CBI Officer Transfer: আচমকাই সিবিআইয়ের দুর্নীতি দমন ব্রাঞ্চের প্রধানের বদলি, কলকাতায় দায়িত্বে কোন অফিসার?

Last Updated:

CBI Officer Transfer: সূত্রের খবর, নতুন অফিসারকে কলকাতার নিজাম প্যালেসে গিয়ে দ্রুত দায়িত্ব বুঝে নিতে বলা হয়েছে।

সিবিআই অফিসার (প্রতীকী ছবি)
সিবিআই অফিসার (প্রতীকী ছবি)
কলকাতা: শিক্ষক নিয়োগে দুর্নীতি, কয়লা পাচার, গরু পাচারের মতো একাধিক মামলায় তদন্ত চালাচ্ছে সিবিআই। এমন পরিস্থিতিতে দুর্নীতি দমন শাখার প্রধান তথা জয়েন্ট ডিরেক্টর বেণুগোপালকে বদলি করা হয়েছে বলে খবর। কলকাতা থেকে সরিয়ে কোথায় পাঠানো হল তাঁকে?
সূত্রের খবর, হায়দরাবাদে গিয়েছেন বেণুগোপাল, তাঁর জায়গায় এসেছেন মহারাষ্ট্র ক্যাডারের অফিসার রাজেশ প্রধান। নতুন অফিসারকে কলকাতার নিজাম প্যালেসে গিয়ে দ্রুত দায়িত্ব বুঝে নিতে বলা হয়েছে। সেখান থেকেই রাজ্যের নিয়োগ দুর্নীতি, গরু পাচার, কয়লা পাচার, পুরসভার নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত চলছে।
আরও পড়ুন: ২১ জুলাই বড় কোনও চমক দেবেন অনুব্রত? তিহাড়ে গুঞ্জন, কেষ্টর কামব্যাক কবে!
কিন্তু আচমকা কেন বেণুগোপালকে সরিয়ে নতুন অফিসারকে নিয়োগ করা হল? সূত্রের খবর, দুর্নীতি তদন্তের অগ্রগতি যে একেবারেই সন্তোষজনক নয় তা নিয়ে বার বার প্রশ্ন তুলেছে আদালত। কয়েকদিন আগে পুরসভার দুর্নীতি মামলার শুনানি চলাকালীন তখনও বিচারপতি ক্ষোভপ্রকাশ করে জানান, তদন্তের কোনও রকম অগ্রগতি নেই।
advertisement
advertisement
তার পরই দিল্লি থেকে একটি রিপোর্ট আসে বলে সিবিআই সূত্রে খবর। সেখানে বেশ কয়েকটি বিষয় জানতে চাওয়া হয়েছিল। তার পরই এই সিদ্ধান্ত সিবিআইয়ের। যা শোনা যাচ্ছে, তাতে দু’একদিনের মধ্য়েই চার্জ বুঝে নিতে পারেন রাজেশ প্রধান। নতুন অফিসার এলে কি তদন্তে গতি আসবে? আপাতত সেদিকেই তাকিয়ে গোটা রাজ্য-রাজনীতি।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
CBI Officer Transfer: আচমকাই সিবিআইয়ের দুর্নীতি দমন ব্রাঞ্চের প্রধানের বদলি, কলকাতায় দায়িত্বে কোন অফিসার?
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement