Saayoni Ghosh 21 July TMC Shahid Diwas: ইডি-র ডাক গুরুত্বহীন, একুশের মঞ্চে এক সিদ্ধান্তে স্পষ্ট, সায়নীর পাশেই মমতা-অভিষেক
- Published by:Raima Chakraborty
- news18 bangla
- Written by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
Saayoni Ghosh 21 July TMC Shahid Diwas: শুক্রবার একুশের মঞ্চেও স্বমহিমায় দেখা গেল অভিনেত্রী-যুবনেত্রী সায়নী ঘোষকে।
কলকাতা: ২১ জুলাই তৃণমূল কংগ্রেসের শহিদ দিবসের মঞ্চে যুবনেত্রী সায়নী ঘোষকে কি দেখা যাবে? শহিদ দিবস যতই কাছে আসছিল, ততই জোরালো হচ্ছিল এই প্রশ্ন। তবে বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সভাস্থলের প্রস্তুতি ঘুরে দেখার পরই প্রশ্নের জবাব মিলেছিল। শুক্রবার ফের মঞ্চেও স্বমহিমায় দেখা গেল অভিনেত্রী-যুবনেত্রী সায়নী ঘোষকে।
বক্তব্যের শুরুতেই জয় বাংলা ধ্বনিতে জনগণকে উজ্জীবিত করেন সায়নী। তারপরেই আক্রমণের ঝাঁঝ বাড়িয়ে কটাক্ষ করেন বিজেপিকে। বললেন, ‘আজ ২০২৩-এর ২১-এ জুলাই দেশ বাঁচানোর লড়াই। যাঁদের বিরুদ্ধে আমাদের লড়াই তাঁরা ভক্ষক। যাঁরা মুখে বলে অখণ্ড ভারত কিন্তু অন্যদিকে বাংলাকে ভাঙার চক্রান্ত করছে।’
আরও পড়ুন: আচমকাই সিবিআইয়ের দুর্নীতি দমন ব্রাঞ্চের প্রধানের বদলি, কলকাতায় দায়িত্বে কোন অফিসার?
নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূলের যুব সভানেত্রী সায়নী ঘোষ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার র্যাডারে রয়েছেন। তাঁকে ইতিমধ্যেই একবার তলব করে জিজ্ঞাসাবাদ করেছে ইডি। দ্বিতীয় তলবে তিনি অবশ্য সাড়া দেননি। পঞ্চায়েত ভোটের কাজে ব্যস্ত বলে সেই তলব এড়িয়েছিলেন সায়নী। এখন ভোট মিটেছে, তৃণমূল বিপুল ভাবে জিতেছে। তারপরেই এল ২১ জুলাই।
advertisement
advertisement
ইডি তলবের অস্বস্তির মাঝেই দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বৃহস্পতিবার দেখা গিয়েছিল তাঁকে। নিয়োগ দুর্নীতিতে নাম জড়ানোর পরও দলের শীর্ষ নেতৃত্বের এত কাছে থাকা সায়নীকে নিয়ে আরও বেশি চর্চা হয়েছে নানা মহলে। একুশের মঞ্চেও ফের মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতেই যুবনেত্রীকে দেখা গেল স্বমেজাজে ভাষণরত। এবং দলও যে সায়নীর পাশে রয়েছে সে বার্তাও পৌঁছে গেল রাজ্য-রাজনীতির কাছে।
advertisement
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 21, 2023 1:48 PM IST