সৌগতর 'বোমা' বাক্যে ফের 'বিস্ফোরণ'! তৃণমূলকে নিশানা করে একযোগে আক্রমণে সুকান্ত-সুজন 

Last Updated:

'শীঘ্রই 'দুয়ারে বোমা' প্রকল্প রাজ্যে'- খোঁচা সুকান্তের। সুজন বললেন, ' হাতে হাতে টাকা নেওয়ার পর বোমা তৈরির ফর্মুলাতেও উনি সমান অভিজ্ঞ'। 

সৌগত রায়ের বিস্ফোরক মন্তব্যে রাজ্য তোলপাড়
সৌগত রায়ের বিস্ফোরক মন্তব্যে রাজ্য তোলপাড়
#কলকাতা: 'বাংলায় বিজ্ঞানে অগ্রগতি হয়েছে, কিন্তু বোমায় হয়নি'। তৃণমূল সাংসদ সৌগত রায়ের কার্যত বোমা বিশেষজ্ঞের মত মন্তব্যকে হাতিয়ার করে একজোট বিরোধী শিবির। রবিবার সাংবাদিকদের প্রতিক্রিয়া দিতে গিয়ে তৃণমূল কংগ্রেসের প্রবীণ সাংসদ সৌগত রায় এও বলেন,' রাজ্যের বিভিন্ন জায়গায় বোমা উদ্ধার হলেও এ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। তাঁর প্রশ্ন ও দাবি, পশ্চিমবঙ্গে কী  এর আগে  বোমা পড়তো না? না  বোমা উদ্ধার হত না? সিপিএমের আমলেও হয়েছে, কংগ্রেসের আমলেও বোমা কাণ্ডের ঘটনা ঘটেছে। আমরা ষাটের দশকে যে বোমা দেখেছি, আজও সেই একই বোমা দেখছি। বিজ্ঞানের অগ্রগতি হয়েছে। কিন্তু এ রাজ্যে বোমার কোনও অগ্রগতি হয়নি। তাই এ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই'।
আর সৌগত রায়ের এই মন্তব্যকে নিয়েই শাসক দলের বিরুদ্ধে সুর চড়াতে শুরু করেছে বিরোধী বিজেপি এবং সিপিএম। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার  বললেন,' বর্ষীয়ান সাংসদের থেকে এবার বোমা বানানোর শিক্ষা পাচ্ছে বাংলার মানুষ। আগামী দিনে  তৃণমূল 'দুয়ারে বোমা' প্রকল্প চালু করবে। রাজ্যে প্রায় প্রতিদিনই বোমা পাওয়া যাচ্ছে। গুলি চলছে। যে বোমা-গুলি পঞ্চায়েত ভোট লুঠ করতে ইতিমধ্যেই তার ব্যবহার শুরু করেছে শাসক দল। পঞ্চায়েত ভোটের সময় বিরোধীদের ওপর আক্রমণের জন্যই মজুদ করা হচ্ছে বোমা, বন্দুক'।
advertisement
advertisement
সুকান্ত মজুমদার আরও বলেন, ' তৃণমূল সাংসদদের মুখে কী ভাবে বোমা বানাতে হয় এই শিক্ষা দিয়ে উনি প্রমাণ করলেন রাজ্যের আইন-শৃঙ্খলা বলে কিছু নেই'। সৌগত রায়কে খোঁচা দিয়ে সুকান্তর কথায়,'উনি যেভাবে বোমা বিশেষজ্ঞের মতো মতামত দিলেন তাতে NIA- তে  ওনার চাকরি পাওয়া উচিত'।
advertisement
অন্যদিকে সৌগত রায়ের বোমা মন্তব্য নিয়ে কটাক্ষের সুর শোনা গেল সিপিএম নেতা সুজন চক্রবর্তীর গলাতেও। সুজন চক্রবর্তী বললেন  ,'উনি হাতে হাতে টাকা নিতে অভিজ্ঞ ছিলেন, এতদিন বাংলার মানুষ তাই জানতেন। এবার বোমা তৈরির ফর্মুলাতেও তিনি যে সমান অভিজ্ঞ, এটাও বাংলার মানুষ আজ জানলেন'। তৃণমূল সরকারের আমলে দুর্নীতি-সহ অনেক নতুন নতুন বিষয় বাংলার মানুষ জানতে পারছে বলে সুজন চক্রবর্তীর কটাক্ষের সুরে দাবি, 'যে বোমা নিয়ে তিনি উদ্বেগ নেই বলছেন। প্রতিদিন রাজ্যের বিভিন্ন প্রান্তে সেই বোমাই বিস্ফোরণ হচ্ছে। বোমা বিস্ফোরণে প্রাণহানির মতো ঘটনাও ঘটছে'।
advertisement
ভেঙ্কটেশ্বর লাহিড়ী
বাংলা খবর/ খবর/কলকাতা/
সৌগতর 'বোমা' বাক্যে ফের 'বিস্ফোরণ'! তৃণমূলকে নিশানা করে একযোগে আক্রমণে সুকান্ত-সুজন 
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement