‘পরীক্ষার দিন জানিয়ে দ্রুত বিজ্ঞপ্তি’, জানালেন প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য

Last Updated:

বুধবার প্রাথমিক শিক্ষা দফতরকে প্রাথমিকের টেট নেওয়ার নির্দেশ দিল স্কুল শিক্ষা দফতর ৷

#কলকাতা: বুধবার প্রাথমিক শিক্ষা দফতরকে প্রাথমিকের টেট নেওয়ার নির্দেশ দিল স্কুল শিক্ষা দফতর ৷ নির্দেশ অনুযায়ী, NCTE-র নির্দেশিকা মেনেই প্রাথমিক শিক্ষা পর্ষদকে টেট পরীক্ষা নিতে হবে ৷ এই পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে প্রশিক্ষণরত চূড়ান্ত বর্ষের পড়ুয়ারাও ৷
অন্যদিকে স্কুল শিক্ষা দফতরের কাছ থেকে নির্দেশ পেয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য জানালেন, ‘স্কুলশিক্ষা দফতরের নির্দেশ পেয়েছি ৷ অনলাইন, অফলাইনে আবেদনের সুযোগ ৷ পরীক্ষার দিন জানিয়ে দ্রুত বিজ্ঞপ্তি প্রকাশ ৷ NCTE-র নিয়ম মেনেই পরীক্ষা হবে ৷ চূড়ান্ত প্রস্তুতি চলছে ৷ ’
শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু থেকেই মামলা ও বিতর্কের বেড়াজালে পরিবেষ্টিত ৷ নিয়োগ প্রক্রিয়ার শেষ পর্বেও চলছে প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে দায়ের হওয়া নানা মামলার শুনানি ৷
advertisement
advertisement
প্রথম থেকে একের পর এক মামলার ফাঁসে জড়িয়ে পড়ছে টেট পরীক্ষা ৷ প্রাথমিক শিক্ষক নিয়োগ অবশেষে জট মুক্ত করতে উদ্যোগ নিয়ে রাজ্য শিক্ষা দফতর ৷ সমস্ত অভিযোগ ও বিতর্কের অবসান ঘটাতে ফের টেট পরীক্ষা নেওয়ার কথা ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ৷ কিন্তু এর সঙ্গে আরও একটি নির্দেশ জারি করা হয়েছে যা বেশ চিন্তার কারণ হয়ে উঠতে পারে পরীক্ষার্থীদের জন্য ৷
advertisement
নতুন নির্দেশিকা অনুযায়ী প্রশিক্ষণ ছাড়া আর টিচার্স এলিজিবিলিটি টেস্ট পরীক্ষায় বসার অনুমতি পাবে না কেউ ৷ আগে অবশ্য প্রশিক্ষণ ছাড়াই বসা যেত টেট পরীক্ষায় ৷ টেট পরীক্ষা দিতে হলে উচ্চমাধ্যমিকে ন্যূনতম ৫০ শতাংশ পেতে হবে ও প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে ৷ সোমবার এই বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে বলে জানা গিয়েছে ৷
advertisement
প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্য জানিয়েছেন, রাজ্যের বিভিন্ন জেলায় প্রায় ২৫ হাজার শূন্যপদ রয়েছে ৷ সেই জন্য এবছর ফের টেট পরীক্ষা নেওয়া হবে ৷
বাংলা খবর/ খবর/কলকাতা/
‘পরীক্ষার দিন জানিয়ে দ্রুত বিজ্ঞপ্তি’, জানালেন প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement