Scam: সিবিআই দফতরে কে ঢুকলেন? মুহূর্তে তোলপাড় পড়ল! বড় প্রস্তুতি নিচ্ছেন অফিসাররা

Last Updated:

Scam: কয়লা পাচার মামলার তদন্তে ফের নয়া মোড়। এই মামলার অন্যতম অভিযুক্ত জামিনে মুক্ত থাকা বিকাশ মিশ্র ফের গ্রেফতার করেছে সিবিআই।

সিবিআই দফতরে কে এলেন?
সিবিআই দফতরে কে এলেন?
কলকাতা: কয়লা পাচার মামলায় সিবিআই দফতরে হাজিরা দিলেন অনুপ মাজি ওরফে লালা। ইতিমধ্যে সিবিআই হেফাজতে আছে বিকাশ মিশ্রা, ইসিএলের ডিরেক্টর টেকনিক্যাল অপারেশন ও এক সিআইএসএফের ইন্সপেক্টর।
প্রোটেকশন মানি অর্থাৎ কয়লা পাচার মামলায় অনুপ মাজিদের সাহায্য করে বিকাশ সহ বাকিরা কত টাকা নিয়েছেন, কী ভাবে টাকার লেনদেন হত এবং কাদের কাছে টাকা পৌঁছেছে জানতেই লালার মুখোমুখি বসিয়ে বিকাশদের জেরা করবে সিবিআই।
advertisement
এদিকে, কয়লা পাচার মামলার তদন্তে ফের নয়া মোড়। এই মামলার অন্যতম অভিযুক্ত জামিনে মুক্ত থাকা বিকাশ মিশ্র ফের গ্রেফতার করেছে সিবিআই। তাঁকে ৪ দিনের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চান তদন্তকারীরা। শুক্রবার সিবিআইয়ের এই আবেদনে সাড়া দিয়েছে আসানসোলের বিশেষ সিবিআই আদালত। বিচারক বিকাশ মিশ্রের ৪ দিনের হেফাজত মঞ্জু করেছেন। এরপর পঞ্চম দিনে কী হবে, তা নির্ভর করছে আদালতের নির্দেশের উপর।
advertisement
এর আগে কয়লা পাচার মামলায় অন্যতম অভিযুক্ত হিসেবে ব্যবসায়ী বিকাশ মিশ্রর নাম উঠে এসেছিল। তাঁকে গ্রেফতার করে সিবিআই। দীর্ঘদিন আসানসোলে সংশোধনাগারে ছিলেন বিকাশ। অভিযোগ, কয়লা পাচারের মাস্টারমাইন্ড বিকাশ মিশ্র। অনুপ মাজি তথা লালা ব্যবসার জন্য বিকাশের সাহায্য নিত বলে অভিযোগ। সিবিআই এই মামলার তদন্তভার নেওয়ার পর বিকাশ মিশ্রকে গ্রেফতার করা হয়। গত বছরের মাঝামাঝি সময়ে বিকাশ মিশ্র হাই কোর্ট থেকে জামিন পেয়ে যান।
advertisement
এরপর সিবিআই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় তাঁর জামিনের বিরোধিতা করে। সিবিআইয়ের যুক্তি ছিল, বিকাশ মিশ্রকে হেফাজতে রেখে জেরা করা প্রয়োজন। তাতে শীর্ষ আদালত জানায়, জামিনে মুক্ত কোনও ব্যক্তিকে এভাবে জেরা করতে হলে তাঁকে সর্বোচ্চ ৪ দিন হেফাজতে রাখা যায়। তাতে বিকাশ মিশ্র জানতে চান, তাহলে পঞ্চম দিনে কি তিনি মুক্তি পেয়ে যাবেন? তাতে সুপ্রিম কোর্ট এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি। এই পরিস্থিতিতে এবার অনুপ মাঝির মুখোমুখি বসিয়ে জেরা করা হবে বিকাশ মিশ্রদের।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Scam: সিবিআই দফতরে কে ঢুকলেন? মুহূর্তে তোলপাড় পড়ল! বড় প্রস্তুতি নিচ্ছেন অফিসাররা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement