Koffee With Karan season 8: ‘বাবাকে বলেছিলাম দীপিকা পাডুকোণকে বিয়ে করবই!’ দেখুন রণবীরের স্বপ্নের বিয়ের সেই ভিডিও

Last Updated:

বিরাট-অনুষ্কা থেকে শুরু, তারপর সিদ্ধার্থ-কিয়ারা, কিংবা ভিকি-ক্যাটরিনা বলিউডের সেলেব কাপলদের বিয়ের ভিডিও রীতিমতো চেটেপুটে দেখেছেন নেটিজেনরা৷ মুহূর্তেই হুহু করে হয়েছে ভাইরাল৷ কিন্তু, দীপ-বীরের বিয়ে নিয়ে এতটাই হাশহাশ পরিস্থিতি ছিল, বিয়ের কয়েকটা ছবি ছাড়া তেমন কিছুই দেখার সৌভাগ্য হয়নি৷ তাই, এই ভিডিও যে দীপ-বীরের ফ্যানদের জন্য সেরা চমক, সেকথা বলাই বাহুল্য৷

মুম্বই: শুরু হয়ে গেছে কফি উইথ করণ-এর ৮ নম্বর সিজন! আর তার শুরুতেই জোরাল চমক। এই প্রথমবার যুগলে একসাথে কফি উইথ করণের কাউচে পাশাপাশি বসতে শো-এর পারদ কয়েকগুণ বাড়িয়ে দিলেন রণবীর-দীপিকা। ব্ল্যাক আউট ফিটে দু’জনকেই লাগছিল‘স্মোকিং হট’৷ আমরা নয়, এমন মন্তব্য করেছেন স্বয়ং শো-এর সঞ্চালক করণ৷ একের পর এক তথ্য ফাঁস, র‍্যাপিড ফায়ার সবই তো হল৷ তবে, কফি উইথ করনের এই সিজনের প্রথম এপিসোডের উল্লেখযোগ্য পাওয়া কিন্তু রণবীর-দীপিকার বিয়ের ভিডিও৷ যা এতদিন ছিল অদেখা৷
বিরাট-অনুষ্কা থেকে শুরু, তারপর সিদ্ধার্থ-কিয়ারা, কিংবা ভিকি-ক্যাটরিনা বলিউডের সেলেব কাপলদের বিয়ের ভিডিও রীতিমতো চেটেপুটে দেখেছেন নেটিজেনরা৷ মুহূর্তেই হুহু করে হয়েছে ভাইরাল৷ কিন্তু, দীপ-বীরের বিয়ে নিয়ে এতটাই হাশহাশ পরিস্থিতি ছিল, বিয়ের কয়েকটা ছবি ছাড়া তেমন কিছুই দেখার সৌভাগ্য হয়নি৷ তাই, এই ভিডিও যে দীপ-বীরের ফ্যানদের জন্য সেরা চমক, সেকথা বলাই বাহুল্য৷
advertisement
advertisement
advertisement
সিন্ধি এবং দক্ষিণ ভারতীয় ঐতিহ্য মিলেমিশে একাকার হয়ে গিয়েছে যে অনুষ্ঠানে৷ ভিডিওটি শুরু হচ্ছে, রণবীর তাঁর বিয়ের অনুষ্ঠানে ‘টোস্ট’ দিচ্ছেন৷ তারপরে দীপ-বীর বিয়ের অনুষ্ঠানের টুকরো ছবি৷ কোথাও রণবীর দীপিকার মেকআপ ঠিক করছেন, তো কোথাও দীপ-বীরের পরিবারের সদস্যেরা তাঁদের সম্পর্কে মিষ্টি মিষ্টি কথা বলছেন৷
আরও পড়ুন: ১ মিনিটের লিপলক, ৪৭টা রিটেক! সেট-এ ঠায় বসেছিলেন মা ববিতা
advertisement
ভিডিও দেখে করণ জোহরও ইমোশনাল হয়ে পড়েছিলেন৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Koffee With Karan season 8: ‘বাবাকে বলেছিলাম দীপিকা পাডুকোণকে বিয়ে করবই!’ দেখুন রণবীরের স্বপ্নের বিয়ের সেই ভিডিও
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement