Karnataka Election Results: জয় আসছে, আভাস পেয়েই বড় কাণ্ড ঘটালেন রাহুল গান্ধি! দেশজুড়ে হইচই

Last Updated:

Karnataka Election Results: কর্ণাটকে ভোট গণনার প্রাথমিক প্রবণতায় অনেকটা এগিয়ে রয়েছে কংগ্রেস। গণনার ট্রেন্ড যেদিকে চলেছে তাতে মনে হচ্ছে কর্ণাটকে ফিরছে কংগ্রেস।

কলকাতা: কর্ণাটক বিধানসভা হাতছাড়া হতে চলেছে বিজেপির। নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতার পথে কংগ্রেস। দক্ষিণী রাজ্যে সরকার গড়ার ইঙ্গিত মিলতেই আসরে রাহুল গান্ধি। দুর্নীতিমুক্ত, ৪০ শতাংশ ঘুষ-মুক্ত, প্রগতিশীল কর্ণাটকের স্বার্থে কংগ্রেস প্রার্থীদের ভোট দেওয়ার আবেদন করেছিলেন সোনিয়া পুত্র। আর শনিবার ফল বেরোতেই যখন একক সংখ্যাগরিষ্ঠতার পথে এগোচ্ছে, তখন ট্যুইটারে শোরগোল ফেলে দিলেন রাহুল।
কর্ণাটকে ভোট গণনার প্রাথমিক প্রবণতায় অনেকটা এগিয়ে রয়েছে কংগ্রেস। গণনার ট্রেন্ড যেদিকে চলেছে তাতে মনে হচ্ছে কর্ণাটকে ফিরছে কংগ্রেস। দীর্ঘদিন বাদে কোনও বড় নির্বাচনে বিজেপিকে পরাস্ত করছে কংগ্রেস। আর সেই আনন্দে দিল্লি থেকে বেঙ্গালুরু, কংগ্রেস পার্টি অফিসের সামনে শুরু হয়ে গিয়েছে উৎসব। এদিকে, রাহুল গান্ধি তার ট্যুইটার ডিপি’তেও বদল আনলেন। নিজের ছবির পাশাপাশি সেই ডিপি-তে লেখা, ”কংগ্রেস আসছে উন্নয়নের স্বার্থে।”
advertisement
advertisement
রাহুলের ট্যুইটার ডিপি পরিবর্তন রাহুলের ট্যুইটার ডিপি পরিবর্তন
কর্ণাটকে ফল ঘোষণার মাঝে কংগ্রেসের টুইটে, রাহুলের ভারত জোড়ো যাত্রার ভিডিয়ো দেওয়া হয়েছে। ক’মাস আগে কর্ণাটকে ভারত জোড়ো যাত্রায় গিয়ে ঝড় তুলেছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি।
advertisement
রাহুলের ছবি দিয়ে কংগ্রেসের সেই টুইটে লেখা হয়েছে, ”আমি আজ অপরাজেয়, আমি আজ খুব আত্মবিশ্বাসী, আমায় আজ থামানো যাবে না। কর্ণাটকে গণনার প্রথম আড়াই ঘণ্টা শেষে দেখা যাচ্ছে কংগ্রেস এগিয়ে ১২৪টি আসনে, বিজেপি সেখানে লিড পেয়েছে ৭০টি-তে। তৃতীয় স্থানে থাকা জেডিএস এগিয়ে ২৫টি আসনে।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Karnataka Election Results: জয় আসছে, আভাস পেয়েই বড় কাণ্ড ঘটালেন রাহুল গান্ধি! দেশজুড়ে হইচই
Next Article
advertisement
Salt Lake Jeweller Murder Update: গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন!
গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও!
  • স্বর্ণ ব্যবসায়ী হত্যাকাণ্ডে আরও বিপাকে রাজগঞ্জের বিডিও৷

  • ধৃত বিডিও-র গাড়ির চালক এবং বন্ধু৷

  • গ্রেফতার করল বিধাননগর দক্ষিণ থানার পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement