Karnataka Assembly Election Results: কর্ণাটকে হারের গন্ধ পাচ্ছে বিজেপি, এরই মধ্যে সাপের সামনে মুখ্যমন্ত্রী! ভয়ঙ্কর ঘটনা
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Karnataka Assembly Election Results: শিগ্গাও কেন্দ্রে বাসবরাজ বোম্মানি লড়ছেন কংগ্রেসের ইয়াসির আহমেদ খানের বিরুদ্ধে।
বেঙ্গালুরু: কর্নাটকে চলছে বিধানসভার ভোট গণনা। ইতিমধ্যেই বিজেপিকে পিছনে ফেলে অনেকটা এগিয়ে গিয়েছে কংগ্রেস। প্রাথমিক রাউন্ডে এগিয়ে রয়েছে কংগ্রেস। এরই মধ্যে শনিবার সকালে কর্ণাটকের শিগ্গাও এলাকায় দলের ক্যাম্প অফিসে যান বিজেপির বিদায়ী মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই।
কিন্তু সেখানেই ঘটে যায় মারাত্মক ঘটনা। আচমকাই ওই অফিস চত্বরে দেখা যায় একটি সাপ। এই ঘটনায় তুমুল হইচই শুরু হয়ে যায়। সেই সময় সেখানে ছিলেন স্বয়ং বিদায়ী মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই। ভিডিওতে দেখা গিয়েছে, যখন সাপ ঢোকে বিজেপি অফিসে, সেখানেই রয়েছেন বোম্মাই। সঙ্গে দলের নেতাকর্মীরাও রয়েছেন। আচমকাই অফিস চত্বরে সাপ দেখা যায়। যদিও সাপটিকে সঙ্গে সঙ্গেই উদ্ধার করা হয়েছে।
advertisement
advertisement
প্রসঙ্গত, শিগ্গাও কেন্দ্রে বাসবরাজ বোম্মানি লড়ছেন কংগ্রেসের ইয়াসির আহমেদ খানের বিরুদ্ধে। জোর টক্কর চলছে সেখানেও। যদিও আপাতত এগিয়ে রয়েছেন বোম্মাই। এদিকে গণনা শুরু হতেই অনেকটা এগিয়ে গিয়েছে কংগ্রেস। পিছিয়ে বিজেপি। এখন দেখার কর্নাটকের কুর্সি কে দখল করে?
advertisement
#WATCH A snake which had entered BJP camp office premises in Shiggaon, rescued; building premises secured amid CM’s presence pic.twitter.com/1OgyLLs2wt
— ANI (@ANI) May 13, 2023
advertisement
দক্ষিণের এই রাজ্যে রয়েছে ২২৪ আসনের বিধানসভা। ভোটের পরে কংগ্রেস ও বিজেপি দুই শিবিরই জয়ের ব্যাপারে আশাবাদী বলে জানিয়েছিল। মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাইয়ার দাবি, এবারেও বিজেপি বিপুল আসনে জিতে কর্নাটকের মসনদে বসবে। কিন্তু ভোটের ফল যত এগোচ্ছে, ততই ক্ষমতা থেকে দূরে সরছে বিজেপি। ক্ষমতার কাছাকাছি কংগ্রেস।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 13, 2023 11:06 AM IST