কলকাতা: নিয়োগ দুর্নীতির তদন্তের মাঝেই এবার রাজ্যের গ্রামাঞ্চলের কলেজগুলিতে অধ্যক্ষ নিয়োগের তৎপরতা শুরু করল কলেজ সার্ভিস কমিশন। কলেজ সার্ভিস কমিশন সূত্রে খবর, পঞ্চায়েত নির্বাচনের আগেই রাজ্যজুড়ে ১০০টির ও বেশি কলেজে অধ্যক্ষ নিয়োগের মেধা তালিকা প্রকাশ করতে চলেছে তারা।
রাজ্যজুড়ে ১০০ টির বেশি কলেজে অধ্যক্ষ নিয়োগের জন্য শূন্যপদ পড়ে রয়েছে। দীর্ঘদিন ধরেই এই শূন্যপদ রয়েছে বলে কমিশন সূত্রে খবর। গত সপ্তাহ নেই রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধীনে কলেজগুলোতে অধ্যক্ষ নিয়োগের জন্য ইন্টারভিউ প্রক্রিয়া শেষ হয়েছে। কমিশন সূত্রে খবর রাজ্য জুড়ে যতগুলি কলেজে অধ্যক্ষ নিয়োগের শূন্যপদ পড়ে রয়েছে তার মধ্যে বেশিরভাগই গ্রামাঞ্চলের কলেজ।
আরও পড়ুন: ট্রেনের কামরার বাইরে কেন থাকে সাদা-নীল ডোরা কাটা দাগ? জেনে নিন কারণ
আর তাই পঞ্চায়েত নির্বাচনের আগে গ্রামাঞ্চলে কলেজগুলিতেই শূন্যপদ পূরণের জন্য দ্রুত তৎপরতা শুরু করেছে কমিশন। ১ বৈশাখের পরে অধ্যক্ষ নিয়োগের চূড়ান্ত মেধাতালিকা প্রকাশ করতে পারে কমিশন তেমনটাই সূত্রের খবর। কমিশন সূত্রে খবর আবেদনকারীদের মধ্যে থেকে ২২০ জন ইন্টারভিউ প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছেন। যদিও এই নিয়োগের ওপর মনে করা হচ্ছে রাজ্যের বেশিরভাগ কলেজেই পূর্ন সময় এর অধ্যক্ষ নিয়োগ হয়ে যাবে। অর্থাৎ এক্ষেত্রে ভারপ্রাপ্ত অধ্যক্ষ দিয়ে কলেজ পরিচালনা করতে হবে না উচ্চশিক্ষা দফতরকে। যদিও নিয়োগ দুর্নীতির তদন্তের মাঝেই অধ্যক্ষ নিয়োগ প্রক্রিয়া হয়ে যাওয়ায় কিছুটা স্বস্তির হবে রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের কাছে বলেই মনে করছে প্রশাসনিক মহল।
একদিকে যখন রাজ্যজুড়ে কলেজগুলিতে অধ্যক্ষ নিয়োগের তৎপরতা চরমে অন্যদিকে রাজ্যের স্কুলগুলিতে প্রধান শিক্ষক - প্রধান শিক্ষিকা নিয়োগ এর প্রক্রিয়া ও শুরু করা হচ্ছে। স্কুল শিক্ষা দফতর সূত্রে খবর প্রধান শিক্ষক নিয়োগের বিধি ইতিমধ্যে প্রস্তুত করেছে রাজ্য স্কুল শিক্ষা দফতর। সেই নিয়োগের বিধিতে একাধিক বদল আনা হয়েছে। পাশাপাশি রাজ্যের স্কুলগুলোতে একাধিক শূন্যপদ পড়ে রয়েছে।পঞ্চায়েত নির্বাচনের আগে প্রধান শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়ার তোড়জোড় শুরু করেছে স্কুল সার্ভিস কমিশন।সূত্রের খবর প্রধান শিক্ষক নিয়োগের জন্য প্রস্তুত করা বিধি শীঘ্রই রাজ্য মন্ত্রিসভার বৈঠকে পেশ করা হতে পারে অনুমোদনের জন্য।
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bratya Basu