রেড রোডে সেনা অফিসারের খুনের মামলায় অব্যাহতি, ক্ষতিপূরণ দিলেই জেলমুক্তি সাম্বিয়ার
Last Updated:
#কলকাতা: ক্ষতিপূরণ দিলেই জেলমুক্তি সাম্বিয়ার। রেড রোডে সেনা অফিসারের খুনের মামলায় অব্যাহতি সাম্বিয়ার। বেপরোয়া গাড়ি চালানোয় শুধুমাত্র দোষী সাম্বিয়া। এই ধারায় সর্বোচ্চ সাজা ২ বছরের জেল।
ইতিমধ্যেই ২ বছর জেলে থেকেছে সাম্বিয়া। সেই কারণে আজই সাম্বিয়ার জেল মুক্তির সম্ভাবনা। মৃতের পরিবারকে ১ লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ ব্যাঙ্কশাল আদালতের। ২০১৬ সালে প্রজাতন্ত্র দিবসের মহড়ায় সাম্বিয়ার গাড়ির ধাক্কা মৃত্যু হয় বায়ুসেনা জওয়ানের।
advertisement
advertisement
রেড রোডে সেনার কুচকাওয়াজ চলাকালীন বায়ু সেনার এক কর্মীকে একটি সাদা অডি গাড়ি পিষে দিয়ে চলে যায় ৷ অভিযোগ, ওই গাড়িটি চালাচ্ছিলেন সাম্বিয়া ৷ ঘটনার পরই গা ঢাকা দেন সাম্বিয়া ৷ পরে বেকবাগান থেকে তাকে গ্রেফতার করে পুলিশ ৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 30, 2019 2:34 PM IST