Koffee With Karan season 8: ‘বাবাকে বলেছিলাম দীপিকা পাডুকোণকে বিয়ে করবই!’ দেখুন রণবীরের স্বপ্নের বিয়ের সেই ভিডিও

Last Updated:

বিরাট-অনুষ্কা থেকে শুরু, তারপর সিদ্ধার্থ-কিয়ারা, কিংবা ভিকি-ক্যাটরিনা বলিউডের সেলেব কাপলদের বিয়ের ভিডিও রীতিমতো চেটেপুটে দেখেছেন নেটিজেনরা৷ মুহূর্তেই হুহু করে হয়েছে ভাইরাল৷ কিন্তু, দীপ-বীরের বিয়ে নিয়ে এতটাই হাশহাশ পরিস্থিতি ছিল, বিয়ের কয়েকটা ছবি ছাড়া তেমন কিছুই দেখার সৌভাগ্য হয়নি৷ তাই, এই ভিডিও যে দীপ-বীরের ফ্যানদের জন্য সেরা চমক, সেকথা বলাই বাহুল্য৷

মুম্বই: শুরু হয়ে গেছে কফি উইথ করণ-এর ৮ নম্বর সিজন! আর তার শুরুতেই জোরাল চমক। এই প্রথমবার যুগলে একসাথে কফি উইথ করণের কাউচে পাশাপাশি বসতে শো-এর পারদ কয়েকগুণ বাড়িয়ে দিলেন রণবীর-দীপিকা। ব্ল্যাক আউট ফিটে দু’জনকেই লাগছিল‘স্মোকিং হট’৷ আমরা নয়, এমন মন্তব্য করেছেন স্বয়ং শো-এর সঞ্চালক করণ৷ একের পর এক তথ্য ফাঁস, র‍্যাপিড ফায়ার সবই তো হল৷ তবে, কফি উইথ করনের এই সিজনের প্রথম এপিসোডের উল্লেখযোগ্য পাওয়া কিন্তু রণবীর-দীপিকার বিয়ের ভিডিও৷ যা এতদিন ছিল অদেখা৷
বিরাট-অনুষ্কা থেকে শুরু, তারপর সিদ্ধার্থ-কিয়ারা, কিংবা ভিকি-ক্যাটরিনা বলিউডের সেলেব কাপলদের বিয়ের ভিডিও রীতিমতো চেটেপুটে দেখেছেন নেটিজেনরা৷ মুহূর্তেই হুহু করে হয়েছে ভাইরাল৷ কিন্তু, দীপ-বীরের বিয়ে নিয়ে এতটাই হাশহাশ পরিস্থিতি ছিল, বিয়ের কয়েকটা ছবি ছাড়া তেমন কিছুই দেখার সৌভাগ্য হয়নি৷ তাই, এই ভিডিও যে দীপ-বীরের ফ্যানদের জন্য সেরা চমক, সেকথা বলাই বাহুল্য৷
advertisement
advertisement
advertisement
সিন্ধি এবং দক্ষিণ ভারতীয় ঐতিহ্য মিলেমিশে একাকার হয়ে গিয়েছে যে অনুষ্ঠানে৷ ভিডিওটি শুরু হচ্ছে, রণবীর তাঁর বিয়ের অনুষ্ঠানে ‘টোস্ট’ দিচ্ছেন৷ তারপরে দীপ-বীর বিয়ের অনুষ্ঠানের টুকরো ছবি৷ কোথাও রণবীর দীপিকার মেকআপ ঠিক করছেন, তো কোথাও দীপ-বীরের পরিবারের সদস্যেরা তাঁদের সম্পর্কে মিষ্টি মিষ্টি কথা বলছেন৷
আরও পড়ুন: ১ মিনিটের লিপলক, ৪৭টা রিটেক! সেট-এ ঠায় বসেছিলেন মা ববিতা
advertisement
ভিডিও দেখে করণ জোহরও ইমোশনাল হয়ে পড়েছিলেন৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Koffee With Karan season 8: ‘বাবাকে বলেছিলাম দীপিকা পাডুকোণকে বিয়ে করবই!’ দেখুন রণবীরের স্বপ্নের বিয়ের সেই ভিডিও
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement