রাজ্যের ১১ টি মেডিক্যাল কলেজ হাসপাতালে শীঘ্রই শুরু হতে চলেছে ইমার্জেন্সি মেডিসিন বিভাগ

Last Updated:

Medical College and Hospital : ইমার্জেন্সি মেডিসিন পরিষেবা শুরু করার জন্যে নতুন মেডিক্যাল কলেজ হাসপাতালগুলিতে মোট ১৩২ টি পদ তৈরি করে ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য স্বাস্থ্য দফতর

ইমার্জেন্সি মেডিসিন পরিষেবা শুরু করার জন্যে নতুন মেডিক্যাল কলেজ হাসপাতালগুলিতে মোট ১৩২ টি পদ তৈরি করে ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য স্বাস্থ্য দফতর
ইমার্জেন্সি মেডিসিন পরিষেবা শুরু করার জন্যে নতুন মেডিক্যাল কলেজ হাসপাতালগুলিতে মোট ১৩২ টি পদ তৈরি করে ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য স্বাস্থ্য দফতর
কলকাতা : রাজ্যের  অন্যতম সুপার স্পেশালিটি হাসপাতাল এসএসকেএম-এর পাশাপাশি এ বার শহরের আরও চারটি হাসপাতালে শীঘ্রই শুরু হতে যাচ্ছে ইমার্জেন্সি মেডিসিন পরিষেবা। এ ছাড়াও রাজ্যের মোট ১১ টি মেডিক্যাল কলেজ এবং হাসপাতালও দ্রুত মিলবে এই পরিষেবা। ইমার্জেন্সি মেডিসিন পরিষেবা শুরু করার জন্যে নতুন মেডিক্যাল কলেজ হাসপাতালগুলিতে মোট ১৩২ টি পদ তৈরি করে ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য স্বাস্থ্য দফতর।
নয়া এই পরিষেবা শুরুর তালিকায় রয়েছে আর জি কর মেডিক্যাল কলেজ, ক্যালকাটা ন্যাশনাল মেডিক্যাল কলেজ, কলকাতা মেডিক্যাল কলেজ, নীলরতন সরকার মেডিক্যাল কলেজ, সাগর দত্ত মেডিক্যাল কলেজ, উত্তরবঙ্গ মেডিক্যাল, বাঁকুড়া সম্মিলনী, মালদহ মেডিক্যাল কলেজ, মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ, বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং মেদিনীপুর মেডিক্যাল কলেজ। স্বাস্থ্য দফতর সূত্রের খবর, চলতি বছর নভেম্বর মাসের শেষ দিক থেকেই ওই সমস্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে ইমার্জেন্সি মেডিসিন বিভাগের পরিষেবা পুরোদমে চালু হয়ে যাবে।
advertisement
আরও পড়ুন : চলছে বঙ্গ বিজেপির পাঠশালা, আগামিকাল হেডমাস্টারের ভূমিকায় বিএল সন্তোষ
১১টি মেডিক্যাল কলেজেই ইমার্জেন্সি মেডিসিন বিভাগে এক জন করে প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর ও অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের পাশাপাশি ৯ জন করে সিনিয়র রেসিডেন্ট চিকিৎসক নিয়োগ করা হবে সংশ্লিষ্ট হাসপাতালগুলিতে। এঁরা প্রত্যেকেই ইমার্জেন্সি মেডিসিন বিষয়ের বিশেষজ্ঞ হবেন। স্বাস্থ্য দফতরের এক কর্তা জানান, “সাধারণ জরুরি বিভাগে ইমার্জেন্সি মেডিসিন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা করতে পারে। এতে রোগীর জরুরি ভিত্তিতে সংশ্লিষ্ট সমস্যার চিকিৎসা চালু করার ক্ষেত্রে অনেক সুবিধে হয়।”
advertisement
advertisement
আরও পড়ুন :  আবার ‘খেলা হবে’ ! গানের নয়া সংস্করণ আসছে এবার
প্রবল শ্বাসকষ্ট, স্ট্রোকে আক্রান্ত, হৃদ্‌রোগে আক্রান্ত অথবা অন্যান্য জটিল সমস্যার রোগীদের অধিকাংশ সময়েই জরুরি ভিত্তিতে হাসপাতালের সাধারণ ইমার্জেন্সিতে নিয়ে আসেন পরিজনেরা। সেখানে চিকিৎসকেরা পরীক্ষা করার পরে সংশ্লিষ্ট বিভাগে স্থানান্তরিত করেন। সেখানে যাওয়ার পরে রোগীর নির্দিষ্ট রোগ বা সমস্যার জরুরি চিকিৎসা শুরু হয়। এই প্রক্রিয়ায় অনেকটা সময় নষ্ট হয়। অনেক সময়ে রোগীর প্রাণসংশয়ও তৈরি হয়। তাই এই ইমার্জেন্সি মেডিসিন বিভাগ থাকলে এই প্রক্রিয়ায় ঝুঁকি অনেকাংশে কমবে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
রাজ্যের ১১ টি মেডিক্যাল কলেজ হাসপাতালে শীঘ্রই শুরু হতে চলেছে ইমার্জেন্সি মেডিসিন বিভাগ
Next Article
advertisement
Cyclone Montha Update: উপকূলের দিকে এগোচ্ছে ‘মন্থা’ ! কতটা ক্ষয়ক্ষতির আশঙ্কা অন্ধ্রে? ঘূর্ণিঝড়ের প্রভাব এরাজ্যে কতটা পড়তে পারে
উপকূলের দিকে এগোচ্ছে ‘মন্থা’ ! ক্ষয়ক্ষতির আশঙ্কা অন্ধ্রে, ঘূর্ণিঝড়ের কী প্রভাব এরাজ্যে?
  • উপকূলের দিকে এগোচ্ছে ‘মন্থা’ !

  • কতটা ক্ষয়ক্ষতির আশঙ্কা অন্ধ্রে?

  • ঘূর্ণিঝড়ের প্রভাব এরাজ্যে কতটা পড়তে পারে

VIEW MORE
advertisement
advertisement