Bollywood Gossip: মাধুরীর হাতে থুথু ফেলেছিলেন আমির! কিন্তু, কেন? অভিনয়ের মাঝেও কথা ছিল বন্ধ
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
সিনেমার শুটিং চলাকালীন, আমির খান এমন একটা কাজ করেছিলেন যে, মাধুরী ভয়ানক রেগে গিয়েছিলেন। তারপরেই দু’জনের মধ্যে কথা বলা বন্ধ হয়ে গিয়েছিল৷ পরে একটি সাক্ষাৎকারে সেই কথা জানিয়েছিলেন মাধুরীও৷
আমির খান এবং মাধুরী দীক্ষিত৷ নব্বইয়ের দশকের বক্স অফিস মাত করে দেওয়া দুই বলিউড অভিনেতা৷ নিজেদের কাজের জায়গায় এঁদের দু’জনের অধ্যাবসায় এবং নৈপুণ্য নিয়ে কেউ প্রশ্ন তোলে না৷ এঁরা স্ব স্ব জায়গায় সুপ্রতিষ্ঠিত৷ নব্বইয়ের দশকে আমির এবং মাধুরী একাধিক সিনেমায় একসঙ্গে কাজ করেছিলেন৷ কিন্তু, ১৯৯০ এ প্রকাশিত ‘দিল’ সিনেমায় দু’জনের অনস্ক্রিন কেমিস্ট্রি ছিল চোখে পড়ার মতো৷
advertisement
আমিরের এই অদ্ভুত রসিকতায় ভয়ঙ্কর রেগে গিয়েছিলেন মাধুরী৷ হকি স্টিক নিয়ে মারতে তাড়া করেছিলেন আমিরকে৷ ২০১৬ সালে টুইটারে ‘আস্ক মি এনিথিং’-নামের পোস্টে, মাধুরীকে তাঁর সঙ্গে হওয়া সবচেয়ে ‘দুষ্টু’ প্র্যাঙ্ক সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন এক নেটিজেন। সেখানেও তিনি এই হকিস্টিক নিয়ে তাড়া করার কথা জানিয়েছিলেন৷
advertisement
advertisement
advertisement
advertisement
কথাটা শোনার সঙ্গে সঙ্গেই তা বিশ্বাস করে ফেলেন অভিনেত্রী৷ হাতের পাতা মেলে ধরেন আমিরের সামনে৷ আমিরও সেই হাত নিজের হাতে তুলে নিয়ে বলেন, ‘তুমি খুব আবেগপ্রবণ, সহজেই মানুষকে বিশ্বাস করে ফেল এবং এই কারণে অনেকেই তোমাকে বোকা বানাতে পারে, এই যেমন আমি বানাচ্ছি।’ এই কথা বলার সঙ্গে সঙ্গেই মাধুরীর হাতে থুথু ফেলে দেন আমির।
advertisement