Sandhya Mukherjee Last Rite: বেলা ১২টা থেকে রবীন্দ্রসদনে থাকবে সন্ধ্যা মুখোপাধ্যায়ের দেহ, আজই ফিরছেন মুখ্যমন্ত্রী

Last Updated:

Sandhya Mukherjee: বেলা ১১টায় দেহ নিয়ে গীতশ্রীর দেহ বার করা হবে পিস হেভেন থেকে, এরপর ১২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত রবীন্দ্র সদনে রাখা হবে গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের পার্থিব দেহ।

সন্ধ্যা মুখোপাধ্যায়ের শেষযাত্রা
সন্ধ্যা মুখোপাধ্যায়ের শেষযাত্রা
#কলকাতা: মঙ্গলবার বাংলার সংগীত জগত হারাল বাংলা গানের এক আপাদমস্তক 'নস্ট্যালজিয়া'কে। চলে গেলেন গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় (Sandhya Mukherjee)। করোনা আক্রান্ত হয়ে গত ২৭ জানুয়ারি ভর্তি হয়েছিলেন বাইপাস লাগোয়া এক বেসরকারি হাসপাতালে। করোনা জয়ীও হয়েছিলেন। একটু একটু করে সুস্থতার দিকে এগোচ্ছিলেন ৯০ বছর বয়সি প্রবীণ কিংবদন্তি শিল্পী। মঙ্গলবার আচমকাই শরীরিক পরিস্থিতির অবনতি ঘটে তাঁর। কয়েকঘন্টার মধ্যেই সব শেষ। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল ‘বাংলা গানের ইন্দ্রধনুর' (Sandhya Mukherjee Last Rite)।
মঙ্গলবার রাতে পিস হেভেনে শায়িত রাখা হয় সন্ধ্যা মুখোপাধ্যায়ের (Sandhya Mukherjee) মরদেহ। আজ, বুধবার বেলা ১১টায় দেহ নিয়ে গীতশ্রীর দেহ বার করা হবে পিস হেভেন থেকে, এরপর ১২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত রবীন্দ্র সদনে রাখা হবে গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের পার্থিব দেহ (Sandhya Mukherjee Last Rite)।
advertisement
advertisement
সন্ধ্যা মুখোপাধ্যায়কে (Sandhya Mukherjee) বরাবর নিজের দিদির চোখে দেখতেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নিয়মিত খোঁজ খবর নিয়েছেন অসুস্থ গায়িকার, সন্ধ্যা মুখোপাধ্যায়ের চলে যাওয়াটা ‘ব্যক্তিগত ক্ষতি’ হিসেবেই দেখেছেন মমতা বন্দ্যোপধ্যায়। ট্যুইটারে শোকপ্রকাশ করে মুখ্যমন্ত্রী লেখেন, 'বাংলায় সুরের রানি সন্ধ্যা মুখোপাধ্যায়ের (Sandhya Mukherjee Last Rite) প্রয়াণে গভীরভাবে শোকাহত। তাঁর প্রয়াণে আমাদের সংগীতের জগত, লাখ-লাখ অনুরাগীদের হৃদয়ে চিরন্তন শূন্যতা তৈরি হল। আমি (Mamata Banerjee) তাঁকে দিদি হিসেবে দেখতাম। তাঁর প্রয়াণে আমার বড়সড় ব্যক্তিগত ক্ষতি। সাহিত্য অ্যাকাডেমির হৃদয় ছিলেন তিনি। আমরা তাঁকে বঙ্গবিভূষণ (২০১১ সাল), সংগীত মহাসম্মানের (২০১২ সাল) মতো পুরস্কারে ভূষিত করেছিলাম।'
advertisement
গায়িকার শেষকৃত্যে হাজির থাকতে তাঁর চারদিনের উত্তরবঙ্গ সফর কাঁটছাঁট করে কলকাতায় ফিরছেন মুখ্যমন্ত্রী। তাঁর বৃহস্পতিবার ফেরার কথা ছিল কলকাতায়। মুখ্যমন্ত্রী মঙ্গলবার রাতেই জানিয়েছেন, পূর্ণ মর্যাদায় কেওড়াতলা মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন হবে গীতশ্রীর।
বাংলা খবর/ খবর/কলকাতা/
Sandhya Mukherjee Last Rite: বেলা ১২টা থেকে রবীন্দ্রসদনে থাকবে সন্ধ্যা মুখোপাধ্যায়ের দেহ, আজই ফিরছেন মুখ্যমন্ত্রী
Next Article
advertisement
West Bengal Weather Update: ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, উত্তরেও দুর্যোগ ! উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, উত্তরেও দুর্যোগ! উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
  • ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

  • দুর্যোগ চলবে উত্তরবঙ্গেও

  • উইকেন্ডে গিয়ে আবহাওয়ার উন্নতি

VIEW MORE
advertisement
advertisement