'একা সঞ্জয়ের ফাঁসি দিলেই হবে না!' RG Kar কাণ্ডে পুনর্বিচারের দাবি নির্যাতিতার বাবা-মায়ের! কী বললেন তাঁরা?

Last Updated:

অভয়ার খুনের ঘটনায় রি-ট্রায়ালের দাবি জানিয়েছে তার পরিবার। মামলার পরবর্তী শুনানি ৫ ফেব্রুয়ারি কলকাতা হাইকোর্টে। অভয়ার মা-বাবা ও আইনজীবী তদন্তে অসন্তুষ্ট।

আরজিকরের ঘটনায় রি-ট্রায়ালের দাবি নির্যাতিতার পরিবারের। ঘটনার তদন্তে চরম অখুশি খুন হওয়া তরুণী ডাক্তারের মা ও বাবা। মামলার পরবর্তী পদক্ষেপ আলোচনার জন্য রবিবার সকালে মালদহে আইনজীবীর বাড়িতে আলোচনার জন্য আসেন তাঁরা। আগামী ৫ ফেব্রুয়ারি কলকাতা হাইকোর্টে আরজিকর মামলার পরবর্তী শুনানি। ঐদিন রি-ট্রায়ালের জোরালো দাবি করা হবে। জানিয়েছেন পরিবারের আইনজীবী।
আরজিকরের ঘটনায় রি-ট্রায়ালের দাবি নির্যাতিতার পরিবারের। ঘটনার তদন্তে চরম অখুশি খুন হওয়া তরুণী ডাক্তারের মা ও বাবা। মামলার পরবর্তী পদক্ষেপ আলোচনার জন্য রবিবার সকালে মালদহে আইনজীবীর বাড়িতে আলোচনার জন্য আসেন তাঁরা। আগামী ৫ ফেব্রুয়ারি কলকাতা হাইকোর্টে আরজিকর মামলার পরবর্তী শুনানি। ঐদিন রি-ট্রায়ালের জোরালো দাবি করা হবে। জানিয়েছেন পরিবারের আইনজীবী।
লিপেশ লালা, মালদহ: আরজিকরের ঘটনায় রি-ট্রায়ালের দাবি নির্যাতিতার পরিবারের। ঘটনার তদন্তে চরম অখুশি খুন হওয়া তরুণী ডাক্তারের মা ও বাবা। মামলার পরবর্তী পদক্ষেপ আলোচনার জন্য রবিবার সকালে মালদহে আইনজীবীর বাড়িতে আলোচনার জন্য আসেন তাঁরা। আগামী ৫ ফেব্রুয়ারি কলকাতা হাইকোর্টে আরজিকর মামলার পরবর্তী শুনানি। ঐদিন রি-ট্রায়ালের জোরালো দাবি করা হবে। জানিয়েছেন পরিবারের আইনজীবী।
advertisement
এদিকে এদিন মালদহে এসে অভয়ার মা বলেন, আমার মেয়ে পরিকল্পিত খুনের শিকার। এজন্য হাসপাতাল কর্তৃপক্ষই দায়ী। সঞ্জয় রায় একা বাইরে থেকে এসে এই ঘটনা ঘটিয়ে গেল আর ভেতরের কেউ কিছুই জানতে পারল না! একথা মানা সম্ভব নয়। চেস্ট মেডিসিন বিভাগের অনেকে ঘটনার সম্পর্কে যুক্ত। তদন্ত নিয়ে ছিনিমিনি খেলছে পুলিশ ও সি বি আই। আমাদের বোঝানোর চেষ্টা হচ্ছে। আমরা চাই আসল অপরাধীরা সামনে আসুক এবং সকলের সাজা হোক। মন্তব্য অভয়ার মার।
advertisement
এদিন অভয়ার বাবা বলেন, “একা সঞ্জয়ের ফাঁসি দিয়ে সমস্যার সমাধান হবে না। আরও যারা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত, তারা সকলেই তদন্তের আওতায় আসুক। শিয়ালদহ কোটের রায়ে স্পষ্ট এই ঘটনার সঙ্গে আরও অনেকে যুক্ত। এই বিষয়টি আড়াল করা হচ্ছে। আমার মেয়ে সরকারি কর্মচারী। কর্মরত অবস্থায় মানুষের সেবা করতে গিয়ে ধর্ষণ ও খুনের শিকার হয়েছে। তাই রাজ্য সরকার এর দায় এড়াতে পারে না।”
advertisement
তিনি আরও বলেন, “আমি কেন পদত্যাগ দাবি করেছি তা নিয়ে আমাকে শাসকদলের তরফ থেকে আক্রমণ করা হচ্ছে। কিন্তু, আমি কেন দাবি করেছি তার কারণ রায়ের মধ্যেই স্পষ্ট। একজনকে দোষী করে বাকিদের আড়াল করার চেষ্টা হচ্ছে। সরকারই এটা করছে।”
advertisement
সঞ্জয়ের ফাঁসির দাবিতে রাজ্য সরকারের তড়িঘড়ি উচ্চআদালতে যাওয়ার বিষয়টি নিয়েও প্রশ্ন তুলেছেন অভয়ার বাবা। সিবিআইও ফাঁসির দাবিতে উচ্চ আদালতে গিয়েছে। আর সঞ্জয় শাস্তি মুকুবের দাবি করেছে। এই সবই খেলা চলছে। আমরা এই খেলায় নেই। আমরা চাই বাকি যারা যুক্ত তারা সামনে আসুক। কিন্তু, রাজ্য তা চাইছে না, এই কারণেই রাজ্যের প্রধানের পদত্যাগ চেয়েছি। শিয়ালদা কোটের বিচারককে আমরা ধন্যবাদ জানিয়েছি বললেন অভয়ার বাবা।
advertisement
অন্যদিকে অভয়ার পরিবারের আইনজীবী তড়িৎ ওঝা এদিন বলেন, “এই মামলায় পরবর্তীতে আমাদের কৌশল কি হবে তা নিয়ে পরিবারের সঙ্গে কথা হয়েছে। আগামী পাঁচ তারিখ কলকাতা হাইকোর্টের মামলার শুনানি রয়েছে। আমরা রি- ট্রায়াল চাইছি। আমাদের যুক্তি হল, আরজি করে একাধিক দুর্নীতির ঘটনা রয়েছে। সিবিআই এবং ইডির তদন্তেও তা স্পষ্ট। দুর্নীতির প্রতিবাদের স্বীকার হতে হয়েছে অভয়াকে। আরজি করে দুর্নীতির মধ্যেই লুকিয়ে আছে অভয়ার খুনের মোটিভ। রি- ট্রায়ালের আদেশ পেলে কেউ ছাড় পাবে না।”
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
'একা সঞ্জয়ের ফাঁসি দিলেই হবে না!' RG Kar কাণ্ডে পুনর্বিচারের দাবি নির্যাতিতার বাবা-মায়ের! কী বললেন তাঁরা?
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement