Karnataka Election Results: জয় আসছে, আভাস পেয়েই বড় কাণ্ড ঘটালেন রাহুল গান্ধি! দেশজুড়ে হইচই
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Karnataka Election Results: কর্ণাটকে ভোট গণনার প্রাথমিক প্রবণতায় অনেকটা এগিয়ে রয়েছে কংগ্রেস। গণনার ট্রেন্ড যেদিকে চলেছে তাতে মনে হচ্ছে কর্ণাটকে ফিরছে কংগ্রেস।
কলকাতা: কর্ণাটক বিধানসভা হাতছাড়া হতে চলেছে বিজেপির। নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতার পথে কংগ্রেস। দক্ষিণী রাজ্যে সরকার গড়ার ইঙ্গিত মিলতেই আসরে রাহুল গান্ধি। দুর্নীতিমুক্ত, ৪০ শতাংশ ঘুষ-মুক্ত, প্রগতিশীল কর্ণাটকের স্বার্থে কংগ্রেস প্রার্থীদের ভোট দেওয়ার আবেদন করেছিলেন সোনিয়া পুত্র। আর শনিবার ফল বেরোতেই যখন একক সংখ্যাগরিষ্ঠতার পথে এগোচ্ছে, তখন ট্যুইটারে শোরগোল ফেলে দিলেন রাহুল।
কর্ণাটকে ভোট গণনার প্রাথমিক প্রবণতায় অনেকটা এগিয়ে রয়েছে কংগ্রেস। গণনার ট্রেন্ড যেদিকে চলেছে তাতে মনে হচ্ছে কর্ণাটকে ফিরছে কংগ্রেস। দীর্ঘদিন বাদে কোনও বড় নির্বাচনে বিজেপিকে পরাস্ত করছে কংগ্রেস। আর সেই আনন্দে দিল্লি থেকে বেঙ্গালুরু, কংগ্রেস পার্টি অফিসের সামনে শুরু হয়ে গিয়েছে উৎসব। এদিকে, রাহুল গান্ধি তার ট্যুইটার ডিপি’তেও বদল আনলেন। নিজের ছবির পাশাপাশি সেই ডিপি-তে লেখা, ”কংগ্রেস আসছে উন্নয়নের স্বার্থে।”
advertisement
advertisement

কর্ণাটকে ফল ঘোষণার মাঝে কংগ্রেসের টুইটে, রাহুলের ভারত জোড়ো যাত্রার ভিডিয়ো দেওয়া হয়েছে। ক’মাস আগে কর্ণাটকে ভারত জোড়ো যাত্রায় গিয়ে ঝড় তুলেছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি।
advertisement
রাহুলের ছবি দিয়ে কংগ্রেসের সেই টুইটে লেখা হয়েছে, ”আমি আজ অপরাজেয়, আমি আজ খুব আত্মবিশ্বাসী, আমায় আজ থামানো যাবে না। কর্ণাটকে গণনার প্রথম আড়াই ঘণ্টা শেষে দেখা যাচ্ছে কংগ্রেস এগিয়ে ১২৪টি আসনে, বিজেপি সেখানে লিড পেয়েছে ৭০টি-তে। তৃতীয় স্থানে থাকা জেডিএস এগিয়ে ২৫টি আসনে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 13, 2023 12:41 PM IST