Sandhya Mukhopadhyay Passes Away|| যুগের অবসান! প্রয়াত গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
Sandhya Mukhopadhyay passes away: প্রয়াত হলেন গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। মঙ্গলবার সন্ধ্যা ৭:৩০ মিনিট নাগাদ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় বর্ষীয়ান সঙ্গীতশিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়ের।
#কলকাতা: প্রয়াত গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯০ বছর। মঙ্গলবার সন্ধ্যা ৭:৩০ মিনিট নাগাদ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় বর্ষীয়ান এই সঙ্গীতশিল্পীর। এ দিন ট্যুইট করে শিল্পীর মৃত্যুর খবর জানান তৃণমূল সাংসদ শান্তনু সেন (Santanu Sen)।
জানুয়ারির শেষ দিকে অসুস্থ হয়ে পড়েন সন্ধ্যা মুখোপাধ্যায়। প্রথমে এসএসকেএম হাসপাতলে (SSKM Hospital) ভর্তি করা হয়। পরে করোনা রিপোর্ট পজেটিভ এলে এসএসকেএম হাসপাতাল থেকে বাইপাসের বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই তারপর থেকে চিকিৎসাধীন ছিলেন তিনি। হাসপাতাল সূত্রে জানা যায়, ফুসফুসে সংক্রমণ হয়েছিল তাঁর। এরপর আজ সন্ধ্যা ৭:৩০ মিনিট নাগাদ হৃদরোগে আক্রান্ত হন।
advertisement
Deeply mourned by the sad demise of the legendary figure of the arena of music #sandhyamukherjee .
May her soul rest in peace. Would have been better,had she not been insulted by @BJP4India Govt at her fag end of life. She will live in our heart forever. — DR SANTANU SEN (@SantanuSenMP) February 15, 2022
advertisement
advertisement
সূত্রের খবর, আজ শিল্পীর দেহ সম্ভবত পিস হেভেন বা পিস ওর্য়াল্ড রাখা হতে পারে। আগামিকাল দুপুর থেকে রবীন্দ্রসদনে শায়িত থাকবে দেহ। সেখানে শ্রদ্ধাজ্ঞাপনের পরে শেষকৃত্য যথাযথ মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হবে।
ধীরে ধীরে উঠছিলেন বর্ষীয়ান সঙ্গীত শিল্পী। তবে আজ মঙ্গলবার ফের অবস্থার অবনতি হতে শুরু করে। এ দিন হাসপাতালের তরফে মেডিক্যাল বুলেটিনে জানানো হয় সন্ধ্যা মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থা সংকটজনক। কমে গিয়েছে ব্লাড প্রেসার। পেটের যন্ত্রণাও হচ্ছিল।ফলে কোনও ঝুঁকি না নিয়ে ফের ICU-তে নিয়ে যাওয়া হয় 'গীতশ্রী'কে, রাখা হয় ভেসোপ্রেসার সাপোর্টে। কিন্তু চিকিৎসকদের সব চেষ্টার পরেও আর সাড়া দেননি তিনি।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 15, 2022 8:02 PM IST