কলকাতা: তাঁর ছবি বিভ্রাট ঘিরে ইতিমধ্যেই সরগরম রাজ্য রাজনীতি। এবার ঘাটালের অভিনেতা সাংসদ দেবকে নিয়ে তাঁর মন্তব্য শোরগোল ফেলে দিয়েছে সব মহলে।
দেব নাকি, গরুপাচার কাণ্ডে ধৃত এনামুল হকের কাছ থেকে টাকা নিয়ে সিনেমা বানিয়েছেন। সেই কারণেই বারবার ইডি-সিবিআইয়ের ঘরে তাঁর ডাক পড়ছে। এমনই দাবি করেছেন খড়্গপুরের বিজেপি বিধায়ক তথা অভিনেতা হিরণ চট্টোপাধ্য়ায়। পাল্টা তৃণমূলের অবশ্য বক্তব্য, বিজেপি-তে অক্সিজেনের অভাব বোধ করছেন দেব। খুঁজছেন সেফে প্যাসেজ।
আরও পডুন: বিবিসি-র তথ্যচিত্র নিয়ে সরগরম দেশ! 'বিভাজন তৈরির চেষ্টা চলছে ভারতে', বললেন মোদি
প্রসঙ্গত, ঘাটালের সাংসদ দেবকে নিশানা করে খড়্গপুরের বিজেপি বিধায়ক এবং কাউন্সিলর হিরণ বলেছিলেন, “দীপক অধিকারী ওরফে দেব এনামুল হকের থেকে টাকা নিয়েছেন। তাই ইডি, সিবিআই ডাকছে। মামলা চলছে। দোষী সাব্যস্ত হলে যদি দেবকে জেলে যেতে হয় তা হলে আমার সব থেকে দুঃশ্চিন্তার কারণ হবেন মিঠুন দা (চক্রবর্তী)।"
এরপরেই হিরণের বক্তব্য, " তাঁর (মিঠুন) মতো সৎ, সরল মানুষ পৃথিবীতে বিরল। মিঠুনদা আগেও যেমন ইডি, সিবিআই-কে টাকা ফেরত দিয়েছেন, দেব দোষী সাব্যস্ত হলে ‘প্রজাপতি’ করার জন্য যা পারিশ্রমিক নিয়েছেন তাহলে দেখা যাবে সেই টাকাও তিনি ফেরত দিচ্ছেন। দেব বলুক চক্রান্ত হচ্ছে। ইডি, সিবিআই মিথ্যা মামলা করেছে। আমি বন্ধু হয়ে দেবের পাশে দাঁড়াব।”
রবিবার 'দিদির সুরক্ষা কবচ' কর্মসূচির থিম সং প্রকাশ অনুষ্ঠানে যোগ দিয়ে একাধিক প্রশ্নের উত্তর দেন সায়নী ঘোষ। সেখানেই হিরণের গতকালের মন্তব্য নিয়ে প্রতিক্রিয়া দিতে শোনা যায় তাঁকে।
আরও পড়ুন: ওড়িশার স্বাস্থ্যমন্ত্রীকে খুব কাছ থেকে গুলি, পাকড়াও পুলিশকর্মী, এলাকায় উত্তেজনা
তিনি বলেন, "হিরনের সৎ সাহস নেই বলার যে অক্সিজেনের অভাব পড়েছে বিজেপিতে। সেফ প্যাসেজ খুঁজছে। এমন কোনও কাজ করেননি বিধায়ক হিসেবে যে ওঁকে গুরুত্ব দিতে হবে।" এখানেই শেষ নয়, এরপরেই যুব তৃণমূলের সভানেত্রীর চ্যালেঞ্জ, "হিরণ চট্টোপাধ্যায়ের মনে হলে কনটেস্ট করুন দেবের সঙ্গে।"
কদিন আগেই অভিনেতা-বিধায়ক হিরণ চট্টোপাধ্য়ায়ের একটি ছবি ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। সেই ছবিতে দেখা গিয়েছিল, তৃণমূলের পশ্চিম মেদিনীপুরের দায়িত্বপ্রাপ্ত নেতা অজিত মাইতির পাশে সোফায় বসে রয়েছেন হিরণ। পিছনে ঘাসফুল চিহ্ন। সেই ছবি থেকেই প্রশ্ন উঠতে শুরু করে, তবে কি তৃণমূলে ফিরছেন বিজেপির হিরণ?
অজিত মাইতি-সহ তৃণমূলের অন্য নেতারা দাবি করেন, হিরণের ছবিটি অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসে তোলা। হিরণ এ বিষয়ে সরাসরি কোনও মন্তব্য না করলেও কদিন পরে আরও একটি ছবি ভেসে ওঠে সোশ্যাল মিডিয়ায়। দেখা যায়, হিরণ সেই একই ভঙ্গিমায় একই সোফায় বসে আছেন। অথচ, পাশের সোফায় নেই অজিত মাইতি। বদলে গেছে ব্যাকগ্রাউন্ডও। হিরণের অনুগামীরা দাবি করেন, এই ছবিই আসল। এই ছবিকে বিকৃত করে তৃণমূল ভুয়ো ছবি পোস্ট করেছে।
হিরণ অনুগামীদের এই দাবি প্রসঙ্গে এদিন সায়নী বলেন, "তৃণমূল কংগ্রেসের এত টাকা নেই যে, ছবি বিকৃত করবে। আমাদের দরজা খুলবে কি খুলবে না, সেটা আমাদের সিদ্ধান্ত। আমাদের টিম রেডি। বাকি যাঁরা আসবেন তাঁরা একস্ট্রা খেলোয়াড়।"
অন্যদিকে, তৃণমূলের সাইবার সেলের দায়িত্বে থাকা দেবাংশু ভট্টাচার্যের এ প্রসঙ্গে কটাক্ষ, "নির্বাচন এলে কেন্দ্রীয় এজেন্সির আসার পরিমাণ বারে। যেমন দুর্গাপুজো এলে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র কে শোনা যায়।"
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Dev, Hiran Chatterjee, Sayani Ghosh