Karnataka Assembly Election Results: কর্ণাটকে হারের গন্ধ পাচ্ছে বিজেপি, এরই মধ্যে সাপের সামনে মুখ্যমন্ত্রী! ভয়ঙ্কর ঘটনা

Last Updated:

Karnataka Assembly Election Results: শিগ্গাও কেন্দ্রে বাসবরাজ বোম্মানি লড়ছেন কংগ্রেসের ইয়াসির আহমেদ খানের বিরুদ্ধে।

সাপের সামনে মুখ্যমন্ত্রী
সাপের সামনে মুখ্যমন্ত্রী
বেঙ্গালুরু: কর্নাটকে চলছে বিধানসভার ভোট গণনা। ইতিমধ্যেই বিজেপিকে পিছনে ফেলে অনেকটা এগিয়ে গিয়েছে কংগ্রেস। প্রাথমিক রাউন্ডে এগিয়ে রয়েছে কংগ্রেস। এরই মধ্যে শনিবার সকালে কর্ণাটকের শিগ্গাও এলাকায় দলের ক্যাম্প অফিসে যান বিজেপির বিদায়ী মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই।
কিন্তু সেখানেই ঘটে যায় মারাত্মক ঘটনা। আচমকাই ওই অফিস চত্বরে দেখা যায় একটি সাপ। এই ঘটনায় তুমুল হইচই শুরু হয়ে যায়। সেই সময় সেখানে ছিলেন স্বয়ং বিদায়ী মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই। ভিডিওতে দেখা গিয়েছে, যখন সাপ ঢোকে বিজেপি অফিসে, সেখানেই রয়েছেন বোম্মাই। সঙ্গে দলের নেতাকর্মীরাও রয়েছেন। আচমকাই অফিস চত্বরে সাপ দেখা যায়। যদিও সাপটিকে সঙ্গে সঙ্গেই উদ্ধার করা হয়েছে।
advertisement
advertisement
প্রসঙ্গত, শিগ্গাও কেন্দ্রে বাসবরাজ বোম্মানি লড়ছেন কংগ্রেসের ইয়াসির আহমেদ খানের বিরুদ্ধে। জোর টক্কর চলছে সেখানেও। যদিও আপাতত এগিয়ে রয়েছেন বোম্মাই। এদিকে গণনা শুরু হতেই অনেকটা এগিয়ে গিয়েছে কংগ্রেস। পিছিয়ে বিজেপি। এখন দেখার কর্নাটকের কুর্সি কে দখল করে?‌
advertisement
advertisement
দক্ষিণের এই রাজ্যে রয়েছে ২২৪ আসনের বিধানসভা। ভোটের পরে কংগ্রেস ও বিজেপি দুই শিবিরই জয়ের ব্যাপারে আশাবাদী বলে জানিয়েছিল। মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাইয়ার দাবি, এবারেও বিজেপি বিপুল আসনে জিতে কর্নাটকের মসনদে বসবে। কিন্তু ভোটের ফল যত এগোচ্ছে, ততই ক্ষমতা থেকে দূরে সরছে বিজেপি। ক্ষমতার কাছাকাছি কংগ্রেস।
বাংলা খবর/ খবর/দেশ/
Karnataka Assembly Election Results: কর্ণাটকে হারের গন্ধ পাচ্ছে বিজেপি, এরই মধ্যে সাপের সামনে মুখ্যমন্ত্রী! ভয়ঙ্কর ঘটনা
Next Article
advertisement
October Horoscope 2025: রাশিফল অক্টোবর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল অক্টোবর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • রাশিফল অক্টোবর ২০২৫

  • দেখে নিন এই মাস কেমন যাবে আপনার ?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement