Bengal Saradha Scam Case: সারদা মামলায় এবার পি চিদম্বরমের স্ত্রীয়ের বিরুদ্ধে চার্জশিট! কী করেছিলেন নলিনী? ১০০০ পাতার নথি পড়ল জমা

Last Updated:

এই মামলায় এর আগেও নলিনীকে তলব করেছিল ইডি৷ তাঁর সম্পত্তিও এর আগে বাজেয়াপ্ত করা হয়েছিল৷ বর্তমানে তাঁর বিরুদ্ধে ৬৫ পাতার চার্জশিট আনতে চলেছে ইডি৷ এটি এই মামলার তৃতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট৷ চার্জশিটের পাশাপাশি ১০০০ পাতার তথ্যপ্রমাণের নথিও ইডি জমা দিতে চলেছে বলে সূত্রের খবর৷

কলকাতা: আবারও আলোচনায় সারদা মামলা৷ আর সূত্রের খবর, এবার সারদা মামলায় অভিযুক্ত হিসাবে প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরমের স্ত্রী নলিনী চিদম্বরমের বিরুদ্ধে চার্জশিট জমা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)৷
অভিযোগ, সারদা মামলার মূল অভিযুক্ত সুদীপ্ত সেনের কাছ থেকে প্রায় দেড় কোটি টাকা নিয়েছিলেন নলিনী চিদম্বরম৷ যদিও গোয়েন্দাদের কাছে নলিনী দাবি করেছেন, ওই টাকা তিনি আইনজীবী হিসাবে পরামর্শ দিয়ে কনসালটেন্সি ফি হিসাবে নিয়েছিলেন৷ কিন্তু, সূত্রের খবর, সেই সংক্রান্ত কোনও নথি তিনি দেখাতে পারেননি গোয়েন্দাদের৷
আরও পড়ুন: বিধানসভার স্পিকার বিমানই শপথবাক্য পাঠ করালেন নতুন দুই বিধায়ককে, কোন নিয়মে সম্ভব হল?
নলিনী ওই অর্থ সুদীপ্তের কাছ থেকে নিয়েছিলেন ২০১১-১২ সালে। সেই সময় তাঁর স্বামী চিদম্বরম ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ফলে তদন্তকারীদের ধারণা, ওই দেড় কোটি টাকা ‘প্রোটেকশন মানি’ হিসাবেই তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরমের স্ত্রী নলিনী চিদম্বরমকে দিয়েছিলেন সুদীপ্ত সেন৷
advertisement
advertisement
এই মামলায় এর আগেও নলিনীকে তলব করেছিল ইডি৷ তাঁর সম্পত্তিও এর আগে বাজেয়াপ্ত করা হয়েছিল৷ বর্তমানে তাঁর বিরুদ্ধে ৬৫ পাতার চার্জশিট জমা দিয়েছে ইডি৷ এটি এই মামলার তৃতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট৷ চার্জশিটের পাশাপাশি ১০০০ পাতার তথ্যপ্রমাণের নথিও ইডি জমা দেওয়া হয়েছে বলে সূত্রের খবর৷
advertisement
এর আগে এই মামলায় ৩৪ জন অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট পেশ করা হয়েছে। ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদও করা হয়েছে অনেককে। তবে নলিনীকে দু’বার তলব করা হলেও তিনি হাজিরা দেননি৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Bengal Saradha Scam Case: সারদা মামলায় এবার পি চিদম্বরমের স্ত্রীয়ের বিরুদ্ধে চার্জশিট! কী করেছিলেন নলিনী? ১০০০ পাতার নথি পড়ল জমা
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement