RG Kar Protest: আরজি করে ‘থ্রেট কালচার’ অভিযোগ! সেই ৫১ জন জুনিয়ার চিকিৎসককে তলব কর্তৃপক্ষের
- Published by:Salmali Das
- news18 bangla
- Reported by:ARNAB HAZRA
Last Updated:
RG Kar Protest: আরজি কর হাসপাতালের ৫১ জন ছাত্রছাত্রীকে হাসপাতালে প্রবেশ এবং কলেজের কোনরকম কার্যকলাপে অংশগ্রহণ করায় নিষেধাজ্ঞা। নিষেধাজ্ঞা জারি করল আরজি কর কর্তৃপক্ষ।
কলকাতাঃ আরজি কর হাসপাতালের ৫১ জন ছাত্রছাত্রীকে হাসপাতালে প্রবেশ এবং কলেজের কোনরকম কার্যকলাপে অংশগ্রহণ করায় নিষেধাজ্ঞা। নিষেধাজ্ঞা জারি করল আরজি কর কর্তৃপক্ষ। এদের বিরুদ্ধে আর জি কর হাসপাতালে গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করা বিভিন্ন হুমকির অভিযোগ ওঠায় এই সিদ্ধান্ত।
আরও পড়ুনঃ নিরাপত্তার ঘেরাটোপে আরজি কর! কী হবে আজ বিকেল ৫টায়? কাজে ফিরবেন কি জুনিয়ার ডাক্তাররা? তাকিয়ে গোটা দেশ
ক্যাম্পাসে ভয়ের পরিবেশ তৈরি, পরীক্ষায় ছাত্রছাত্রীদের ফেল করানো, আর্থিক অনিয়ম, বিভাগীয় প্রধানদের হুমকি দেওয়ার অভিযোগ তাঁদের বিরুদ্ধে। শুধু তাই নয়, আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ হিসাবেও নাম উঠে এসেছে ৫১ জন চিকিৎসকের বিরুদ্ধে। অভিযোগ আরজি করের আন্দোলনকারীদের একাংশের। আরজিকরের অভিযুক্ত ৫১ জন অভিযুক্তকে তদন্তের আওতায় আনা হলো। আরজি কর হাসপতালে/কলেজ ক্যাম্পাস/ইনস্টিউশান ক্যাম্পাস প্রবেশে রেস্ট্রিকশন করা হলো।যাদের বিরুদ্ধে অনেকের অভিযোগ ছিল। ২০০-৩০০ জন স্টুডেন্টের স্বাক্ষর করা অভিযোগ জমা পড়েছে।
advertisement
advertisement
আন্দোলনকারীদের দাবি, এই ৫১ জন সন্দীপ ঘোষের হয়ে আরজি করে থ্রেট কালচার তৈরি করেছিলেন। দাবির প্রেক্ষিতে ৫১ জনকে বুধবার তদন্ত কমিটির সামনে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আগামীকাল, বুধবার কলেজের তদন্তকারী কমিটির সামনে এদের প্রত্যেককে হাজির হওয়ার নির্দেশ। এদের মধ্যে পিজিটি, হাউস স্টাফ, ইন্টার্ন, এমবিবিএস এর ছাত্রছাত্রীরা ও রয়েছে। এরা প্রত্যেকেই উত্তরবঙ্গ লবি এবং রবি কল্যাণ সমিতির চেয়ারম্যান সুদীপ্ত রায়ের ঘনিষ্ঠ।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 10, 2024 12:07 PM IST