Abhishek Banerjee: ১৫ মে কী এমন করতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? প্রস্তুত হচ্ছে ভরতপুর
- Published by:Suman Biswas
- news18 bangla
- Reported by:NAYAN GHOSH
Last Updated:
Abhishek Banerjee: একটা সময় বেহাল হয়ে পড়ে থাকা এই মন্দিরের আমূল পরিবর্তন হয়েছে। চাঁদ সওদাগরের সেই শিব মন্দিরে পুজো দেবেন তৃণমূলের সর্ব ভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
বুদবুদ, পশ্চিম বর্ধমান: মনসামঙ্গল কাব্যে উল্লেখিত চম্পকনগরী বর্তমানে ভরতপুর গ্রাম। যা পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান বর্ধমানের সীমান্ত এলাকায় বুদবুদের অধীনস্থ। লোক সমাজে বিশ্বাস তেমনটাই। সেখানে রয়েছে বহু পুরনো একটি শিব মন্দির। যা মনসামঙ্গল কাব্যের অন্যতম চরিত্র চাঁদ সওদাগরের শিব মন্দির নামে পরিচিত।
একটা সময় বেহাল হয়ে পড়ে থাকা এই মন্দিরের আমূল পরিবর্তন হয়েছে। চাঁদ সওদাগরের সেই শিব মন্দিরে পুজো দেবেন তৃণমূলের সর্ব ভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। নবজোয়ার কর্মসূচি উপলক্ষে মন্দিরে পুজো দিতে আসবেন তিনি। দলীয় সূত্রে খবর তেমনটাই। কর্মসূচিতে বিশেষ পরিবর্তন না হলে, ভরতপুর গ্রামে চাঁদ সওদাগরের শিব মন্দিরে যাবেন অভিষেক। তার জন্য ইতিমধ্যেই তৃণমূলের অন্দরে প্রস্তুতিও তুঙ্গে।
advertisement
advertisement
কর্মসূচি অনুযায়ী ১৫ মে ভরতপুর গ্রামে চাঁদ সওদাগরের মন্দিরে পুজো দেওয়ার কথা অভিষেকের। পরদিন ১৬ মে পশ্চিম বর্ধমান জেলায় নবজোয়ার কর্মসূচি শুরু করবেন অভিষেক। বুদবুদের অভিষেকের একাধিক কর্মসূচি এবং রোড শো রয়েছে বলে দলীয় সূত্রে খবর। পরদিন পানাগড় থেকে পশ্চিম বর্ধমান জেলায় তৃণমূলে নবজোয়ার আনতে মাঠে নামবেন দলের সেকেন্ড ইন কমান্ড।
advertisement
তৃণমূল সূত্রে খবর, শুধু চাঁদ সওদাগরের শিব মন্দিরে পুজো দেওয়া নয়, বুদবুদের মহাকালী হাই স্কুল মাঠে সভা এবং অধিবেশন করবেন অভিষেক। নিশি যাপন করবেন বুদবুদে। অভিষেকের এই আগমনকে কেন্দ্র করে আশায় বুক বাঁধছেন এলাকার মানুষ। কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আগমন হলে, এলাকার রাস্তা সহ একাধিক উন্নতি হতে পারে বলে আশা করছেন তারা।
advertisement
অন্যদিকে, দুই বর্ধমানের সংযোগস্থলে অবস্থিত বুদবুদ এবং কাঁকসা অঞ্চলে অভিষেকের ঠাসা কর্মসূচি বিশেষ নজরে দেখছেন রাজনৈতিক বিশেষজ্ঞরাও। কারণ বুদবুদ এবং কাঁকসা অঞ্চলে তৃণমূলের অভ্যন্তরীণ সমস্যা রয়েছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সেই জায়গায় দাঁড়িয়ে যথেষ্ট পরিকল্পনা এবং বিশ্লেষণ করে এই কর্মসূচি নেওয়া হয়েছে বলে তাদের ধারণা। আর দলের সেকেন্ড ইন কমান্ডের আগমনকে কেন্দ্র করে বুদবুদ এবং পানাগরে প্রস্তুতি রয়েছে চরমে। একইসঙ্গে পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন জায়গায় হচ্ছে সভা, প্রচার। চলছে প্রস্তুতি।
advertisement
—– Nayan Ghosh
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 13, 2023 12:04 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Abhishek Banerjee: ১৫ মে কী এমন করতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? প্রস্তুত হচ্ছে ভরতপুর