Jyotipriya Mallick House ED Raid: নাগেরবাজারে তিন তিনটে ফ্ল্যাট! জ্যোতিপ্রিয়ের আপ্ত সহায়কের বাড়িতেও ইডির হানা

Last Updated:

ইডি সূত্রে দাবি, রেশন দুর্নীতি কাণ্ডে গ্রেফতার বাকিবুর রহমানের বাড়িতে তল্লাশি করে প্রচুর গুরুত্বপূর্ণ নথি পায় ইডি। এছাড়া বাকিবুর রহমানকে জিজ্ঞাসাবাদ করার পরেই বেশ কিছু তথ্য পায় প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে। তারপরই আজকের অভিযান বলে দাবি ইডির।

কলকাতা: পুজো মিটতেই ফের সক্রিয় গোয়েন্দারা৷ রেশন দুর্নীতি কাণ্ডে বাকিবুর রহমানের পাহাড় প্রমাণ সম্পত্তির খোঁজ পেয়ে এবার তদন্তে ফাঁকফোকড় খুঁজতে শুরু করেছে ইডি৷ লক্ষ্মীবারেই সকাল সকাল রেশন দুর্নীতি কাণ্ডে রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ও তাঁর আপ্ত সহায়কের বাড়ি সহ ৮ জায়গায় তল্লাশি চালান এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা৷
ইতিমধ্যেই মন্ত্রীর আপ্ত সহায়ক অমিত দে-র বাড়িতেও তল্লাশি চালান ইডি আধিকারিকেরা৷ জানা যাচ্ছে, জ্যোতিপ্রিয় খাদ্যমন্ত্রী থাকাকালীন ২০১১ সালে ওই দফতরে গ্রুপ সি পদে চাকরিতে যোগ দিয়েছিলেন অমিত দে। তারপর তিনি মন্ত্রীর আপ্ত সহায়ক হয়ে ওঠেন। পরে যখন জ্যোতিপ্রিয় মল্লিকের দফতর বদল হয়, তখন, এই অমিতও খাদ্য দফতর থেকে বন দফতরে স্থানান্তরিত করেন৷
advertisement
আরও পড়ুন: ‘বাবাকে বলেছিলাম দীপিকা পাডুকোণকে বিয়ে করবই!’ দেখুন রণবীরের স্বপ্নের বিয়ের সেই ভিডিও
এই অমিতের বাড়িতেও সকালে হানা দেন ইডি আধিকারিকরা। সূত্রের খবর, রেশন দুর্নীতিতে তাঁর একটি বড় যোগের প্রমাণ হাতে পেয়েছেন তদন্তকারীরা। তার ভিত্তিতেই এই তল্লাশি বলে জানা গিয়েছে।
advertisement
পুজোর মরসুমে মা-ছেলে এবং স্ত্রীকে নিয়ে পুরীতে গিয়েছেন অমিত৷ ঠিক সেই সময়েই এই ইডি অভিযান৷ নাগেরবাজার এলাকায় এই অমিত দে-র ৩টি ফ্ল্যাট রয়েছে বলে জানা গিয়েছে৷ এই তিনটি ফ্ল্যাটেই একসঙ্গে হানা দেন গোয়েন্দারা৷ তবে তাঁরা ফ্ল্যাটের ভিতরে ঢুকতে পারেননি বলেই সূত্রের খবর৷
advertisement
গ্রুপ সি এর চাকরি করেও কী ভাবে এই ব্যক্তি এত সম্পত্তির মালিক, সে কথাও ভাবাচ্ছে গোয়েন্দাদের৷ কী ভাবে তিনি মন্ত্রীর এত কাছের হয়ে উঠেছিলেন, কী ভাবে তাঁর জীবনযাত্রার মান এতটা বদলে গেল সে সবই খতিয়ে দেখতে চাইছেন তদন্তকারীরা৷ এদিন তল্লাশি চলে অমিতের বন্ধুর বাড়িতেও৷
আরও পড়ুন: মাধুরীর হাতে থুথু ফেলেছিলেন আমির! কিন্তু, কেন? অভিনয়ের মাঝেও কথা ছিল বন্ধ
ইডি সূত্রে দাবি, রেশন দুর্নীতি কাণ্ডে গ্রেফতার বাকিবুর রহমানের বাড়িতে তল্লাশি করে প্রচুর গুরুত্বপূর্ণ নথি পায় ইডি। এছাড়া বাকিবুর রহমানকে জিজ্ঞাসাবাদ করার পরেই বেশ কিছু তথ্য পায় প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে। তারপরই আজকের অভিযান বলে দাবি ইডির।
advertisement
এছাড়া, এর পাশাপাশি মন্ত্রীর চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের বাড়িতেও হানা গোয়েন্দাদের। তাঁর বাড়ি টালিগঞ্জ এলাকায়। হাওড়া ইছাপুর এলাকাতেও হানা দিয়েছে ইডি। সূত্রে মারফত জানা যাচ্ছে, অভিজিৎ দাস নামের ওই ব্যক্তির বাড়ি হাওড়া ভগবান চ্যাটার্জি লেন। তদন্তকারী সংস্থা সূত্রের দাবি, এই অভিজিৎ দাস জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ।
advertisement
বাকিবুরের রেশন দুর্নীতির পিছনে কোন কোন প্রভাবশালী রয়েছে, তা খুঁজে বের করার চেষ্টা করছে ইডি। ইডির দাবি, বাকিবুর রহমানের একার পক্ষে দুর্নীতি সম্ভব নয়। মিলার, ডিস্ট্রিবিউটর ও ডিলারের দ্বারা এই রেশন দুর্নীতি হয়েছে। তবে সেই টাকা কোথায় কোথায়, কোন কোন প্রভাবশালীদের কাছে গিয়েছে? তার উত্তর খুঁজছে ইডি।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Jyotipriya Mallick House ED Raid: নাগেরবাজারে তিন তিনটে ফ্ল্যাট! জ্যোতিপ্রিয়ের আপ্ত সহায়কের বাড়িতেও ইডির হানা
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement