কলকাতায় প্রবেশ করল এসএফআই-এর সর্বভারতীয় জাঠা, ২ সেপ্টেম্বর কলেজ স্ট্রিটে ছাত্র সমাবেশ

Last Updated:

SFI Jatha : March for Education : এই জাঠার মূল স্লোগান ছিল "মার্চ ফর এডুকেশন"। অগাস্ট মাসের শুরু থেকে কাশ্মীর, কন্যাকুমারী-সহ পাঁচ জায়গা থেকে শুরু হয়েছে এই জাঠা।

এই জাঠার মূল স্লোগান ছিল "মার্চ ফর এডুকেশন"
এই জাঠার মূল স্লোগান ছিল "মার্চ ফর এডুকেশন"
কলকাতা : প্রায় সমাপ্তির পথে SFI এর সর্বভারতীয় জাঠা। জাতীয় শিক্ষানীতির প্রতিবাদে, শিক্ষাব্যবস্থাকে বাঁচানোর ডাক দিয়ে গোটা দেশের পাঁচ জায়গা থেকে শুরু হয়েছিল স্টুডেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়ার সর্বভারতীয় জাঠা। এই জাঠার মূল স্লোগান ছিল "মার্চ ফর এডুকেশন"। অগাস্ট মাসের শুরু থেকে কাশ্মীর, কন্যাকুমারী-সহ পাঁচ জায়গা থেকে শুরু হয়েছে এই জাঠা।
উত্তর এবং দক্ষিণ ভারতের জাঠা দুটি ছাড়া পূর্ব এবং উত্তর-পূর্ব ভারতের তিনটি জাঠা কলকাতায় শেষ হতে চলেছে আগামী ২ সেপ্টেম্বর। বাকি দুটি জাঠা শেষ হবে ১৫ই সেপ্টেম্বর। কলেজ স্ট্রিটে একটি ছাত্রসমাবেশের মধ্য দিয়ে শেষ হতে চলেছে এই তিনটি জাঠা।
ইতিমধ্যেই মঙ্গলবার প্রথম জাঠাটি প্রবেশ করল শহরে। ত্রিপুরা থেকে শুরু হওয়া জাঠাটি কোচবিহার দিয়ে প্রবেশ করে রাজ্যে। উত্তরবঙ্গের সবকটি জেলা ছাড়াও গত ১২ দিনে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা ঘুরে এই জাঠা এল কলকাতায়। কলকাতায় এই জাঠাকে স্বাগত জানান এসএফআই-এর এর রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য-সহ এর  কলকাতা জেলা নেতৃত্বের একাধিক নেতা।
advertisement
advertisement
আরও পড়ুন : রাজ্যের ১১ টি মেডিক্যাল কলেজ হাসপাতালে শীঘ্রই শুরু হতে চলেছে ইমার্জেন্সি মেডিসিন বিভাগ
বিহার এবং ওড়িশা থেকে ঢোকা বাকি দুটি জাঠা কলকাতায় প্রবেশ করার পরই কলেজ স্ট্রিট এলাকায় ছাত্র সমাবেশের মাধ্যমে শেষ হবে এই জাঠা। জাঠায় অংশগ্রহণকারীদের অভিযোগ, উত্তর পূর্ব ভারতে এই জাঠা অসম এবং ত্রিপুরায় যথেচ্ছভাবে বাধাপ্রাপ্ত হয়েছিল। যাঁরা যাঁরা অংশগ্রহণ করেছিলেন, তাঁদের গ্রেফতার পর্যন্ত করেছিল সেই সমস্ত রাজ্যের পুলিশ। কিন্তু তাও এই জাঠা চালিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এ রাজ্যে প্রবেশ করার পরও তৃণমূলের তরফেও বাধা দেওয়া হয়েছে তাদের, বলে দাবি করেন তাঁরা।
advertisement
আরও পড়ুন :  চলছে বঙ্গ বিজেপির পাঠশালা, আগামিকাল হেডমাস্টারের ভূমিকায় বিএল সন্তোষ
প্রসঙ্গত সোমবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে জনসভার আয়োজন করা হয় ধর্মতলা সংলগ্ন মেয়ো রোড চত্বরে। রাজ্যের বিভিন্ন অংশ থেকে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা অংশ নেন এতে। এই সমাবেশ কে "চোর বাঁচাও" সমাবেশ বলে কটাক্ষ করেন এসএফআইয়ের রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য। এর থেকেও বড় সমাবেশ আগামী ২ তারিখ হতে চলেছে বলে দাবি করেন তিনি।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
কলকাতায় প্রবেশ করল এসএফআই-এর সর্বভারতীয় জাঠা, ২ সেপ্টেম্বর কলেজ স্ট্রিটে ছাত্র সমাবেশ
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement