বাস্থ্যকেন্দ্রের দ্বারস্থ হতে হবে। জ্বরে আক্রান্ত হওয়ার পাঁচ দিন পরেও পরীক্ষায় ডেঙ্গি বা ম্যালেরিয়া ধরা না পড়লে সতর্ক হতে হবে। যে সমস্ত এলাকায় স্ক্রাব টাইফাস ছড়িয়েছে সেখানে আরও বেশি স্বাস্থ্য শিবির করতে হবে, মানুষকে সচেতনতার বার্তা দিতে হবে।
advertisement
অভিজিৎ চন্দ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 30, 2022 9:45 PM IST