Potato price hike: আলুর সঙ্কট মেটাতে পদক্ষেপ মুখ্যসচিবের, বুধবার বিশেষ বৈঠক
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
Potato price hike: ক্রমাগত বাড়ছে আলুর দাম, কোথাও ৪০, তো কোথাও ৫০ অধিকাংশ জায়গাতেই নিয়ন্ত্রণে নেই আলুর দাম। এই প্রসঙ্গে আলুর দাম নিয়ন্ত্রণে নবান্নে জেলাশাসকদের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন মুখ্যসচিব বিপি গোপালিকা।
কলকাতা: ক্রমাগত বাড়ছে আলুর দাম, কোথাও ৪০, তো কোথাও ৫০ অধিকাংশ জায়গাতেই নিয়ন্ত্রণে নেই আলুর দাম। এই প্রসঙ্গে আলুর দাম নিয়ন্ত্রণে নবান্নে জেলাশাসকদের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন মুখ্যসচিব বিপি গোপালিকা।
রাজ্যের মুখ্যসচিব নির্দেশ দেন, বিভিন্ন হিমঘরে যে আলু সঞ্চিত আছে, তা বার করতে হবে। আলুর চাহিদা মেটাতে আলু বাজারে সাপ্লাই করতে হবে, যাতে কোনওভাবেই বাজারে আলুর সঙ্কট তৈরি না হয়। আলুর জোগান সচল রেখেই আলুর দাম যাতে নিয়ন্ত্রণ করা যায়, সেই পদক্ষেপ করতে চলেছে রাজ্য।
advertisement
advertisement
প্রসঙ্গত, পুলিশি জুলুমের প্রতিবাদে সেমবার থেকে কর্মবিরতির ডক দিয়েছিল পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। এর ফলে আলুর জোগানে ঘাটতি দেখা দিয়েছে। হিমঘর থেকেও আলু আর তেমন বাজারে আসছে না। মঙ্গলবার যদিও আলুর সঙ্কটের মোকাবিলায় অন্য রাজ্যে আলু পাঠানো বন্ধের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। বুধবার আলুর সমস্যা মোকাবিলায় বিশেষ বৈঠকে বসছে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। সেই বৈঠকে উপস্থিত থাকবেন কৃষি বিপণনমন্ত্রী বেচারাম মান্না। হুগলির হরিপালের এই বৈঠকে উপস্থিত থাকবেন সরকারি আধিকারিক এবং টাস্ক ফোর্সের সদস্যরাও। এই বৈঠকের পরে আলুর দাম নিয়ে কোনও রফাসূত্র বেরোয় কি না সেটাই দেখার।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 24, 2024 12:52 PM IST