Bengal Saradha Scam Case: সারদা মামলায় নলিনী চিদম্বরমের বিরুদ্ধে চার্জশিট, ইডি-কে কড়া ভর্ৎসনা বিচারকের, কিন্তু কেন?

Last Updated:

পাল্টা বিচারক  বলেন,  ‘‘আমি আজ দেখব না।’’ এমনকি, বিচারকের ইডির আইনজীবীকে আরও প্রশ্ন, ‘‘আপনার অ্যাকশন ভাল মনে হচ্ছে না? আপনাদের উদ্দেশ্য কী? ওঁকে প্রয়োজনে নোটিস দিয়ে ডাকব, তারপর শুনব। কগ্নিজেন্সও তখন নেব।’’

কলকাতা: সারদা মামলায় এবার প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরের স্ত্রী নলিনী চিদম্বরমের বিরুদ্ধে চার্জশিট দাখিল করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, ইডি৷ তবে, চার্জশিট জমা পড়তেই বিচারকের তীব্র ভর্ৎসনার মুখে পড়তে হল ইডি আধিকারিকদের৷ ঠিক কীল বললেন বিচারক?
ইডি-র আইনজীবীকে বিচারক  বলেন, ‘‘প্রায় ১১ বছর পরে চার্জশিট? এতদিন কী করছিলেন? কীভাবে এই স্ক্যাম হল, উনি কীভাবে যুক্ত? উনি বলছেন, ট্যাক্স কাউন্সেল্টেন্সি ফি-বাবদ টাকা নিয়েছেন। তাহলে উনি স্ক্যামের সঙ্গে যুক্ত কীভাবে?’’
এরপরেই বিচারক জানান, ‘‘আজ আমি এটা দেখব  না। এমন একজনের বিরুদ্ধে চার্জাশিট দিয়েছেন যিনি পেশায় সিএ, তাঁর বিরুদ্ধে কীভাবে চার্জশিট? আপনাদের ভূমিকা ঠিক নয়। আমি কোনও এজেন্সির কোনও মুখপাত্র নই।  কগ্নিজেন্স নেব না। প্রয়োজনে নোটিস দিয়ে ডাকব। তথ্য দিয়ে আপনি প্রমাণ করুন।’’
advertisement
advertisement
আরও পড়ুন: সারদা মামলায় এবার পি চিদম্বরমের স্ত্রীয়ের বিরুদ্ধে চার্জশিট! কী করেছিলেন নলিনী? ১০০০ পাতার নথি পড়ল জমা
উত্তরে ইডির আইনজীবী অবশ্য জানান, ‘‘এই মামলার তদন্তে অগ্রগতি হওয়ায় এই চার্জশিট জমা দেওয়া হয়েছে। আপনি একটু দেখুন।’’
পাল্টা বিচারক  বলেন,  ‘‘আমি আজ দেখব না।’’ এমনকি, বিচারকের ইডির আইনজীবীকে আরও প্রশ্ন, ‘‘আপনার অ্যাকশন ভাল মনে হচ্ছে না? আপনাদের উদ্দেশ্য কী? ওঁকে প্রয়োজনে নোটিস দিয়ে ডাকব, তারপর শুনব। কগ্নিজেন্সও তখন নেব।’’
advertisement
অভিযোগ, সারদা মামলার মূল অভিযুক্ত সুদীপ্ত সেনের কাছ থেকে প্রায় দেড় কোটি টাকা নিয়েছিলেন নলিনী চিদম্বরম৷ যদিও গোয়েন্দাদের কাছে নলিনী দাবি করেছেন, ওই টাকা তিনি আইনজীবী হিসাবে পরামর্শ দিয়ে কনসালটেন্সি ফি হিসাবে নিয়েছিলেন৷ কিন্তু, সূত্রের খবর, সেই সংক্রান্ত কোনও নথি তিনি দেখাতে পারেননি গোয়েন্দাদের৷
আরও পড়ুন: দুই বিধায়কের শপথগ্রহণকে ‘অসাংবিধানিক’ বলে তোপ! এবার আরও বড় পদক্ষেপ করতে চলেছেন রাজ্যপাল
নলিনী ওই অর্থ সুদীপ্তের কাছ থেকে নিয়েছিলেন ২০১১-১২ সালে। সেই সময় তাঁর স্বামী চিদম্বরম ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ফলে তদন্তকারীদের ধারণা, ওই দেড় কোটি টাকা ‘প্রোটেকশন মানি’ হিসাবেই তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরমের স্ত্রী নলিনী চিদম্বরমকে দিয়েছিলেন সুদীপ্ত সেন৷
advertisement
এই মামলায় এর আগেও নলিনীকে তলব করেছিল ইডি৷ তাঁর সম্পত্তিও এর আগে বাজেয়াপ্ত করা হয়েছিল৷ বর্তমানে তাঁর বিরুদ্ধে ৬৫ পাতার চার্জশিট জমা দিয়েছে ইডি৷ এটি এই মামলার তৃতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট৷ চার্জশিটের পাশাপাশি ১০০০ পাতার তথ্যপ্রমাণের নথিও ইডি জমা দেওয়া হয়েছে বলে সূত্রের খবর৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Bengal Saradha Scam Case: সারদা মামলায় নলিনী চিদম্বরমের বিরুদ্ধে চার্জশিট, ইডি-কে কড়া ভর্ৎসনা বিচারকের, কিন্তু কেন?
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement