সরস্বতী পুজোয় কেন 'ইলিশ' খাওয়া হয় জানেন? এই ছোট্ট 'সত্যিটা' আপনাকে চমকে দেবে...! না জানলে পিছিয়ে পড়বেন
- Published by:Tias Banerjee
- news18 bangla
Last Updated:
সরস্বতী পুজো ২০২৫: ২ ফেব্রুয়ারি উদযাপিত হবে। শিক্ষার্থীরা অধীর আগ্রহে অপেক্ষা করে। হলুদ রঙের পোশাক ও ফুল নিবেদন করা হয়। পূর্ববঙ্গের বাঙালিরা জোড়া ইলিশ খাওয়ার প্রথা পালন করেন, কিন্তু কেন?
advertisement
advertisement
advertisement
advertisement
সরস্বতী পুজো ২০২৫: বসন্ত পঞ্চমী তিথি ও হলুদ রঙের মধ্যে বিশেষ সম্পর্ক রয়েছে। এদিন পূজার সময় মা সরস্বতীর চরণে হলুদ ফুল নিবেদন করা হয়। এমনকি এই দিনে হলুদ রঙের পোশাক পরারও বিশেষ তাৎপর্য রয়েছে। দেবীর বাৎসরিক পূজার তিথিটি নির্দিষ্ট হয়েছে বসন্তকালের পঞ্চমীতে। বসন্তের আগমনে প্রকৃতি পুষ্পে, শস্যে সমৃদ্ধ হয়, যার অনেকাংশ জুড়ে থাকে হলুদ রং। সেই জন্যই হলুদ রংকে বসন্ত ঋতুর সাদৃশ্যে বাসন্তী বলে অভিহিত করা হয়ে থাকে। দেবীর পূজার এই তিথিমাহাত্ম্য স্মরণে রেখেও বাসন্তী রঙের পোশাক পরা হয় সরস্বতীর আরাধনায়।
advertisement
advertisement
সরস্বতী পুজো ২০২৫: তবে সরস্বতী পুজোর সঙ্গে মাছের কোনও প্রত্যক্ষ সম্পর্ক নেই। পূর্ববঙ্গের বাঙালিদের মধ্যে এটি মূলত ইলিশ খাওয়ার মৌসুম শুরুর এক ধরনের প্রতীকী প্রচলন। পরিবারের পুরুষ সদস্যরা এক জোড়া ইলিশ মাছ কিনে আনেন, আর গৃহিণীরা হলুদ বাটা, সর্ষের তেল, সিঁদুর ইত্যাদি দিয়ে সেই মাছকে স্বাগত জানান। মা সরস্বতীর প্রসাদ নিবেদন করার পর পরিবারের সবাই মিলে ইলিশ খায়।
advertisement
advertisement
advertisement