Leather Complex police Station: রেহাই নেই রিক্সাচালকদেরও! পুলিশের জোরজুলুম, রোজ দিতে হয় ২০, ৪০, ৫০ টাকা

Last Updated:

প্রকাশ্যে পুলিশের তোলাবাজি। ইঞ্জিনভ্যান চালকদের সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে তোলা আদায় করছেন পুলিশকর্মীরা।

#কলকাতা,কল্যাণ মণ্ডল: গাড়ি, লরি চালক নন। তাঁরা সাধারণ রিক্সাচালক। রোজ আয় সামান্য। এখন টোটো, অটোর যুগে রিক্সাচালকদের উপার্জনে আবার কোপ পড়েছে। ফলে এখন আয় আগের থেকে অনেক কম। তবুও পুলিশের জোরজুলুম থেকে তাঁদের রক্ষে নেই। বাসন্তী হাইওয়েতে ফিল্মি কায়দায় পুলিশ গাড়ির উপর বসে সাধারণ রিক্সা চালকদের কাছ থেকে টাকা তোলার অভিযোগ কলকাতা লেদার কমপ্লেক্স থানার বিরুদ্ধে। পুলিশের জুলুমবাজির বিরুদ্ধে একজোটে সরব রিক্সা চালকরা।
প্রতিদিন ভোরবেলা বাসন্তী হাইওয়েতে চলছে পুলিশের তোলাবাজি। অসহ্য যন্ত্রণার শিকার ইঞ্জিন ভ্যান চালকরা। ভোর বেলা থেকে কলকাতা লেদার কমপ্লেক্সে থানার নাইট ডিউটিতে থাকা পুলিশ কর্মীরা ইঞ্জিন ভ্যান চালকদের কাছ থেকে ২০ টাকা ৪০ টাকা, কখনো ৫০ টাকা করে তোলা তুলছে বলে অভিযোগ। এই খবর আমাদের কানে আসতেই আজ ভোরবেলা আমরা পৌছে যাযই কলকাতা লেদার কমপ্লেক্সের ৩ নং গেটে।
advertisement
ঘটনাস্থলে গিয়ে তো চক্ষু চড়কগাছে ওঠার জোগাড়। সেখানেই দেখা যায়, প্রকাশ্যে পুলিশের তোলাবাজি। ইঞ্জিনভ্যান চালকদের সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে তোলা আদায় করছেন পুলিশকর্মীরা।
advertisement
আরও পড়ুন- ক্লাবের দুয়ারে দুর্গা! টাকা না থাকলেও পুজো হবে, পাশে চোরবাগান সর্বজনীন
প্রথমে ছবি তুলতে গেলে বাধা দেওয়া হয় সাংবাদিককে। পুলিশ কী কারণে টাকা নিচ্ছে জিজ্ঞেস করলে এক পুলিশকর্মী বলেন, ইঞ্জিনভ্যান চালক নাকি তাঁকে প্রতিদিনই এমনিতেই কুড়ি টাকা করে দিয়ে যান। কিন্তু ইঞ্জিন ভ্যান চালকদের অভিযোগ, পুলিশ জোর করে তাঁদের কাছ থেকে তোলা আদায় করে। কেউ যদি পালিয়ে যায়, তাঁকে বাইক নিয়ে তাড়া করে পুলিশ তোলা আদায় করে।
advertisement
কখনো লেদার কমপ্লেক্সের ভিতরে, আবার কখনো লেদার কমপ্লেক্স -এর বাইরে সহ একাধিক জায়গাতে তোলা আদায় করে চলেছে পুলিশ। ফলে সমস্যায় পড়ছে সাধারণ রিক্সা চালকরা।
বাংলা খবর/ খবর/কলকাতা/
Leather Complex police Station: রেহাই নেই রিক্সাচালকদেরও! পুলিশের জোরজুলুম, রোজ দিতে হয় ২০, ৪০, ৫০ টাকা
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement