CBI Officer Transfer: আচমকাই সিবিআইয়ের দুর্নীতি দমন ব্রাঞ্চের প্রধানের বদলি, কলকাতায় দায়িত্বে কোন অফিসার?
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
CBI Officer Transfer: সূত্রের খবর, নতুন অফিসারকে কলকাতার নিজাম প্যালেসে গিয়ে দ্রুত দায়িত্ব বুঝে নিতে বলা হয়েছে।
কলকাতা: শিক্ষক নিয়োগে দুর্নীতি, কয়লা পাচার, গরু পাচারের মতো একাধিক মামলায় তদন্ত চালাচ্ছে সিবিআই। এমন পরিস্থিতিতে দুর্নীতি দমন শাখার প্রধান তথা জয়েন্ট ডিরেক্টর বেণুগোপালকে বদলি করা হয়েছে বলে খবর। কলকাতা থেকে সরিয়ে কোথায় পাঠানো হল তাঁকে?
সূত্রের খবর, হায়দরাবাদে গিয়েছেন বেণুগোপাল, তাঁর জায়গায় এসেছেন মহারাষ্ট্র ক্যাডারের অফিসার রাজেশ প্রধান। নতুন অফিসারকে কলকাতার নিজাম প্যালেসে গিয়ে দ্রুত দায়িত্ব বুঝে নিতে বলা হয়েছে। সেখান থেকেই রাজ্যের নিয়োগ দুর্নীতি, গরু পাচার, কয়লা পাচার, পুরসভার নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত চলছে।
আরও পড়ুন: ২১ জুলাই বড় কোনও চমক দেবেন অনুব্রত? তিহাড়ে গুঞ্জন, কেষ্টর কামব্যাক কবে!
কিন্তু আচমকা কেন বেণুগোপালকে সরিয়ে নতুন অফিসারকে নিয়োগ করা হল? সূত্রের খবর, দুর্নীতি তদন্তের অগ্রগতি যে একেবারেই সন্তোষজনক নয় তা নিয়ে বার বার প্রশ্ন তুলেছে আদালত। কয়েকদিন আগে পুরসভার দুর্নীতি মামলার শুনানি চলাকালীন তখনও বিচারপতি ক্ষোভপ্রকাশ করে জানান, তদন্তের কোনও রকম অগ্রগতি নেই।
advertisement
advertisement
তার পরই দিল্লি থেকে একটি রিপোর্ট আসে বলে সিবিআই সূত্রে খবর। সেখানে বেশ কয়েকটি বিষয় জানতে চাওয়া হয়েছিল। তার পরই এই সিদ্ধান্ত সিবিআইয়ের। যা শোনা যাচ্ছে, তাতে দু’একদিনের মধ্য়েই চার্জ বুঝে নিতে পারেন রাজেশ প্রধান। নতুন অফিসার এলে কি তদন্তে গতি আসবে? আপাতত সেদিকেই তাকিয়ে গোটা রাজ্য-রাজনীতি।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 21, 2023 10:34 AM IST